Blogroll

ছবিকে সুন্দর করুন Photo Makeup Editor দিয়ে


বন্ধুরা আজ আপনাদের উপহার দিবো ছবিকে মহুর্তে সুন্দর করে তোলার জন্য বিকল্প এক সফট ওয়্যার যার নাম Photo Makeup Editor হা বন্ধুরা এই সফট দিয়ে আপনি যে কোন ইমেজ ফাইলকে আকর্ষনীয় ও মহোনীয় করে নিতে পারেন খুব জলদি। আমি ব্যবহার করে দেখেই তবে আপনাদের মাঝে শেয়ার করছি। Photo Makeup Editor মাত্র ৩.২৮ মেগাবাইট আপনি এই সফট ব্যবহার করতে চাইলে প্রথমে যা করতে হবে এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর রার ফাইল এক্সট্রাক্ট করুন, এক্সটারক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ এর পর পিসিতে ইন্সটল দিন।ফাইলে সিরিয়াল কি পাবেন তা দিয়ে দিন।  ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে Photo Makeup Editor কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন এবং এর ব্যবহারবিধি দেখে নিন........................ p1  ১. আপনি যে ছবিটি এডিট করতে চান, তা সিলেক্ট করে নিন। ২. আপনি এখানে প্লাস্টিক সার্জারি করে নিতে পারেন ছবিতে এবং ফান ছবি তৈরিতে এই অপশন টি বেশ কাজে দিবে। ৩. এখানে বিভিন্ন অপশন পাবেন যা ছবির জন্য কাজে লাগাতে পারেন। ৪. Image এ ক্লিক দিলে আপনি এখানে ছবির অটো কন্ট্রাস্ট ও লেভেল দিয়ে ছবি এডিট করার কাজ শেষ করে নিতে পারেন। ৫. এখানে আপনি ম্যানুয়ালি বিভিন্ন অপশন টুল পাবেন যেমন- Lipstick, Eace Powder,Rough, Skin care সহ অনেক টুলস। ৬. সবশেষে আপনি এখানে ছবি এডিটের পর ছবিকে যে ফরম্যাটে সেভ করতে চান তা সিলেক্ট করে সেভ করুন। তো বন্ধুর কেমন লাগলো এই Photo Makeup Editor কে আপনাদের মতামতের আশায় থাকলাম। ভাল থাকেবেন সবাই।

  ধন্যবাদ সহ--- মোঃ জাকির হোসেন ১৫.০৪.২০১৩
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya