Blogroll


আজ আপনাদের উপহার দিবো দারুন এক সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ অথবা কম্পিউটারের যে কোন ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন এবং প্রয়োজন অনুসারে তা আবার ওপেন করতে পারেন। সফটির নাম Folder Protector 5.60 মাত্র 1.04 মেগাবাইট। হা বন্ধুরা অনেকেই আছেন যারা পেন ড্রাইভে অনেক গোপন ও গুরত্ব পূর্ণ ফাইল সংরক্ষন করে রাখেন। যা আপনি কাউকে দেখাতে চান না বা আপনার অগোচরে কেউ পেন ড্রাইভার ফাইল গুলি ডিলেট করে দিতে পারে সে আশংখা থেকে মুক্ত থাকতে পারেন, এই সফটের দ্বারা। তবে ফরম্যাট করে দিলে সব শেষ। ইন্সটলের কোন ঝামেলা নাই। আমি আজ পেন ড্রাইভে কিভাবে ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা যায়, সেটাকে প্রাধান্য দিয়ে সে বিষয়ে আলোচনা ও অবগত করবো। প্রথমে Folder Protector কে এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর তা পেন ড্রাইভে কপি করে নিন। তারপর পেন ড্রাইভ ওপেন করে তাতে ডাবল ক্লিক করুন, নিচের চিত্রের মত পাবেন।

Protect Defult ঠিক রেখে পাসওয়ার্ড দিন এবং Protect এ ক্লিক দিন দেখুন আপনার পেন ড্রাইভে সংরক্ষিত সব ফাইল গুলি একত্রিত হয়ে Folder Protector এর ভিতর চলে গেছে।
এভাবে প্রটেক্ট করার পর যে ফাইল বা ফোল্ডার আপনি পেন ড্রাইভে নিবেন তা, প্রটেক্ট করা ফোল্ডারের বাহিরে অবস্থান করবে। প্রয়োজন মনে করলে, পরবর্তীতে এ ফাইল গুলিকে প্রটেক্টের আওতায় নিয়ে আসতে পারেন। এভাবে আপনি Protect Another সিলেক্ট করে আপনার কম্পিউটারের যে কোন ফাইল ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি প্রটেক্ট করা পেন ড্রাইভ বা অন্য ফোল্ডারকে ওপেন করতে চান তবে ফোল্ডারটিতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে 
এখানে আপনি দুইটি পদ্ধতিতে ফোল্ডারকে ওপেন করতে পারেন একটি Temporary ও অপরটি Complete. Temporary তে ক্লিক করে Unprotect করলে পুনরায় পাসওয়ার্ড দিতে হবেনা। যদি Complete এ ক্লিক করে Unprotect করেন তবে পুনরায় আপনাকে পাসওয়ার্ড দিয়ে ফোল্ডারকে প্রটেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
৩১.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ছোট একটি সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটারে স্বয়ংক্রিয় ভাবে সাট ডাউন, রিস্টার্ট, হাইবারনেট, স্লিপ, লগ অফ ও লক করার এই পদ্ধতি গুলি চালু করে নিতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে এখান থেকে Chameleon Shutdown নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। মাত্র ১.৩৭ মেগাবাইট। ডাউনলোড করার পর সেটআপ ফাইল দিয়ে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ Chameleon Shutdown আইকনে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত আসবে।

এবার আপনি মাউজের কারসার সাট ডাউন করতে চাইলে তার উপর নিলেই নিচের চিত্রের মত পাবেন।

এখানে With parameters এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন

এখানে আপনি সাট ডাউন করতে চাইলে Force if hung Under coditions এ টিক চিহ্ন দিন ও delay সিলেক্ট করে আপনি কতক্ষন পরে সাট ডাউন নিতে চান নির্ধারণ করুন এবং Start এ ক্লিক দিন। দেখুন ঠিক যতক্ষণ পরে আপনি সাট ডাউন করতে চেয়েছেন ঠিক ততক্ষন পরে স্বয়ংক্রিয় ভাবে পিসি সাট ডাউন হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন আপনি যে অপশন টি রান করে দিয়েছেন তা বন্ধ করবেন, তাহলে আপনি টাস্কবার আইকনে ডাবল ক্লিক করে টাইমিং Stop করে দিতে পারেন। এভাবে আপনি রিস্টার্ট, হাইবারনেট, স্লিপ, লগ অফ ও লক করার পদ্ধতি গুলি স্বয়ংক্রিয় করে নিতে পারেন। সফট টি উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও সেভেনে চলার উপযোগী। তাহলে বন্ধুরা ব্যবহার করে দেখুন ও উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন

২৯.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ছোট একটি সফটওয়্যার সাহায্যে আপনার কম্পিউটারের সিডি ড্রাইভ, নেট ওয়ার্ক ড্রাইভ ও ইউ এস বি ড্রাইভের আইকন গুলি ডেস্কটপে দেখা যাবে। আপনি ইচ্ছে করলে ডেস্কটপ থেকে এর নিয়ন্ত্রণ করতে পারেন My Computer ওপেন করার কোন প্রয়োজন হবে না।  এর জন্য আপনাকে Desktop Media নামের সফট টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। মাত্র ৫৭১ কেবি। এখান থেকে ডাউনলোড করুন। ইন্সটল শেষে আপনি সিডি কিংবা পেনড্রাইভ অথবা নেট সংযোগের জন্য মডেম লাগালে তা ডেস্কটপে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

তো বন্ধুরা ব্যবহার করে দেখুন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৮.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা অনেকেই আছেন বেশ সৌখিন। যারা সৌখিন মনের তাদের জন্য নিয়ে এলাম মজার এক সফট। কিবোর্ডে বাজবে এবার বোমার শব্দ, পাখির মিষ্টি আওয়াজ ও টাইপ রাইটারের আওয়াজ। কি বন্ধুরা বিশ্বাস হচ্ছেনা। হা সত্যি বলছি। এই জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন, আর সে সফটওয়্যারটি হচ্ছে Jingle Keyboard হা এখান থেকে ডাউনলোড করুন। মাত্র ১.০৩ মেগাবাইট । ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকনে রাইট বাটন ক্লিক করুন এবং Preferences এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

এখানে আপনি Typewriter সিলেক্ট করলে টাইপ রাইটারের আওয়াজ পাবেন, Skirmish এ সিলেক্ট করলে বোমা ফাটার শব্দ পাবেন ও Birds এ সিলেক্ট করলে পাবেন পাখির সুমুধুর সুর। আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে নিয়ে মিনিমাইজ করে উপভোগ করতে পারেন। আবার ইচ্ছে করলে শব্দ বন্ধ করে দিতে পারেন Mute সিলেক্ট করে। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৮.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


একটি উপযোগী সফটওয়্যার নিয়ে কিছু কথা বলবো। হা বন্ধুরা, আপনার কম্পিউটার রিস্টার্ট বা নতুন করে ওপেন হতে কতক্ষন সময় লাগে এবং পিসি কি ভাল অবস্থায় না সমস্যার মধ্যে বসবাস করছে, তা জানিয়ে দিবে সফটওয়্যার। এর নাম হচ্ছে BootRacer আপনি এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে আপনি যতবার কম্পিউটার রিস্টার্ট বা সাটডাউন দিন ওপেন করার সময় বুট হতে কতক্ষন সময় লাগছে তা নিচের চিত্রের মত দেখা যাবে

এর পর একটি উইন্ডোতে see why লেখা দেখা যাবে। আপনি ওখানে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

এবং Show History তে ক্লিক দিয়ে জেনে নিতে পারেন পিসি বুট হতে কতক্ষন সময় লেগেছে

 দেখুন আমার পিসি বুট হয়ে রেডি হতে মোট সময় লেগেছে ১০৯ সেকেন্ড। তো বন্ধুরা BootRacer সফটটি ব্যবহার করে দেখতে পারেন, আশাকরি ভাল লাগবে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আপনার কম্পিউটারকে আরও গতিময় করুন ছোট একটি সফটওয়্যারের সাহায্যে।Spped It Up free 4.0 এই সফট টি আপনার কম্পিউটারের হারানো গতিকে ফিরিয়ে আনবে। আমরা প্রতিদিন কম্পিউটারে কত কি ব্যবহার করছি, প্রতিদিন ব্যবহারের ফলে হার্ড ডিস্কে অবাঞ্চিত কিছু ফাইল জমা হয়ে পরে এবং বেশ কিছু জায়গা দখল করে নিয়ে কম্পিউটারের গতিকে কমিয়ে দেয় ও কিছু ফাঁকা জায়গা তৈরি করে ফেলে, যার ফলে হার্ড ডিস্কের সাধারণ পারফরম্যান্সকে কমিয়ে দেয়। এর থেকে পরিত্রান পাবার সহজ উপায় Spped It Up free 4.0 সফট টি ব্যবহার করা। সফটওয়্যারটি আপনার কম্পিউটারের হার্ডডিস্ক কে খুব দ্রুত ডিফ্রাগ ও অপ্টিমাইজ করে, কম্পিউটারকে করবে দ্রুত। তো বন্ধুরা প্রথমে এখান থেকে ডাউনলোড করুন, মাত্র ১.৬৬ মেগাবাইট এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন অথবা টাস্কবার মেনু তে ক্লিক দিন। নিচের চিত্রের মত পাবেন।

এবার Spped It Up এ ক্লিক দিন এবং SppedUp Computer Now এ ক্লিক দিন মহুর্তে অপটিমাইজেশনের মাধ্যমে এর কাজ শেষ হবে এবং আপনি পাবেন গতি। এখানে আপনি আরও দেখতে পাবেন র‍্যাম এর ফ্রী স্পেস। এ কাজটি আপনি ঘন্টায় একবার করতে পারেন।  এর পর যা করতে হবে আপনাকে, Harddisk SppedUp এ ক্লিক দিন পাবেন নিচের চিত্র।

এবার আপনি HardDisk SppedUp এ ক্লিক দিন এবং C ড্রাইভ সিলেক্ট করে Sppedup HardDisk Now এ ক্লিক দিন। আমরা বেশীর ভাগ ক্ষেত্রে C ড্রাইভের যত্ন বেশী নিয়ে থাকি এক্ষেত্রেও আমরা তাই করবো। তবে আপনার হার্ড ডিস্কের সতেজ পারফরম্যান্সের জন্য সবগুলি ড্রাইভ ধীরে ধীরে এই সিস্টেমে অপ্টিমাইজ করে নেয়া ভাল। দেখুন বেশ কাজ হচ্ছে। আপনি মিনিমাইজ করে রেখে দিয়ে অন্য কাজে মনোনিবেশ করতে পারেন। ১০-১৫ মিনিট লাগতে পারে সম্পূর্ণ কাজটি শেষ হতে। এবার Internet CleanUp এ ক্লিক দিন নিচের চিত্র পাবেন।

আপনি এখান থেকে ইন্টারনেটের বেশ কিছু তথ্য মুছে ফেলতে পারেন যদি মনে করেন, যেমন- Typed URL in Browser, Windows Secret files, Internet Cache Files, Data, Intarnet History logs. যদি মুছে ফেলতে চান তবে সিলেক্ট করে Clean Selected Now এ ক্লিক দিন মুছে যাবে, আপনি যা চান। Check For Update এ ক্লিক দিয়ে মাঝে মাঝে সফট টি আপডেট করে নিন, অবশ্যই আপডেট করার পূর্বে ইন্টারনেট সংযোগ স্থাপন করে নিতে হবে। তো বন্ধুরা ব্যবহার করুন Spped It Up free 4.0 এবং স্বাচ্ছন্দে থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


যারা ডেস্কটপকে একটু ভিন্ন আমেজে সাজাতে চান তাদের জন্য দারুন দারুন কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার শেয়ার করতে চাই। যা ব্যবহার করে আপনিও বেশ মজা পাবেন। আমি যে এ্যানিমেটেড ওয়ালপেপার কথা বলছি সেটা পানিতে ভেসে বেড়াবে আপনার ডেস্কটপ। কি বিশ্বাস হচ্ছে না, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন । সিরিয়াল নাম্বারের জন্য এখান থেকে কিগান ডাউনলোড করে নিন।  সফটটি মাত্র ১.১৭ মেগাবাইট। Watery Desktop 3D নামের সফটটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ডেস্কটপ আইকনে ক্লিক করলেই টাস্কবার আইকন আসবে আপনি এখান থেকে স্ক্রীন সেভারের গতি নিয়ন্ত্রন করতে পারেন। তাহলে দেরী না করে ডাউনলোড করে নিন। সংগে আরও বেশ কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করার লিংক ও নমুনা। দেখে নিন।  


এখান থেকে বিভিন্ন ধরনের এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারেন http://www.push-entertainment.com/products.html
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৬.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন। যেমন- Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History এর সকল ইতিহাস। এ জন্য আপনাকে যা করতে হবে ClearAll History নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে হবে। মাত্র ৪.৭৯ মেগাবাইট। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন ClearAll History নামের সেটআপ ফাইলটি। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
এবার Tools এ ক্লিক করুন এবং আপনি যে ইতিহাসটি মুছে ফেলতে চান তাতে ক্লিক করুন। ধরুন আপনি মজিলা ফায়ার ফক্সের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে আপনি প্রথমে Mozila FireFox এ ক্লিক করে Clear Browsing History তে টিক চিহ্ন দিন এবং Apply করে CLEAR এ ক্লিক দিন ও কাজ শেষ হলে OK করুন। এইভাবে আপনি Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History উল্লেখিত সকল বিষয়ের ব্যবহার এর ইতিহাস মুছে ফেলতে পারেন। তখন আর কেউ খুজে পাবেনা আপনি আপনার কম্পিউটারে কি কি ব্যবহার করেছেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


Fast Stone Image Viewer যা দিয়ে আপনি ইমেজ ব্রাউজার, কনভার্টার, এডিটর, সুন্দর ভাবে ছবি দেখার সুবিধা, ছবির লাল চোখের আপসারন, ইমেইলিং, রিসাইজ, সহ সঙ্গীতের সাথে ছবি দেখার সুবিধা ও JPEG ফরম্যাটের ছবিকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেভ করার বিভিন্ন উপায়, যেমন- JPEG, JPEG 2000, এ্যানিমেটেড  GIF, PNG, PCX, PSD, EPS, TIFF, WMF, ICO এবং TGA। Fast Stone Image Viewer ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড করুন মাত্র ৫.১১ মেগাবাইট। ডাউনলোড করার পর Fast Stone Image Viewer তে ডাবল ক্লিক করে তা একটি নতুন ফোল্ডারে দেখিয়ে দিন এবং সেই নতুন ফোল্ডারে পাবেন পোর্টেবল Fast Stone Image Viewer exe ফাইল, ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন। আপনি এখান থেকে ছবির বিভিন্ন কাজ করে নিতে পারেন। ইউজার গাইড এখান থেকে পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ইংরেজিতে
মজার ব্যাপার হল আপনি এখানে ভিডিও ছবিও সুন্দর ভাবে উপভোগ করতে পারেন এবং ভিডিও ছবি থেকে JPEG অথবা যে কোন ফরম্যাটে ছবি করে নিতে পারেন। এই সফটটির প্রধান বৈশিষ্ঠ একটু দেখে নিন-
  • অনেক জনপ্রিয় ইমেজ ফরম্যাটে সাপোর্ট করা।
  • গোটা পর্দা জুড়ে ছবি দেখা, জুম করে দেখা।
  • ক্রিস্টাল ক্লিয়ার কাস্টমাইজ করা।
  • ইমেজ কে এডিটিং করার জন্য রয়েছে বিভিন্ন টুলস, যেমন- রিসাইজ/রিসেম্পল, রটেট/ ফ্লিপ, ক্রপ, কালার পরিবর্তন সহ ইত্যাদি।
  • ১১ টি স্যাম্পল রিসাইজ।
  •  বিশেষ ব্যবস্থা যেমন- annotation, drop shadow, framing, bump map, sketch, oil painting, lens
  • ছবিতে Test ইফেক্ট দেয়ার ব্যবস্থা।
  • ১৫০ টিরও বেশী পরিবর্তনের সুব্যবস্থা সহ সঙ্গীত সহ স্লাইডশো সৃষ্টি (MP3, WMA, WAV ...)
এবং আরও অনেক কিছু। ব্যবহার করে দেখুন মজা পাবেন বেশ।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ফোল্ডার, ড্রাইভ বা ফাইলকে লক এবং হাইড করে রাখতে চান, তার জন্য নিয়া এলাম দারুন ছোট এবং নিরাপদ সফটওয়্যার। কোন কারনে ফাইল, ফোল্ডার কিংবা ড্রাইভ মুছে যাবার কোন ভয় নেই, পাসওয়ার্ড হারিয়ে গেলে নতুন করে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) সেটআপ দিলে তা পুনরায় দেখতে পাবেন। আমি দীর্ঘ দিন ধরে ব্যবহার করছি এই ফোল্ডার লক করার সফটটি Lock Folder XP 3.5 আপনিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন সিরিয়াল কি সহ আছে। মাত্র ১.৪৮  মেগাবাইট।  ডাউনলোড করার পর যা করতে হবে, rar ফাইলকে Extract করুন। করলেই পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ সিরিয়াল কি। ইন্সটল করুন সেটআপ ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে। ইন্সটল শেষে রিবুট অপশন আসলে রিবুট হতে দিন এবং ওপেন হলে Lock Folder XP 3.5 ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিয়ে তা ওপেন করুন এর পর Hide files, folders or disks সিলেক্ট করে Next করুন এবং I want hide a foder সিলেক্ট করে Next করুন ও Add to list থেকে যে Folder কে হাইড করতে চান তা সিলেক্ট করুন Next করুন Ok করুন। Help অপশনে রেজিস্ট্রেশন এ সিরিয়াল নাম্বার বসিয়ে দিন। ব্যাস কাজ শেষ। যদি আপনি আরও অন্য ফোল্ডার কে এর আওতায় নিতে চান তবে Lock Folder XP 3.5 ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন
এখানে Protect ক্লিক করলে Drive, Folder ও File অপশন দেখতে পাবেন, আপনি নতুন ফাইল, ফোল্ডার বা ড্রাইভ লক বা হাইড করে নিতে পারেন। আবার যেটাকে এর আওতামুক্ত করতে চান তা সিলেক্ট করে Remove এ ক্লিক করলে তা আওতামুক্ত হয়ে যাবে। এখান থেকে হাইড করা ফোল্ডারকে Unlocked করে দিয়ে Folder এ ক্লিক করলে আপনি ঐ ফোল্ডারে সরাসরি চলে যেতে পারবেন। আবার কাজ শেষে Locked সিলেক্ট করে দিলে পুনরায় হাইড হয়ে যাবে। তো বন্ধুরা ব্যবহার করুন Lock Folder XP 3.5 এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২২.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আপনাদের জন্য নিয়ে এলাম আপনার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার এর কালার পরিবর্তন সহ বিভিন্ন আইকনে রুপান্তর করার সহজ উপায়। ছোট একটি সফটওয়্যার যার নাম Folder Marker Pro 3.0 Portable হা বন্ধুরা নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি পোর্টেবল সফটওয়্যার ইন্সটলের কোন ঝামেলা নেই। এখান থেকে ডাউনলোড করুন। মাত্র ২.৩৩ মেগাবাইট। ডাউনলোড করে rar ফাইলকে Extract করলেই পেয়ে যাবেন Folder Marker আইকন। এবার তাতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন ও কিভাবে কাজ করবেন দেখে নিন
১. Folder অপশনে ব্রাউজ করে যে ফোল্ডারটিকে কালার অথবা আইকনের মত রুপান্তর করতে চান, তা সিলেক্ট করুন।
২. Folder Icon অপশনে পাবেন Aditional, Colors, ABC,Main, Users Icon. এবার আপনি ফোল্ডারটিকে যে ভাবে রুপান্তর করতে চান,তা নির্ধারণ করে Apply তে ক্লিক করুন, দেখুন আপনি ঠিক যে রকম চাইছিলেন, ঠিক সেভাবে ফোল্ডারটি নতুন রুপে সেজে গেছে। তাহলে দেরী কেন? ব্যবহার করুন এবং উপভোগ করুন Folder Marker Pro 3.0 সফটটি।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২২.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

লুফে নিন Acronis True Image Home 2012


এর আগে Acronis True Image Home 2011 নিয়ে এই ব্লগে লিখেছিলাম। এই শিরোনামে “Acronis true image home 2011 ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে উইন্ডোজ ইন্সটল” আমি বেশ উপভোগ করি Acronis True Image ব্যবহার করে। কেন জানেন, সেই যে কবে Acronis True Image এর ডিস্ক তৈরি করে আমার উইন্ডোজ ব্যাকআপ করে রেখেছি, প্রয়োজনে মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যাকআপ উইন্ডোজ কে রিষ্টোর করে ফেলি। আমাকে আর ঘন ঘন সেটআপ দিতে হয় না। আমি বেশ তৃপ্ত। আরও বলে রাখি, শধু একটি অপারেটিং সিস্টেম ব্যাকআপ করিনি, উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ ব্যাকআপ করে রেখে যখন যেটা মনে করি,তখন সেটা রিষ্টোর করে ফেলি। একি সাথে ফরম্যাট ও সেটআপ। দারুন জিনিস। সময় বেচে যায়। আপনারাও ব্যবহার করতে পারেন।
ইতিমধ্যে Acronis True Image Home 2012 এসে গেছে। তাই আপনাদের কাছে নতুন করে এর ডাউনলোড লিংক ও সিরিয়াল সহ শেয়ার করার জন্য এলাম। ডাউনলোড করুন Acronis True Image Home 2012 নিচে প্রদত্ত লিংক থেকে-
ডাউনলোড লিংক= part-1 
http://www.mediafire.com/?dxx1u9c4jv66ffc

ডাউনলোড লিংক= part-2
 http://www.mediafire.com/?nhqkznhpieyyua0
সিরিয়াল কি = এখান থেকে।
Acronis True Image Home 2012 ডাউনলোড করার পর কি করতে হবে তা আমার আগের লেখার লিংক  http://sopnerdin.blogspot.com/2011/05/acronis-true-image-home-2011.html  থেকে চিত্র সহ টিউটেরিয়ালের মত পাবেন। ব্যবহার বিধি একি রকম। যারা Acronis True Image Home 2012 নিয়ে ভাবছেন তাদের ভাবনা কমিয়ে দিলাম। উপভোগ করুন। ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৯.১০২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

অটোরান ভাইরাসকে বোল্ড আউট করে দিন।


একটি চমৎকার সফটওয়্যার নিয়ে হাজির হলাম আজ আপনাদের দরবারে। বন্ধুরা অটোরান ভাইরাস নিয়ে মাঝে মধ্যে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এবার আপনি চ্যালেঞ্জ করে আপনার বন্ধুদের বলতে পারবেন যে, আপনার কম্পিউটারে কোন অটোরান ভাইরাস নেই। সেটা কিভাবে? হা আপনাদের জন্য নিয়ে এলাম Autorun.Virus.Remover.v2.3.Build.1022 মাত্র 1.37  মেগাবাইট। আর ফুল ভার্সন করার জন্য তো সিরিয়াল কি রয়েছে। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিয়ে rar ফাইলকে Extract করে নিন। তাহলে পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ সিরিয়াল নাম্বার। প্রথমে সেটআপ ফাইলটিকে ইন্সটল করুন আপনার কম্পিউটারে এবং সেটআপ সম্পূর্ণ হলে সিরিয়াল নাম্বারটি Register এ ক্লিক করে জায়গা মত বসিয়ে দিন। পিসি রিস্টার্ট করুন দেখুন সফটটি ফুল ভার্সন হয়ে গেছে। এবার ডান দিকের সব থেকে নিচের Autorun.Virus.Remover আইকনে ডান ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
*আপনি এখান থেকে Open drive safely তে ক্লিক করে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভে প্রবেশ করতে পারেন।
*Unlock USB disk এ ক্লিক করে USB পোর্টকে সিকিউর করে রাখতে পারেন।
*Display main window তে ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে। তাহলে দেখে নেয়া যাক, কি কি করা যাবে এটা দিয়ে

Scan এ ক্লিক করে অটোরান ভাইরাস কে খুজে নেয়া যাক।
Tools এ ক্লিক করলে নিচের চিত্রটি পাবেন
আপনি এখান থেকে USB পোর্টকে ব্লক করে রাখতে পারেন। 
Immunity তে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
আপনি এবার এখান থেকে ইচ্ছে করলে যে কোন ড্রাইভকে অটোরান ভাইরাস থেকে নিরাপদ রাখতে পারেন। তবে যেহেতু পেন ড্রাইভ বা মেমরিকার্ড থেকে বেশী অটোরান ভাইরাস আক্রমন করে পিসিতে তাই USB ড্রাইভ সিলেক্ট করে রাখাটাই উত্তম।
*এবার আসি FixSystem কে নিয়ে। এখানে ক্লিক দিলে নিচের চিত্রটি পাবেন।
এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেমকে রিপেয়ার করে নিতে পারেন। কি কি রিপেয়ার করা যায় তা দেখে নেয়া যাক।
"Restore Folder Options"
"Restore files associated "
"Restore Regedit "
"Restore Safe Mode "
"Restore Task Manager "
"Restore Setup AntiVirus "
"Restore show hidden files "
  • Settings এ ক্লিক করলে আপনি পাসওয়ার্ড দেয়ার পদ্ধতি পাবেন।
আপডেট করতে চাইলে Update এ ক্লিক করে Next করুন। মনে রাখবেন কখনও Proxy server এ সেটআপ ক্লিক দিবেন না। অবশ্যই আপডেট করার সময় ইন্টারনেট চালু রাখতে হবে, কিছুক্ষনের মধ্যে ফাইল লিস্ট দেখাবে এবং Start এ ক্লিক দিন দেখুন খুব অল্প সময়ের মধ্যে আপডেট সম্পূর্ণ হয়ে গেছে। এবার Compleat এ ক্লিক দিন। ব্যাস কাজ শেষ।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৮.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আজ আপনাদের সামনে নিয়ে এলাম Portable Clean Disk Security 7.77 নামের পোর্টেবল সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল ড্রাইভ থেকে ০৯টি পদ্ধতিতে হার্ড ডিস্ক পরিস্কার করে কম্পিউটারকে করতে পারেন আরও গতিময়। এ জন্য আপনাকে এখান থেকে Portable Clean Disk Security 7.77 ডাউনলোড করে নিয়ে rar ফাইলকে Extract করে নিয়ে Portable Clean Disk Security 7.77.exe তে ডাবল ক্লিক দিলেই নিচের চিত্রের মত পাবেন ও হার্ড ডিস্ক পরিস্কার করতে শুরু করে দিন। মাত্র ১.৮১ মেগাবাইট ।
যদি আপনি প্রথমে C ড্রাইভকে পরিস্কার করতে চান তাহলে Drive to secure এ C ড্রাইভ সিলেক্ট করে নিন। এরপর আপনি এক এক করে অথবা এক সঙ্গে পরিস্কার করে নিতে পারেন যথাক্রমে-
  • ফ্রী স্পেস
  • Slack স্পেস
  • Recent files list
  • রিসাইকেল বিন
  • টেম্প ফোল্ডার
  • ইন্টারনেট ব্রাউজার Cache
  • HIstory Recodrs
  • ইন্টারনেট Cookies
  • Proceas Plugins
  • Windows Clipboard
তবে আমি বলবো এক এক করে এক একটিতে টিক চিহ্ন দিন আর Clean এ ক্লিক করে, কিছুক্ষন অপেক্ষা করুন, দেখুন পরিস্কার হয়ে গেছে। এভাবে প্রতিটি অপশন এ টিক চিহ্ন দিয়ে ফ্রী স্পেস,Slack স্পেস,Recent files list,রিসাইকেল বিন,টেম্প ফোল্ডার,ইন্টারনেট ব্রাউজার Cache,HIstory Recors,ইন্টারনেট Cookies,Proceas Plugins,Windows Clipboard পরিস্কার করে নিতে পারেন। দেখুন এই কাজ করার পর আপনার কম্পিউটারের গতি আগের তুলনায় অনেকখানি বেড়ে গেছে। এভাবে প্রতিটি ড্রাইভ পরিস্কার করে ফেলুন।
সতর্কবার্তা আপনাদের জন্য, View অপশনে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন, এখানে কোন অপশনে ক্লিক করবেন না, কেননা আপনার প্রোগ্রাম ফাইল থেকে কোন কিছু মুছে গেলে আমি দায়ী থাকবো না।
  • তবে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে চিরতরে সব ডাটা মুছে ফেলতে চাইলে এই অপশন টি ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৭.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


বয়স জানার জন্য আর খাতা কলম এর হিসেব নিকেশ লাগবে না। আপনার বয়স জানার জন্য নিয়ে এলাম AgeCalculator পোর্টেবল সফটওয়্যার। ইন্সটলের কোন ঝামেলা নেই মাত্র 520.27 কিলোবাইট। ডাউনলোড করুন এখান থেকেrar ফাইল Extract করুন। পেয়ে যাবেন পোর্টেবল exe ফাইলটি। ডাবল ক্লিক করলেই ওপেন হবে। আপনার জন্ম তারিখ বাম পাশে দিন, স্বয়ংক্রিয় ভাবে ডান দিকে চলমান তারিখ পেয়ে যাবেন। আর আপনি যে তারিখে বছর,মাস ও দিন জানতে চান ডান দিকে তা উল্লেখ করতে পারেন। আপনি দুইটি পদ্ধতিতে বয়স জানতে পারবেন। একটি বছর,মাস ও দিন। অপরটি মোট কত বছর, কত মাস ও কত দিন। তাহলে ব্যবহার করে দেখুন দারুন এই সফটওয়্যারটি। তারিখে ক্লিক পড়লেই বয়স জানা যাবে। তাহলে ব্যবহার করেই দেখুন।
চিত্র নং-১
চিত্র নং-২
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৪.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

আজ আপনাদের জন্য নিয়ে এলাম পোর্টেবল Portable Watermark Factory 2 নামের একটি সফটওয়্যার। যা দিয়ে আপনি ছবিতে ওয়াটারমার্ক সহ, ছবি রিসাইজ, ছবি মান সম্পন্ন করা সহ বিভিন্ন কাজ করতে পারেন। ডাউনলোড করুন এখান থেকে মাত্র ৬ মেগাবাইট। rar ফাইলকে Extract করলে পাবেন Watermark Factory 2 নামের exe ফাইল পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। তখন ফাইলটি ৩১ মেগাবাইটের উপরে দেখা যাবে। Watermark Factory 2 এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন, আসুন দেখে নেয়া যাক কিভাবে কাজ করতে হবে

প্রথমে Add files এ ক্লিক করে যে ছবিতে ওয়াটারমার্ক সহ বিভিন্ন কাজ করতে চান তা নির্ণয় করুন। Crop এ ক্লিক করে ছবিটি যতটুকু কাটতে চান কেটে OK করুন। Effects এ ক্লিক করে Style ও Mask ব্যবহার করতে পারেন করলে OK করুন। Options এ পাবেন ইমেজ রিসাইজ সহ ছবিকে সুন্দর করে নেবার সুযোগ।
Watermarks এ ক্লিক করলে পাবেন নিচের চিত্রের মত

এখানে Text settings এ আপনি যে টেক্সট তা লিখুন। Text effects এ লেখাটিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন ও Backgraound এ কালার নির্ধারণ করে নিতে পারেন। Position এ আপনি পাবেন টেক্সটটি ছবির কোন অংশে রাখতে চান তা করুন, Rotate এ লেখাটিকে বিভিন্ন ভাবে সাজাতে পারেন এবং OK করুন।
সবশেষে আপনার ছবির কাজ শেষ হলে ছবিটিকে সেভ করার জন্য Destination এ To folder এ সিলেক্ট করে দিন কোথায় রাখবেন এবং Generate এর এখানে আপনি যে ফরম্যাটে ছবিটি সেভ করতে চান তা সিলেক্ট করে ক্লিক দিন। ব্যাস কাজ শেষ। তো বন্ধুরা উপভোগ করুন। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এবং রিসাইজ,ওয়াটারমার্ক দেয়া ছবিটি দেখুন
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


লুফে নিন পোর্টেবল পেনড্রাইভ, মেমরিকার্ড ফরম্যাট করার জন্য, USB Format নামের ছোট একটি সফটওয়্যার। মাত্র ২৫৩ KB ডাউনলোড করুন এবং rar ফাইলকে Extract করলেই পেয়ে যাবেন usb_format নামের ফাইলটি। পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। USB পোর্টে পেনড্রাইভ, মেমরিকার্ড লাগানো অবস্থায় usb_format exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং খুব সহজে ফরম্যাট করুন। কিভাবে করবেন চলুন একটু দেখে নেয়া যাক। ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

১. FAT, NTFS ও FAT32 আপনি যে পদ্ধতিতে ফরম্যাট করতে চান, তা সিলেক্ট করুন।
২. Quick Format এ টিক চিহ্ন দিন, যাতে দ্রুত ফরম্যাট করা যায়।
৩. Strat এ ক্লিক করুন।
এবার নিচের চিত্রটি দেখুন

Yes ক্লিক করুন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনার পেনড্রাইভ বা মেমরিকার্ড ফরম্যাট সম্পন্ন হবে এবং নিচের চিত্র দেখুন
এবার OK করে দিন। কি বন্ধুরা খুব সহজ এই USB Format সফটটি কেমন লাগলো? যদি ভাল লেগে থাকে মন্তব্য করবেন আশাকরি। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ডাউনলোড লিংক
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১০.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya