Blogroll

গোলক ধাঁধার চক্করে দেখে এলাম মুলাডলি


আমার মেজো সমুন্ধির বড় ছেলের বিয়ে। ডাক এলো দিনাজপুর থেকে, মেয়ের বাবা আসছে। তাই যেতে হলো। মেয়ের বাবা যথারীতি তাদের মেয়েকে দেখতে দাওয়াত করলেন চাঁপাই নবাবগঞ্জে। নির্দিষ্ট তারিখে খুব ভোরে আমরা মাইক্রোবাসে চাঁপাই এর উদ্দ্যেশ্যে রওয়ানা দিলাম। হিলি, জয়পুরহাট ও নওগাঁ হয়ে রাজশাহী পেরিয়ে আমরা জুম্মার নামাজের আগেই পৌঁছে গেলাম।

মেয়ে দেখা হলো, কথা বার্তা সব ঠিক হলো, বিয়ের দিন তারিখ ঠিক হলো। এবার ফেরার পালা। প্রায় পড়ন্ত বিকেলে আমরা দিনাজপুরের উদ্যেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা হিসেব করতে শুরু করলাম কতক্ষন সময়ে পৌঁছাবো। আসার সময় আমার মেজো সমুন্ধির বন্ধু মানুষ প্রাক্তন ইউপি মেম্বার ড্রাইভারকে নির্দেশ দিয়ে দিয়ে নিয়ে এসেছে। এবার ড্রাইভার বেশ অভিজ্ঞের মত জানালো তার কথা, সে তার মত করে আমাদের খুব সময়ে দিনাজপুর পৌঁছে দেবে। মেম্বার জানালেন রাস্তা চেনা থাকলে এগিয়ে যেতে।

সন্ধ্যা পার হয়ে গেছে আমরা নাটোর এসে সবাই চা নাস্তা করলাম। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। নাটোর পার হয়ে বাইপাস সড়কের গোল চক্কর এলো। ড্রাইভার বেশ দ্রুত গতিতেই বাঁক নিয়ে চলতে শুরু করলো। সেই সময় মেম্বার বললেন দিনাজপুরের আঞ্চলিক ভাষায় “আবে ঠিক যাচিস তো” ড্রাইভার মাথা ঝাঁকিয়ে বলল ঠিক যাচ্ছে। গাড়ি বেশ মসৃণ রাস্তায় গতি নিয়ে এগিয়ে চলছে। তেমন গাড়ি চলাচল নেই। সারা দিনের ভ্রমণে সবাই ক্লান্ত। সংগে ছিলেন আমার বড় সমুন্ধি, মেজো সমুন্ধি ও তার আর এক বন্ধু এবং আমার ভাইরা। বড় সমুন্ধি প্রায় ঘুমিয়ে গেলেন। মেম্বার তখন বলে উঠলেন, রাস্তা এত ভাল হলো কবে? মেজো সমুন্ধিও বললেন তাই। মেজো সমুন্ধির বন্ধু আর একজন তার বাড়ি সিরাজগঞ্জ। সেও বলল এত ভাল হলো কবে। সবাই একটা ধুম্রজালের মধ্যে থাকলো। ড্রাইভার তার গতিতে এগিয়ে যেতে থাকলো। আমি সড়ক পথে তেমন এই দিকে আসিনি তাই আমি নিশ্চুপ বসে রইলাম।

অনেকক্ষন গাড়ি চললো। ক্লান্তিতে সবাই ঘুমিয়ে নিলো সবাই। কিছুক্ষন পর ট্রেনের হুইসেল শুনতে পেলাম সবাই। মেজো সমুন্ধি বলে উঠলেন এত তারাতারি বগুড়া এসে গেলাম। তখন মেম্বার বলে উঠলো তাই তো, আমাদের ড্রাইভার বেশ গাড়ি চালাতে পারে। কিছুদুর এগুনোর পর ট্রেন লাইনের গেট যাকে লেভেল ক্রসিং বলে সেখানে এসে গাড়ি থামলো। আমি অন্ধকারে সাইনবোর্ড জাতীয় কিছু দেখার চেষ্টা করলাম। এটা বগুড়ার কোন জায়গা নয়, পাবনা জেলার মুলাডলি নামক জায়গা। তখন মেজো সমুন্ধি আমাকে ও আমার ভাইরাকে নেমে জায়গাটি ভাল করে দেখে নিতে বলায়, আমরা নেমে দেখি হা প্রায় ঈশ্বরদীর কাছে মুলাডলি। আমরা নিশ্চিত হবার জন্য লোকজনকে জিজ্ঞেস করে যা জানতে পারলাম তা হলো আমরা ভুল পথে এসেছি। আবার পিছনে ফেরত গিয়ে নাটোর গিয়ে বগুড়ার সঠিক রাস্তায় এগুতে হবে। সবার চক্ষু চড়কগাছ। মেম্বার প্রচন্ড রেগে গেলেন এবং ড্রাইভার কে গাল মন্দ দিতে থাকলেন। তার কারণ মেম্বার চুক্তি করে এই গাড়ি নিয়ে এসেছেন। ড্রাইভার নিছক ছেলে মানুষ। সে মাথা নিচু করে আরও দ্রুত বেগে পিছনে যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকে ফেরত যেতে লাগলো। তার চাকুরী হারাবার ভয় পেয়ে বসলো। কারণ গাড়ির মালিক মেম্বার এর বন্ধু মানুষ। আমরা সবাই তাকে সতর্ক ভাবে গাড়ি চালাতে বললাম। এক সময় সেই নাটোরের গোল চক্করে এসে নেমে গিয়ে ভাল করে দেখে শুনে বগুড়ার রাস্তার দিকে এগুতে থাকলো। বগুড়ার রাস্তায় এলে গাড়ির গতি এমনিতেই কমে এলো, কারণ রাস্তা বেশী ভাল নয়। তখন মেম্বার বললেন, তখনি তার সন্দেহ হয়েছিল আমরা ভুল পথে যাচ্ছি।
map 2

অবশেষে রাত দুইটায় আমরা দিনাজপুর পৌঁছুলাম। মাঝখানে দেখে এলাম মুলাডলি। ড্রাইভার তার তেলের হিসেব দিতে পারবেনা বিধায়, আমাদেরকে গাড়ির ট্যাংক সঠিক রাখতে ও তার চাকুরী বাঁচাতে অতিরিক্ত তেল কিনে দিতে হলো।

আজ হটাত করেই মনে হলো সেই মুলাডলিকে, কারণ ট্রেনে ঢাকায় যেতে এই মুলাডলি রেল স্টেশন সেই লেভেল ক্রসিং পার হতে হয়।


উপলদ্ধি- লক্ষ্যে পৌঁছাতে গেলে ধির স্থির ভাবে পদক্ষেপ নেয়া উচিত।  
- মোঃ জাকির হোসেন
২৫.০৮.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কম্পিউটার অটো সাট ডাউন করার ছোট একটি সফট। যা দিয়ে আপনি আপনার কম্পিউটারকে সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, হাইবারনেট, পাওয়ার অফ করতে পারবেন ইচ্ছেমত সময় দিয়ে। সফটির নাম Wise Auto Shutdown মাত্র ১.৫ মেগাবাইট। এই জন্য প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে Wise Auto Shutdown কে। রার ফাইলকে এক্সট্রাক্ট করুন পাস ওয়ার্ড দিন @zakir এবারে ইন্সটল করুন। এটি সম্পুর্ন ফ্রি কোন সিরিয়াল কী এর বালাই নেই। কোন ঝামেলা নেই। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে Wise Auto Shutdown কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন---------
 s1
এখানে আপনি সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, হাইবারনেট, পাওয়ার অফ যেটি প্রয়োজন তা সিলেক্ট করুন। সময় নির্দ্ধারন করে নিন। এবারে Start Task এ ক্লিক দিন নিচের চিত্রের মত আসবে---------
s2

এবারে Yes এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন-------
s3

এখানে আপনি ইচ্ছে করলে আপনার বেধে দেয়া সময় বা এই প্রোগ্রামকে বাতিল করতে পারেন Cancel Task এ ক্লিক দিয়ে। এবারে নিচের চিত্রের মত আসবে-------
 s4
এখানে OK করুন। এবারে Wise Auto Shutdown টি কাজ করতে শুরু করবে এবং তাকে কাজ করতে দিন আর আপনি আপনার কাজে মনোনিবেশ বা কোন কিছু ডাউনলোড বা কপি করার সময় দেখে সময় সেট করে থাকলে নিশ্চিন্তে আরাম করতে যান। Wise Auto Shutdown ঠিক সময় মত তাঁর কাজ করে ফেলবে। অর্থাৎ আপনি যেটি চেয়েছেন (সাট ডাউন, রিস্টার্ট, লগ অফ, হাইবারনেট, পাওয়ার অফ) তা করে দিবে। মনে রাখবেন Wise Auto Shutdown ওপেন করার সময় একটি উইন্ডো আসে আপডেট করার জন্য আপনার কাজ হবে NO তে ক্লিক দেয়া। তাহলে আর দেরি কেন? এক্ষুনি নিচের ইমেজে ক্লিক দিয়ে Wise Auto Shutdown কে ডাউনলোড করে নিন।
download

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন এই কামনা করছি।
আর একটি কথা স্বপ্নযাত্রার পাঠকদের নিয়ে ফেসবুকে একটি গ্রুপ রয়েছে যেখানে পাঠক কিংবা লেখকদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা করা হয় আপনিও যোগ দিন এই গ্রুপে “Sopnojatra.Com পাঠক ফোরাম” লিংক------https://www.facebook.com/groups/261395584061070/

স্বপ্নযাত্রা’র সকল পোস্টের আপডেট লিংক পেতে ফেসবুকের এই অফিসিয়াল পেজে লাইক দিন Sopnojatra.Com লিংক-------https://www.facebook.com/sopnojatrablog


ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৬.০৮.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় তাদের কর্ম জীবন অতিবাহিত করছেন ডিজিটাল যুগের সকল মাধ্যমকে নিয়ে। অফিসে বিভিন্ন সময় রিসোর্স পার্সন হয়ে ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা প্রোজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করা একটা নিত্য প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়ে পড়েছে। ভেবে দেখুন এই প্রেজেন্টেশন উপস্থাপন করতে গিয়ে যদি কোন পিডিএফ ফাইলের অনুরুপ ডকুমেন্ট আপনাকে উপস্থাপন করতে বলা হয়। তাহলে আপনি কি করবেন? আপনি তখন সেই পিডিএফ ফাইলকে PowerPoint এ নতুন করে কম্পোজ করে চেষ্টা করবেন। তাতে অনেক সময় ব্যয় হয়ে যাবে আপনার। সময় বাঁচানোর জন্য আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ মাধ্যম। যা দিয়ে আপনি যেকোন পিডিএফ ফাইলকে মহুর্তে PowerPoint এ কনভার্ট করে নিয়ে প্রেজেন্টেশনের জন্য উপস্থাপন করতে পারেন। আর এই জন্য আপনাকে সাহায্য নিতে হবে AnyBizSoft PDF to PowerPoint এই ছোট সফটির। মাত্র ৬.২ মেগাবাইট। প্রথমে AnyBizSoft PDF to PowerPoint কে ডাউনলোড করে নিন। রার ফাইল এক্সট্রাক্ট করে নিলেই পেয়ে যাবেন AnyBizSoft PDF to PowerPoint সেটআপ ফাইল এবং রেজিস্ট্রেশন করার মাধ্যম। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এবারে ইন্সটল করুন। ডেস্কটপ আইকন থেকে AnyBizSoft PDF to PowerPoint ওপেন করুন। নিচের চিত্রের মত পাবেন-------
 pdf1
দেখে নিন কিভাবে একে পরিচালনা করবেন---------
১. রেজিস্ট্রারে ক্লিক দিয়ে রেজিট্রেশন করে নিন।
২. এখানে যে পিডিএফ ফাইলকে PowerPoint এ কনভার্ট করবেন তা সিলেক্ট করুন।
৩. কনভার্ট করা ফাইলটি যেখানে রাখবেন তা সিলেক্ট করুন।
৪. Covert এ ক্লিক দিয়ে Ok করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবারে কনভার্ট করা ফাইলটি ওপেন করে দেখুন প্রেজেন্টশনের জন্য তা প্রস্তুত হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। উপভোগ করুন AnyBizSoft PDF to PowerPoint কে।
AnyBizSoft PDF to PowerPoint ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিন-----
Download-button

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
৩১.০৭.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya