Blogroll

কম্পিউটারের Empty Folder দেখুন খুব সহজে।


আমরা অনেক সময় আমদের কম্পিউটারে অজান্তে Empty Folder তৈরি করে রেখে দেই, যার ফলে অসংখ্য ফাইল জমা হয়ে পড়ে এবং ভুলে যাই ফাইলটি ডিলেট করতে। এই সব Empty Folder কে চিহ্নিত ও ডিলেট করতে আপনাকে আর বেশী পরিশ্রম করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এসেছি EmptyFolderNuker ামের একটি পোর্টেবল সফটওয়্যার যা পিসি তে ইন্সটল করার কোন দরকার নাই। শুধু ক্লিক করলেই কাজ হবে। সাইজ মাত্র 340 KB ডাউনলোড করুন এখান থেকে। তারপর ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে। 
এবার Browse করে দেখিয়ে দিন আপনি কোন ড্রাইভটিতে Empty Folder দেখতে চান এবং Find এ ক্লিক করুন। দেখুন সার্চ হচ্ছে। সার্চ শেষে নিচের চিত্রের মত পাবেন। 
দেখুন আপনি যে ড্রাইভটি চেক করেছেন, তাতে Empty Folder থাকলে দেখা যাবে। যদি আপনি তা ডিলেট করতে চান তবে টিক চিহ্ন দিন এবং ডিলেট এ ক্লিক করুন এবং Yeas করুন। দেখুন Empty Folder গুলি সব ডিলেট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৯.০৮.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে দেখুন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

(সাদা শাপলা)
শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। যখন ছোট ছিলাম মামার বাড়ী বেড়াতে গেলে মামাদের সেই তালের ডিঙ্গী অথবা নৌকায় করে বের হতাম শাপলা ফুলের ফল (ঢেপ) সংগ্রহ করে খেতে। বেশ মজা লাগতো। গ্রামে গঞ্জে এখনও শাপলার তরকারী করে অনেকেই খায়।
শাপলা সাধারণত জলজ উদ্ভিদ। কান্ড মাটির নিচে থাকে যা শালুক নামে পরিচিত। এর পাতা লম্বা বোঁটাযুক্ত এবং পানির উপর ভাসমান থাকে। কান্ড থেকে লম্বা ডাটা যুক্ত ফুলের কলি বের হয়। লাল শাপলা ও সাদা শাপলা বেশী দেখা যায়। তবে নীল রঙের ভিন্ন প্রজাতির শাপলাও পাওয়া যায়। পাতার গোঁড়ার দিক হৃদপিন্ডাকৃতির এবং পাতার কিনারা ঢেউ খেলানো। ফলগুলো স্পঞ্জের মত দেখতে এবং ফলের ভিতর অনেকগুলো কোষ। প্রতিটি কোষে সরিষার ন্যায় বীজ থাকে। সাদা শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলার ফল দিয়ে মজাদার খই তৈরি হয়।

(শাপলা কলি)
বাংলাদেশের প্রায় সর্বত্র, খাল, বিল, পুকুর, ডোবায় পাওয়া যায়। বীজ থেকেও চারা করা যায়।
শাপলার পরিচিতি-
প্রচলিত নাম- শাপলা
ইউনানী নাম- নিলুফর
আয়ুর্বেদিক নাম- নীলোৎপল
ইংরেজী নাম- Water Lily
বৈজ্ঞানিক নাম- Nymphaea nouchail Burm.F
পরিবার- Nymphaeaceae
(লাল শাপলা)
শাপলাতে গ্যালিক এসিড ও তার বিভিন্ন যৌগ, ফ্লেভনল গ্লাইকোসাইড ও লিগনিন বিদ্যমান। সাধারণত ফুল ও রাইজোম মানবদেহের বিভিন্ন রোগে যেমন- স্নিগ্ধ কারক, শীতল কারক, পিত্ত প্রশমক, হৃদযন্ত্রের শক্তি কারক ও পিপাসা নিবারক। তাছাড়া প্রসাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় উপকারী। রোগ অনুসারে নিচের পদ্ধতি অবলম্বনে অনেক উপকারে আসবে যেমন-
  • প্রসাবের জ্বালা পোড়া ও পিত্তাধিক্য রোগে শাপলা ফুলের শুকনো অংশ ১০-১৫ গ্রাম পাঁচ গ্রাম ধনিয়া আধা চূর্ণ করে, দুই কাপ পানিতে মিশিয়ে জ্বাল করে ছেঁকে নিয়ে প্রয়োজন মত চিনি সহ দিনে ২ বার ১৫-২০ দিন খেলে উপকার হবে।
  • হৃদযন্ত্রের দুর্বলতায় ও হৃদকম্পে রোগের জন্য শাপলা ফুল ১০ গ্রাম, সাথে পাঁচ গ্রাম গোলাপ ফুল মিশিয়ে দুই কাপ পানিতে জ্বাল করে ছেঁকে নিয়ে প্রয়োজন মত চিনি মিশিয়ে প্রতিদিন ২ বার এভাবে ১ মাস নিয়মিত খেলে বিশেষ উপকারে আসবে।
  • পিপাসা নিবারনের জন্য শাপলা ফুলের শুকনো অংশ ১০-১২ গ্রাম এক কাপ পানিতে জ্বাল করে ছেঁকে নিয়ে প্রয়োজন মত চিনি মিশিয়ে দিনে ২ বার এভাবে ১ মাস খেলে উপকার হবে।
তো বন্ধুরা আজ জানলাম আমাদের জাতীয় ফুল শাপলা সম্পর্কে, এর আগে অর্জুন ও নিম গাছ নিয়ে লিখেছিলাম। আগামীতে বাংলাদেশে পাওয়া যায় এমন নতুন কোন উদ্ভিদ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। আজ এ পর্যন্ত। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনায়।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১.০৮.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে  দেখতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আজ আপানাদের সামনে চরম, জটিল, দারুন সফটওয়্যারের টিপস নিয়ে হাজির হয়েছি।
ইন্টারনেট,গেমস সহ কম্পিউটারে বিভিন্ন কাজ করতে করতে যখন আপনার পিসি ধীর গতি হয়ে যায় তখনই এই সফটওয়্যারটি যাদুর মত কাজ করবে। আপনার কম্পিউটারকে করবে গতি সম্পন্ন। তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করুন, সিরিয়াল কী সহ আছে। ইন্সটল করার পর কিভাবে এটি ব্যবহার করবেন তা দেখে নেয়া যাক। প্রথমে ডেস্কটপ থেকে Glary Utilities এর আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন

টিক চিহ্ন দিন Registry Cleaner, Temporary Files Cleaner, Shortcuts Fixer, Tracks Eraser, Startup Manager  Spyware Remover এ। এবার স্কান করুন। স্কান শেষ হলে কোন কিছুতে প্রবলেম থাকলে লাল লেখায় তা দেখা যাবে এবং এবার রিপেয়ার করুন দেখুন প্রবলেম গুলি solve হয়ে গেছে। দারুন ব্যাপারটা হল Spyware থাকলে তা remove করা যাবে। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের হারানো গতিকে ফিরে পেতে পারেন। এবার নিচের চিত্রটি দেখুন
 Modules এ ক্লিক করলে উপরের চিত্রের মত আসবে, আপনি এখান থেকে Clean Up & Repair এ ক্লিক করলে Disk Cleaner, Registry Cleaner, Shortcuts Fixer Uninstall Manager পাবেন। আপনি এখান থেকে ডিস্ক ক্লিন করতে পারেন ও সাথে অন্যান্য অপশন গুলি ব্যবহার করতে পারেন। মজার ব্যাপার হল আপনি এখান থেকে যে প্রোগ্রাম গুলি আনইন্সটল করতে পারেন না তা Uninstall Manager দিয়ে তা করতে পারেন। পরের চিত্রের কথা বলি

 
Optimize & Improve এ ক্লিক করলে উপরের চিত্রের মত পাবেন। এখান থেকে আপনি Startup Manager এ নতুন কোন প্রোগ্রাম যোগ বা বিয়োগ করতে পারেন। Memory Optimizer diye CPU তে মেমোরি কিভাবে কাজ করছে তা দেখতে পারেন। এবার Privacy & Security তে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন


এতে পাবেন Traks Eraser, File Shredder, File Undelete  File Encrypter and Decrypter বিশেষ প্রয়োজনে এগুলি ব্যবহার করতে পারেন। এবার Files & folders এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন, এখানে কি আছে দেখা যাক

 
এখানে পাবেন Disk Analysis, Duplicate Files Finder, Empty Folders finder File Splitter and Joiner. আপনি Disk Analysis দিয়ে ডিস্ক চেক করে নিতে পারেন, Duplicate Files Finder দিয়ে কতটি একি ধরনের ফাইল আছে তা দেখতে পারেন এবং রিমুভ করে দিতে পারেন, Empty Folders finder দিয়ে কোন ফাইল টি খালি রয়েছে তা দেখে নিতে পারেন।
System Tools ক্লিক করলে এখানে পাবেন Process Manager, Internet Explorer Assistent Windows Standard Tools.
এবার আসি আসল কথায়। যে সফটওয়্যারে এত কিছু আছে তাহলে কেন আমরা এটা ব্যবহার করবোনা। তাহলে আজ এ পর্যন্ত সবাই ভাল এবং সুস্থ্য থাকুন, সবার শুভ- কামনা করছি।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.০৮.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে দেখতে পাবেন।
 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

আজ আপনাদের সামনে একটি মজার সফটওয়্যারের টিপস নিয়ে এসেছি। কেন বলছি? আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা অনেক সময় ভাবেন যে আপনার কম্পিউটারে কে কখন বসে ওপেন করে আপনার ইন্সটল করা বিভিন্ন প্রোগ্রামে ঢুকে আপনার বিরক্তির উপকরণের সৃষ্টি করবে। না চিন্তা নেই আর। আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম AppLocker সফটের দ্বারা বন্ধ করে রাখতে পারেন। আবার আপনার ইচ্ছানুযায়ী খুলতে পারেন। এই কৌশলটি Windows 2000, XP, 2003,7 এবং 2008 এর মত উইন্ডোজ সংস্করণে প্রায় সবটাতেই কাজ হবে। 
 
এজন্য আপনাকে AppLocker নামের সফটওয়্যারটি মাত্র 996 KB এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এটি জিপ ফাইল, জিপকে আন জিপ করলে সেটআপ ফাইল সহ ইংরেজীতে একটি ইউজার গাইড পাবেন পিডিএফ ফাইল আকারে।
ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে এর উপর ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এক্সপ্লোরার এবং আরো অনেক কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম তালিকা প্রদর্শন করবে।
এখন আপনি যে প্রোগ্রামটি অন্য আর কাউকে ব্যবহার করতে দিতে চান না তার উপর টিক চিহ্ন দিন এবং save করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্লক করতে চান তাহলে Internet Explorer এর উপর টিক চিহ্ন দিন এবং save ও ক্লোজ  করুন। এখন আপনি পরীক্ষা করার জন্য Internet Explorer ওপেন করার চেষ্টা করুন দেখুন ওপেন না হয়ে নিম্নলিখিত বার্তা আসছে-
আপনি এতে আরও অন্য প্রোগ্রাম ব্লক করে রাখতে পারেন। এ জন্য আপনাকে Configure এ ক্লিক করতে হবে এবং নিচের চিত্রের মত উইন্ডো আসবে caption বক্সে আপনি যে প্রোগ্রামটি যোগ করতে চান তা লিখুন executable file name (exe) বক্সে exe ফাইলটির নাম লিখে Add এ ক্লিক করুন নিচের চিত্রে ফায়ারফক্স দেখানো হয়েছে। এবার Ok করুন। আপনি যে প্রোগ্রামটি যোগ করলেন এবার তাতে টিক চিহ্ন দিন দেখুন এটিও ব্লক হয়ে গেছে।
আপনি নিজে প্রোগ্রাম গুলি ওপেন করতে চাইলে  যে প্রোগ্রাম গুলি ব্লক করা হয়েছে তা থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন এবং save করুন, দেখুন সব প্রোগ্রাম গুলি আবার সুন্দর ভাবে ওপেন হচ্ছে। আবার ব্লক করতে চাইলে পূর্বের নিয়ম অনুসরণ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১১.০৮.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ডিস্ক ডিফ্রাগামেন্ট করুন খুব সহজে


ডিস্ক ডিফ্রাগামেন্ট করুন খুব সহজে। Auslogics Disk Defrag Portable নামের সফটওয়্যার দিয়ে। ইন্সটলের কোন ঝামেলা নেই, ডাবল ক্লিক করে এনালাইজ, ডিফ্রাগামেন্ট করুন আপনার কম্পিউটারের সকল ড্রাইভ। এখান থেকে ডাউনলোড করুন এবং উপভোগ করুন। 

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৮.০৮.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

একটি দারুন কনভার্টার আপনাদের জন্য

কটি ফ্রী কনভার্টর
নামঃ এনি ভিডিও কনভার্টর
অপারেটিং সিস্টেমঃ এক্সপি, ঊ৭,ভিস্তা
সাইজঃ ২৫ এমবি মাত্র
এই কনভার্টর টি দিয়ে আপনি avi, asf, mov, rmvb, flv, mkv, mpg, 3gp, m4v, vob, rm, avi, mp4, mkv, wmv, swf, flv, MPEG-1 এবং MPEG-2, mpg (PAL অথবা NTSC), asf, m2ts, mp3, wma, ogg, aac, wave, m4a ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন
এ ছাড়া আপনি পাবেনঃ
• Any Video Converter Free 3.2.6 has fixed the trouble for that DVD burning procedure can not conclude.
• Any Video Converter Free 3.2.6 has fixed the suitability issue about that on a few DVD players DVD+R and DVD+R DL could not be played.
• Any Video Converter Free 3.2.6 has come with many more greeting new features in it. (ওয়েবসাইট থেকে পাওয়া)
ডাউনলোড লিঙ্কঃ ১.
ক্র্যাক টার ডাউনলোড লিঙ্কঃ.

এখন ক্র্যাক ফাইল টা কে কপি করে সি ড্রাইভ এ প্রোগ্রাম ফোল্ডার এ গিয়ে AnvSoft >>> Any Video Converter Professional -এ পেস্ট করে দেন

আর উপভোগ করতে থাকেন আনন্দে
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৩.০৮.২০১১
আমার আরও লেখা দেখতে পিসি হেল্প লাইন বিডিতে দেখুন।  
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


এর আগে অর্জুন গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। মাহে রমজান চলছে, বাংলাদেশের অধিকাংশ রোজাদার তাদের দাঁত মাজার জন্য যে গাছের ডালটি ব্যবহার করে তা হল নিম গাছের ডাল। আজ আমি বহুল আলোচিত নিম গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর সঙ্গে পরিচয় করে দেবার জন্য। 
তাহলে জেনে নেই এর পরিচিতিঃ-
প্রচলিত নাম- নিম
ইউনানী নাম- নীম
আয়ুর্বেদিক নাম- নিম্ব
ইংরেজী নাম- Neem tree
বৈজ্ঞানিক নাম- Azadirachta indica A. Juss
পরিবার- Meliaceae
কথায় আছে একটি বাড়ীতে যদি নিম গাছ থাকে তবে ঐ বাড়ী থেকে রোগ বালাই দূরে থাকে। এমনকি পোকা- মাকড় ও সে বাড়ীতে কম দেখা যায়। এখনও বাংলাদেশের বড় বড় গৃহস্থদের বাড়ীতে ধান থেকে চাউল করার পর চাউলের ডোলে নিম পাতা দিয়ে রাখা হয়, যেন চাউলে পোকা আক্রমন না করে, এ পদ্ধতিটি পরীক্ষিত। এর আরও বহু গুনাগুন লোকে মুখে শোনা যায় প্রত্যহ নিমের পাতার রস এক কাপ করে খেলে চর্ম রোগ, কৃমি নিরসন ও জ্বর থেকে উপশম পাওয়া যায়। 
নিম গাছ বাংলাদেশের প্রায় সবখানে পাওয়া যায়, বৃহদাকারের বৃক্ষ। মার্চ- এপ্রিল মাসের দিকে ফুল হয়। ফুল শ্বেতবর্ণ এবং ফল কাঁচা অবস্থায় সবুজ, পাকলে পীতবর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে। 
নিমে যে সমস্ত রাসায়নিক উপাদান পাওয়া যায়- পাতা, ছাল, ফুল, ফল ও বিচির তেলে প্রচুর সংখ্যক তিক্ত উপাদান যেমন, নিম্বিন, নিম্বিডিন, নিম্বিনিন ইত্যাদি টাপ্রিনিয়েড, গ্লাইকোসাইড, অ্যালকালয়েড ও ট্যানিন বিদ্যমান।
নিমের যে সমস্ত অংশ ব্যবহার করা হয়- ফুল, পাতা, ছাল, ফল বা বীজ ও তেল।
নিমের গুনাগুন- রক্ত পরিস্কারক, চর্মরোগ নাশক, ব্রণ, কৃমি, কুষ্ঠ ও ক্ষত নিবারক, শরীরের জ্বালা পোড়া, এলারজি এবং মুখের দুর্গন্ধ নাশক, দাঁতের মাড়ি সবল কারক।
এবার আসুন বিভিন্ন রোগে এর ব্যবহার বিধিটি জানি আমরা-
  • রক্ত পরিস্কারক ও চর্মরোগে পাতা(কাচা) ১০গ্রাম ৩ কাপ পানিতে জ্বাল করে ১ কাপ অবশিষ্ঠ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে নির্যাস টুকু চিনি সহ প্রতিদিন ২-৩ বার খেলে উপকার পাওয়া যাবে।
  • কৃমি নিরসনে ছাল চূর্ণ ৩-৪ গ্রাম সামান্য সৈন্দব লবন সহ সকালে খালি পেটে ১ সপ্তাহ খেলে উপকার পাওয়া যাবে।
  • খোঁস পাঁচড়া ও পুরনো ক্ষতে পাতা (কাঁচা ) প্রয়োজনমত কাঁচা হলুদ মিশিয়ে ভালভাবে আক্রান্ত স্থানে প্রলেপ দিতে হবে ৭-১০ দিন।
আশাকরি আপনাদের বাড়ীতে একটি করে নিম গাছ লাগাবেন এবং এর সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন। জানেন তো নিম গাছের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করলে তাতে ঘুন ধরেনা। আজ এই পর্যন্ত। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৩.০৮.২০১১
আমার আরও লেখা পিসি হেল্পলাইন বিডিতে দেখতে পারেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

আপনি ছবি তুলেছেন, কিন্তু কোন কারণে আপনার তোলা ছবির ব্যাক্তিটির চোখ লাল হয়ে গেছে। চিন্তা কি? এই লাল চোখ কে রিমুভ করে ঠিক করে দিতে পারেন একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে। কিভাবে করবেন তা সংক্ষেপে জেনে নিন, নিচের পদ্ধতি অনুসরণ করে, প্রথমে Blood Eye Remove নামের সফটটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে এবং ইন্সটল করে কাজ শুরু করুন। নিচের চিত্রের মত। 
 
১। প্রথমে File থেকে আপনি যে ছবিটির চোখের লাল বর্ণকে মুছে ফেলতে চান সেটি Open করুন।
২। ছবির চোখের উপর বর্গাকারের বাক্সকে রাখুন।
৩। কারসার রেখে বাম ক্লিক করুন।
৪। Apply তে ক্লিক করুন।
সবশেষে ছবিটিকে Save করুন, দেখুন চোখের আর লাল দাগটি নেই।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন।
০২.০৮.২০১১
আমার আরও লেখা দেখতে চাইলে পিসি হেল্প লাইন বিডিতে দেখতে পাবেন।

Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya