Blogroll


বন্ধুরা যারা ফটোশপে কাজ করেন বাসায় কিংবা ফটো স্টুডিওতে তারা গ্রেইন সার্জারীর মহত্ব বেশ ভাল বুঝেন। তবে আমি গ্রেইন সার্জারী দিয়ে ছবিকে স্মুথ করার ক্ষেত্রে খুব মজা পাইনি। কেননা ছবির প্রানে যেন আঘাত হানা হয়, ছবির অরজিনিলাটি থাকেনা। আমারই বেশ কিছু ছবি ফটো স্টুডিওর কোন একজন গ্রেইন সার্জারি দিয়ে বেশী ভাল করতে গিয়ে ছবির প্রাণকে নষ্ট করে দিয়েছিল। এইতো বেশী দিনের কথা নয় এক ছোট ভাই হামিদুজ্জামান নয়নের কাছে পেয়ে গেলাম topazdenoise নামের প্লাগইন সফট। যা কম্পিউটারে ইন্সটল করলে ফটোশপে ফিল্টারে প্লাগইন হিসেবে ব্যবহার করা যাবে। কাজ করে দেখলাম বুঝলাম এবং ভাবলাম এটা সবার মাঝে শেয়ার করা যায়। তাহলে বন্ধুরা দেরি কেন প্রথমে ডাউনলোড করে নিন আপনার যেটা প্রয়োজন ৩২ বিট অথবা ৬৪ বিট দুইটি আলাদা ডাউনলোড লিংকে পেয়ে যাবেন topazdenoise কে। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এবারে ইন্সটল করুন। ব্যাস কাজ শেষ এবারে ফটোশপ ওপেন করুন এবং যে ছবিটিকে আপনি আকর্ষণীয় ও মোহনীয় করে তুলতে চান তা ওপেন করুন। এবারে এই প্লাগইন সফটকে সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করার ব্যাপার। নিচের চিত্রটি দেখুন------
p1
Filter এ ক্লিক দিয়ে Topaz Labs এ যান এবং Topaz Denoise 4 এ ক্লিক দিন নিচের চিত্রের মত আসবে----------
p2
এখানে Menu তে ক্লিক দিয়ে Enter Key তে ক্লিক দিন এবং যে উইন্ডো আসবে তাতে ফাইলে পাওয়া সিরিয়াল কী টি বসিয়ে দিয়ে OK করুন। এবারে আসুন মূল কাজে, নিচের চিত্রের মত উইন্ডো থাকবে তাতে লক্ষ্য রাখুন-------
p3
 ছবিতো সিলেক্ট করাই আছে এবারে দেখে নিন ক্রমান্বয়ে কি করতে হবে--------
১. এখানে আপনি ছবির ফাটা ফাটা দাগ ও মসৃণ করার বেশ কয়েকটি অপশন পাবেন তাতে ক্লিক দিয়ে যেটি ছবির সাথে মিল ও মানায় সেটি সিলেক্ট করে নিতে পারেন।
২. এখানে ছবিকে বিভিন্ন অপশনে RGB,LUMA,COLOR,RED ও BLUE করার অপশন সহ Auto Brightness এর কয়েকটি অপশন পাবেন ক্লিক দিয়ে বুঝে নিন কোনটি প্রয়োজন।
৩. এখানে পাবেন Noise Reduction এর বিভিন্ন অপশন কম বা বেশী করে দেখে নিন ছবির জন্য কোনটি দরকার।
৪. অবশেষে সব কাজ শেষ হয়ে গেলে OK তে ক্লিক দিন। এবারে নিচের চিত্রের মত আসবে--------
p4
 অর্থাৎ ছবিতে যা যা আপনি চাইছেন তা দেয়ার জন্য কাজ চলছে। কিছুক্ষন অপেক্ষা করুন। ১০০% কাজ শেষ হলে ফটোশপ থেকে ছবিকে পছন্দমত জায়গায় সেভ করে নিন।
বন্ধুরা আমি একটি ছবিতে কাজ করেছি তা আপনাদের সামনে উদাহারন হিসেবে দিলাম

(topazdenoise প্লাগইন ব্যবহার করার আগের ছবি)

আগের ছবি  

(topazdenoise প্লাগইন ব্যবহার করার পরের ছবি)

পরের ছবি
 বন্ধুরা ভাবছেন দুইটি তো একই রকম না বন্ধুরা কিছু পার্থক্যতো আছেই ছবি দুইটি জুম করলেই পার্থক্য বুঝা যাবে।
তাহলে ডাউনলোড করে নিন এখান থেকে
ডাউনলোড লিঙ্কঃ- ৩২ বিট ১৭.৫ মেগাবাইট 
ডাউনলোড লিঙ্কঃ- ৬৪ বিট ৭.৮ মেগাবাইট 

উপভোগ করুন topazdenoise কে। ভাল আর সুস্থ্য থাকুন এই কামনা করছি।
বিঃদ্রঃ- লেখক ও পাঠকদের প্রতি আহ্বান, ব্লগে কোন পোস্ট নিয়ে সমস্যা বা পোস্ট করতে সমস্যা ও নানান বিষয়ে জানার জন্য ফেসবুকের এই গ্রুপে যোগ দিয়ে তা জানাতে পারেন। ফেসবুক গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/654387877948822/ 
 

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১.০৫.২০১৪ 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya