Blogroll

বাহারি কারসারের থিম, সংগ্রহে রাখুন।


অনেকই আমরা কম্পিউটারে কারসার এর জন্য আলাদা থিম খুজে বেড়াই। যারা নিত্য নতুন কারসার থিম পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম দারুন এক সফট। যার নাম CursorFX মাত্র ১৪.২ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করে বেছে নিন কারসারের থিম। ইন্সটল করার পর আপনাকে যা করতে হবে তা দেখে নিন। স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম এ গেলে CursorFX দেখতে পাবেন তাতে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন। 
 My Coursors এ পাবেন নানা রকম থিম, আপনার যেটি ভাল লাগবে তাতে সিলেক্ট করে Apply করুন। দেখুন কারসার পয়েন্ট কেমন পরিবর্তন হয়ে গেছে নিমিষেই। উপভোগ করুন আর আনন্দে থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১.১১.২০১১ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



আপনি কি কম্পিউটার এর বিভিন্ন বিষয়ে টিপস এবং হাল নাগাদ তথ্য জানতে চান, তবে আপনার ফেসবুকে প্রতিনিয়ত নিত্য নতুন টিপস আর তথ্যের সম্ভারে ভরপুর PC TIPS AND TRICKS এ লাইক দিন এখানে https://www.facebook.com/pctipsbd  গিয়ে। লাইক দিলেই আপনি পেয়ে যাবেন, কম্পিউটার, মোবাইল ও তথ্য প্রযুক্তির বিশাল এক ভাণ্ডার। যা এই ডিজিটাল যুগে আপনার কাজে দিবে, আর পেয়ে যাবেন অনেক অজানা তথ্য। তাহলে আর দেরী কেন, এখনই শুরু করে দিন লাইক দিতে।

এখানে ক্লিক দিয়ে সরাসরি লাইক দিতে পারেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.১১.২০১১
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি রিকভারি সফট। যার নাম Pandora Recovery সফটওয়্যার। আমাদের প্রতিদিন কাজের মাঝে ভুলের কারনে কম্পিউটার কিংবা মেমোরি/ পেনড্রাইভ থেকে অনেক প্রয়োজনীয় ডাটা ডিলেট হয়ে যায়, যা রিসাইকেল বিনে না থাকলে পড়ে যেতে হয় মহা বিপদে। এই বিপদ থেকে অনেকটা উদ্ধার করবে Pandora Recovery সফটওয়্যার। মাত্র ৩.২৭ মেগাবাইটের সফট। একেবারে ফ্রী। কোন সিরিয়াল বা ক্র্যাকের প্রয়োজন নেই।  এটি খুব দ্রুত আপনার ড্রাইভ, মেমোরি বা পেন ড্রাইভ কে স্ক্যান করে ফিরিয়ে দেবে হারানো ডাটা। কিভাবে এটি কাজ করে দেখে নেয়া যাক। ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে Pandora Recovery ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন।

 
এখানে রিসাইকেল বিনে কিছু না পেলে No, I did not find my files এ টিক চিহ্ন দিয়ে Next করুন। তাহলে নিচের চিত্রের মত পাবেন।

 এবার যে ড্রাইভ টি স্ক্যান করতে চান তা সিলেক্ট করে Next করুন। নিচের চিত্রের মত পাবেন।
 এবারে উপরের চিত্র অনুযায়ী সিলেক্ট করে Next করুন। আপনি যে ড্রাইভটির হারানো ফাইল ডাটা খুজছেন তা দেখা যাবে নিচের চিত্রের মত।

এবার আপনি যে ফাইল বা ডাটাটি রিকভার করতে চান তাতে সিলেক্ট করে রিকভার করুন অন্য কোথাও। রিকভার করার জন্য আপনাকে যা করতে হবে- আপনি যে ফাইলটি রিকভার করতে চান তা সিলেক্ট করলে মেনু বারে রিকভার করার অপশন আসবে তাতে ক্লিক করুন, দেখুন একটি নতুন উইন্ডো আসবে তাতে আপনি রিকভার করা ফাইলটি কোথায় রাখবেন তা সিলেক্ট করুন এবং Recover Now এ ক্লিক দিন কিছুক্ষনের মধ্যেই দেখবেন ফাইলটি রিকভার হয়ে গেছে। উপরোক্ত পদ্ধতি ছাড়াও আর একটি উপায়ে ফাইল রিকভার করার সিস্টেম আছে, চলুন সেটি দেখি। সবার উপরে যে চিত্রটি রয়েছে তাতে Exit Wizard ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।

এখানে আপনি Browse, Search Surface Scan অপশন পাবেন। Surface Scan অপশন এর বিশেষত্ব হচ্ছে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা ভাবে স্ক্যান করে রিকভার করতে পারেন। যেমন- ইমেজ,জিপ,অফিস ডকুমেন্ট,মিউজিক ও পিডিএফ ফাইল। প্রতিটি আলাদা ভাবে সিলেক্ট করে স্ক্যান করে রিকভার করতে পারেন।
রিকভার সফট নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি বেশী উচ্চাশা দিয়ে বলবো না। আমি শুধু এইটুকুই বলবো আপনার কম্পিউটারের ড্রাইভ, মেমোরি অথবা পেন ড্রাইভ থেকে ফাইল কোন কারনে মুছে গেলে এই সফট দিয়ে রিকভার করার চেষ্টা করুন কাংখিত ফলাফল পাওয়া যাবে। দেরী না করে প্রয়োজনীয় সফটওয়্যারের তালিকায় Pandora Recovery কে রাখুন এবং প্রয়োজনে একে ব্যবহার করুন।
ডাউনলোড লিংক- এখানে ক্লিক করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.১১.২০১১  
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আপনাদের জন্য নিয়ে এলাম এবার ফ্রী রিং টোন ম্যাকার। মাত্র তিনটি ধাপ সম্পূর্ণ করলেই পেয়ে যাবেন কাংখিত রিং টোন, যা আপনি মনে প্রানে চান। Free Ringtone Maker নামের এই সফটটি সম্পূর্ণ রুপে ফ্রী। কোন সিরিয়াল বা ক্র্যাকের কোন প্রয়োজন নেই। এখান থেকে ডাউনলোড করে নিন। মাত্র ১.২৫ মেগাবাইট। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।


এখানে আপনাকে তিনটি ধাপে কাজ করতে হবে, ধাপ তিনটি হচ্ছে- Pick a song>Cut it>Get my ringtone প্রথমে আপনাকে Choose a song from My Computer এ ক্লিক দিয়ে যে গানটিকে আপনি রিং টোন হিসেবে ব্যবহার করতে চান, তা সিলেক্ট করুন। এখন নিচের চিত্রের মত আসবে।
 এখানে আপনাকে যা করতে হবে-


  1. আপনি এখানে ক্লিক দিয়ে গান কতটুকু সিলেক্ট করবেন তা শুনে নিতে পারেন।
  2. এখানে আপনি গানকে কতটুকু কেটে নিবেন তা সিলেক্ট করে নিতে পারেন।
  3. Next এ ক্লিক দিন।
নিচের চিত্রের মত পাবেন।
 এবার আপনি Save Ringtone to My Computer এ ক্লিক দিয়ে রিং টোন টিকে কোথায় সেভ করবেন দেখিয়ে দিন। নিমিষেই তৈরি হয়ে যাবে রিং টোন। যা আপনি মোবাইলে নিয়ে রিং টোন হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, সকলেই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৯.১১.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আবার একটি লেখা পড়ে শোনার সফট নিয়ে এলাম আপনাদের জন্য। এবার একটু ভিন্ন ধাঁচের। কেন বলছি একথা? স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে। আর আপনাদের প্রশ্নের উত্তরে আমি আপনাদের এই তথ্য দিচ্ছি যে, এটি শুধু লেখা পড়েই শোনাবে না, সাথে সাথে গোটা টেক্সট ফাইলকে অডিও ফাইলে রুপান্তর করতে সক্ষম। আপনি যখন খুশি wav কিংবা mp3 ফরম্যাটে সেটা শুনে নিতে পারেন ও লেখার ভুল ত্রুটিকে সংশোধন করে নিতে পারেন। আমি এর আগে যেটি শেয়ার করেছিলাম তার নাম ছিল Text Aloud এবং লিংকটি ছিল এই শিরোনামে “অলসতা লাগছে, বড় লেখা কি করে পড়বেন”? আজ আপনাদের যে সফট এর কথা বলছি সেটি হল Balabolka নাম এবং মাত্র ৬.৮ মেগাবাইটের। এটি একটি ফ্রী সফট। কোন সিরিয়াল কিংবা ক্র্যাকের প্রয়োজন নেই। এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ওপেন করুন নিচের চিত্রের মত আসবে 
 এখানে আপনি নিম্নের ধাপ অনুসরণ করে লেখা পড়ে শোনার কাজ ও অডিও ফরম্যাটে কিভাবে সেভ করা যায়, তা দেখে নিন।
  1. File থেকে Open করুন টেক্সট ফাইল ( অবশ্যই ইংরেজী হতে হবে)।
  2. এখানে (Read Aloud) এ ক্লিক দিয়ে টেক্সট টির অডিও শুনতে পারেন।
  3. এখানে ( Save Audio File) এ ক্লিক দিয়ে আপনি wav অথবা mp3 ফরম্যাটে টেক্সট টি অডিওতে রুপান্তর করে সেভ করে নিতে পারেন। প্রয়োজনে লেখার ভুল ত্রুটি দেখে নিতে পারেন।
তো বন্ধুরা ডাউনলোড করে নিন ঝটপট এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৮.১১.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



যাদের প্রতিদিন অসংখ্যবার কম্পিউটারে পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড ব্যবহার করতে হয়, তাদের জন্য নিয়ে এলাম একটি দারুন সফটওয়্যার। যা দিয়ে আপনার কম্পিউটার, মেমোরি কার্ড ও পেন ড্রাইভকে রাখতে পারেন অটো রান ভাইরাস থেকে মুক্ত। কি বন্ধুরা নাম জানতে ইচ্ছে করছে, তাই না। হা বন্ধুরা এটির নাম হচ্ছে Panda USB Vaccine, খুব ছোট একটি সফট। মাত্র মেগাবাইট। হা একবার ভ্যাকসিন দিন আর অটো রান থেকে মুক্ত থাকুন সারা জীবন, যতদিন অপারেটিং সিস্টেম বা পেন ড্রাইভকে ফরম্যাট দেওয়া হয়নি ততদিন থাকুন নিরাপদ।
হা বন্ধুরা Panda USB Vaccine আপনাফ্লাশ ড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরি করে ও অটোরান ভাইরাস কে প্রবেশ করতে বাধা দেয়। ফাইলটি আপনার ফ্লাশ ড্রাইভে হিডেন অবস্থায় থাকবে, যা রিনেম বা রিপ্লেস করা যাবেনা। এটি অটো রানের টিকা হিসেবে কাজ করবে। এটি একটি ফ্রি সফট। ইন্সটল করার পর ভ্যাকসিন দেয়া হয়ে গেলে একে কম্পিউটার থেকে রিমুভ করে দিতে পারেন, কেননা ততক্ষনে আপনি টিকা দিয়ে নিরাপদ হয়ে গেছেন। তাহলে দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকনে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
 এখানে আপনাকে দুইটি কাজ করতে হবে, প্রথমে আপনি আপনার কম্পিউটারকে Vaccinet Computer এ ক্লিক দিন এবং দ্বিতীয় কাজ হবে আপনি যে পেনড্রাইভ বা মেমোরিতে ভ্যাকসিন প্রয়োগ করতে চান তা USB পোর্টে ঢুকিয়ে দিন ও Vaccinet USB তে ক্লিক দিন। ব্যাস কাজ শেষ। এবার আপনি নিচের চিত্রের মত পাবেন
 তাহলে বন্ধুরা ব্যবহার করুন Panda USB Vaccine এবং নিরাপদ থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৫.১১.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



ছোট একটি পোর্টেবল সফটওয়্যার cpu-z_1.58 দিয়ে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন গুলি এক ক্লিকে দেখে নিতে পারেন। এই জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে cpu-z_1.58 নামের সফটটি। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন আরও দুইটি rar ফাইল। আপনার কম্পিউটার যদি ৩২ বিটের হয় তাহলে cpu-z_1.58-32bits-en কে Extract করুন ৬৪ বিটের হলে cpu-z_1.58-64bits-en এই ফাইলকে Extract করুন। পেয়ে যাবেন cpuz নামের ফাইলটি, এতে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত আপনার কম্পিউটারের সকল কনফিগারেশন। 
 এখানে আপনি কম্পিউটারের CPU, Caches, Mainboard, Memory, SPD, Graphics এবং উইন্ডোজের ভার্সন সহ সকল তথ্য। তাহলে বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৪.১১.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



Mp3 গানকে কেটে ছোট করার জন্য নিয়ে এলাম দারুন এক কার্যকরী সফটওয়্যার। যার নাম Mp3 Direct Cut যা দিয়ে খুব সহজে Mp3 গানকে কেটে ছোট করা যায়। মাত্র ৪৫৪  কেবি। এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। ইন্সটল করার পর ওপেন করতে গেলে একটি উইন্ডো আসবে,তাতে শধু OK করে দিন এবং ভাষা নির্বাচন করে নিন। ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।

এখানে আপনাকে যা যা করতে হবে-
১. যে গানটিকে কেটে ছোট করতে চান তা সিলেক্ট করুন
২. আপনি এখান থেকে কতটুকু কাটবেন তা সিলেক্ট করুন। এই কাজটি মাউজ দিয়েও করা যায়।
৩. সিজার এ ক্লিক দিলে গানটি কাটা হয়ে যাবে।
৪. এখানে সেভ করার অপশন পাবেন, ব্রাউজ করে যেখানে সেভ করতে চান তা করে নিন। দেখুন মহুর্তে কাটা অংশ বাদ দিয়ে গানটি সেভ হয়ে গেছে।
৫. এখানে আপনি গানটি কাটার আগে প্লে করে শুনে নিতে পারেন।
৬. এখানে প্লে থামানোর অপশন আছে।
তাহলে বন্ধুরা ছোট এই সফটটি কেমন লাগলো? আশাকরি ভাল লাগবে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৩.১০.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ছবিকে ভিডিওতে কনভার্ট করুন খুব সহজে।



আর ভিডিও কনভার্টার নিয়ে আপনাদের চিন্থা করতে হবেনা নিয়ে এলাম টোটাল ভিডিও কনভার্টার,যার মাধমে আপনি সকল ধরনের ভিডিও ও অডিও কনভার্ট করতে পারবেন যে কোন ফরম্যাটে। যেমন-

  • মোবাইলের জন্য Mpeg4, AVC Mpeg4, 3Gp video, Asf/Wmv, Digital Cemera , Apple Video, PSP Mpeg4 ,  Nokia cell phone, Sony cel phone 

  • Ms Avi এর বিভিন্ন ফরম্যাট
  • Wet এর জন্য  Swf, flv,GIF
  • Mpeg ফরম্যাটের জন্য DVD, SVCD, VCD Mpeg
  • অডিও এর জন্য CD/ Wav, Mp3, Aac, Wma, Flac, Amr/Awb, Ogg, MMF, Ac3, Au ইত্যাদি।
আর সব সুবিধা দেবে Portable-Total-Video-Converter টি। হা বন্ধুরা নাম শুনে বুঝে গেছেন ইতিমধ্যে, এটি একটি পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৫.৯৮ মেগাবাইট। এখান থেকে ডাউনলোড করুন এবং Portable-Total-Video-Converter ফাইলটিতে ডাবল ক্লিক করে OK করুন, নিচের চিত্রের মত পাবেন।
 এখানে New Task এ ক্লিক দিন। এখানে আপনি বিভিন্ন ফাইলকে কনভার্ট করার জন্য অপশন পাবেন। দেখে নেয়া যাক কি কি অপশন আছে এখানে। এখানে আছে Import files, Auto Download Flv, Rip video DVD, Rip Audio CD, Photos Slide Show Advanced Tools এ বিভিন্ন অপশন। তো বন্ধুরা আজ আমি এখানে স্থির চিত্র বা ছবিকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায় সে সম্পর্কে আলোচনা করবো। আর এজন্য আপনাকে এখানে Photos Slide Show সিলেক্ট করে ক্লিক দিতে হবে, ক্লিক দিলেই নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি যে সমস্ত ছবি দিয়ে ভিডিও করতে চান সেগুলিকে এড করার জন্য Add Photos তে ক্লিক দিয়ে ছবি সিলেক্ট করুন এবং অডিও গান সংমিশ্রনের জন্য Add Audios এ ক্লিক দিয়ে অডিও সিলেক্ট করুন। এবার OK করুন নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি যে ফরম্যাটে ভিডিওটি কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন। তারপর নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি কনভার্ট করার সময় ফাইলটি কোথায় রাখবেন তা Output File এ ব্রাউজ করে দেখিয়ে দিন এবং Output Format এ ক্লিক দিয়ে ভিডিও টি কোন ফরম্যাটে করতে চান তা রদ বদল করতে পারেন। Settings এ ক্লিক দিয়ে পছন্দ অনুসারে কোয়ালিটি বেছে নিন। সবশেষে Convert Now এ ক্লিক দিন এবং দেখুন ছবিকে ভিডিওতে রুপান্তর করার কাজ চলছে ও কিছু ক্ষনের মধ্যে কনভার্ট শেষ হলে আপনি পেয়ে যাবেন ছবি থেকে ভিডিও তে রুপান্তর করা ফাইলটি। প্লে করে দেখে নিন কেমন হল? অবশ্যই ভাল লাগবে। হা বন্ধুরা এখানে আমি শধু ছবিকে ভিডিওতে কনভার্ট করার কৌশল দেখালাম। ঠিক একই ভাবে আপনি ভিডিও, অডিও কে বিভিন্ন ভাবে কনভার্ট করার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন। এক্ষেত্রে Import files এ গিয়ে অডিও, ভিডিও ফাইলটি বেছে নিতে হবে।
তারপর ধাপে ধাপে উপরের নিয়মে তা কনভার্ট করুন। ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০২.১১.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আজ নিয়ে এলাম মজার একটি ছোট সফটওয়্যার, জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে বেশ ভাল লেগেছে। মাউজের হুইল দিয়ে কম্পিউটারের শব্দকে নিয়ন্ত্রন করা যায়। সেটা উইন্ডোজের ডিফাল্ট সাউন্ড হোক আর আপনি যেকোনো প্লেয়ারে অডিও কিংবা ভিডিও দেখুন না কেন, সব সাউন্ডকে নিয়ন্ত্র করা যাবে ছোট একটি সফটের সাহায্যে। এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। মাত্র ৬৩১ কেবি।  ইন্সটল শেষে টাস্কবার আইকনে দেখতে পাবেন হুইল ভলিউমের আইকনটি। আপনাকে আর কিছু করতে হবেনা। 
 মাউজের হুইল ডেস্কটপের ফাকা জায়গায় রেখে ঘুরিয়ে দেখুন ভলিউমের সিগন্যাল কমছে ও বাড়ছে। আর আপনি যদি বিশেষ কাজে My Computer ওপেন করে কোন কাজ করেন এবং তখন যদি কোন প্লেয়ারে অডিও বা ভিডিও চলে, তবে এড্রেস বারের উপর মাউজের কারসার রেখে হুইল ঘুরাতে থাকুন ও সাউন্ডকে নিয়ন্ত্রন করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.১১.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


সুন্দর একটি সফটওয়্যার এর নাম আজ আপনাদের জানাচ্ছি, যা দিয়ে আপনার কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করে কম্পিউটারকে রাখবে গতিময়তায়। হা বন্ধুরা সফটটির নাম হচ্ছে CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable নিশ্চয় নাম দেখেই বুঝে গেছেন পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। এখান থেকে ডাউনলোড করুন এবং CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable এতে ডাবল ক্লিক করুন ও টাস্কবার আইকনে বাম ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে 
 এবার Free RAM এ ক্লিক দিয়ে আপনি আপনার কম্পিউটারে কত সাইজের র‍্যাম ব্যবহার করছেন তার একটি আনুমানিক সাইজ সিলেক্ট করে নিন এবং এর পর Improve my RAM Now ক্লিক দিন দেখুন সুন্দর ভাবে র‍্যাম পরিস্কার হয়ে গেছে এবং কিছুটা হলেও কম্পিউটারের গতি বেড়ে যাবে। কাজ শেষ হলে Esc চেপে বের হয়ে আসুন। তাহলে বন্ধুরা পরীক্ষা করে দেখুন কেমন সফটওয়্যারটি। ভাল লাগলে অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.১১.২০১১
 আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya