Blogroll


বন্ধুরা আজ আবার একটি ফটো এডিটর সফট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেক ফটো এডিটিং সফট আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ যেটা শেয়ার করবো সেটাও সংগ্রহে রাখার মত। এর বিশেষত্ব হলো আলো কম বা আধার হয়ে যাওয়া ছবিকে বেশ উজ্জ্বল আলোয় রুপান্তর করতে সক্ষম ও ছবিতে চোখে লাল দেখা গেলে তা রিমুভ করে। এর জন্য প্রথমে আপনাকে PT Photo Editor কে ডাউনলোড করে নিতে হবে। মাত্র ৫.৭০ মেগাবাইট। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এবারে pt_photo_editor_win সেটআপ ফাইল থেকে আপনার কম্পিউটারে একে ইন্সটল করুন এবং সিরিয়াল কী ফাইল থেকে সিরিয়াল নিয়ে একে ফুল ভার্সন করে নিন। ডেস্কটপ আইকনে পাবেন PT Photo Editor তাতে ডাবল ক্লিক দিয়ে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন---------
pt-1
এখানে Open Image এ ক্লিক দিয়ে যে ছবিকে এডিট করতে চান তা সিলেক্ট করুন। এবারে নিচের চিত্রের মত পাবেন--------
pt-2
এখানে কিভাবে কাজ করতে হবে তা দেখে নিন--------
১. এখানে ছবিকে উইন্ডোতে বড় ও ছোট করে দেখে নেয়ার সুযোগ রয়েছে।
২. এখানে ছবিকে এডিট করার বিভিন্ন টুলস পাবেন যেমন- ছবি রোটেড করা সহ চোখের কালার ঠিক এবং Temp,Tint,Exposure & Contrsat ঠিক করে নেয়ার ব্যবস্থা।
৩. এখানে পাবেন B তে ক্লিক দিলে ছবির পূর্বের অবস্থা ও A তে ক্লিক দিলে বর্তমান অবস্থা দেখা যাবে।
৪. এখানে ছবিতে আপনি কোন কোন বিষয়ে এডিট করেছেন তার একটা হিস্টোরি পাওয়া যাবে।
৫. ছবি এডিটের কাজ শেষ হলে এখানে Save As এ ক্লিক দিয়ে তিনটি ফরম্যাটে ছবিকে সেভ করার অপশন পাবেন। ইচ্ছেমত ফরম্যাটে সেভ করে নিন।
দেখে নিন আমি একটি ছবিকে এডিট করেছি তার নমুনা--------
এডিট করার আগে
new
 এডিট করার পরে
new-Edited
 বন্ধুরা দেখুন আপনি ছবি এডিট করার খুব সহজ উপায় পেয়ে গেলেন। ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিন----
download-button
 তাহলে উপভোগ করুন PT Photo Editor কে এবং সবাই ভাল ও সুস্থ্য থাকুন।


ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.০৬.২০১৪
        
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


এই তো বেশী দিন আগের কথা নয়, টাইপিং এ বিজয় কী বোর্ডে বেশ গতি ছিল আমার। ইন্টারনেট, ফেসবুক ও ব্লগিং করতে গিয়ে অভ্র দিয়ে লেখা লেখি শুরু করতে প্রায় ভুলেই গেছি বিজয় কী বোর্ডের লেখা লেখির কৌশল গুলি। কম্পিউটারে খুজতে খুজতে পেয়ে গেলাম সংরক্ষিত সেই কৌশল অবলম্বনের পন্থার ফাইলটি। যা দেখে দেখে আপনিও বিজয় কী বোর্ডের একজন ওস্তাদ টাইপিস্ট।
Bijoy_Keyboard_image
যারা বিজয়ে দক্ষ তারা ইচ্ছে করলেই পোস্টটি এড়িয়ে যেতে পারেন। যারা বিজয়ে ওস্তাদ হতে চান তারা জলদি করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এই ফাইলটিতে পাবেন বিজয় কী বোর্ডের বাংলায় কঠিন কঠিন শব্দ গুলি লেখার কৌশল গুলি।
ডাউনলোড করতে এখানে ক্লিক দিন।


ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১/০৬/২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


চার ছক্কা হৈ হৈ, বল উড়াইয়া গেল কৈ ............ এই তো কিছু দিন আগেও বাংলাদেশ সহ গোটা বিশ্ব মেতে ছিল ক্রিকেট উৎসবে। এই আয়োজন সফলভাবে পরিচালনা করে বাংলাদেশ। তারপর ভারতের আইপিএল এর উৎসব। যেখানে বসেছিল নানান দেশের ক্রিকেট তারকাদের নিয়ে আধুনিক ক্রিকেট উৎসব।  img51f80ddd073f7

  হা এইবার গোটা বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। বাংলাদেশও পিছিয়ে নেই, পিছিয়ে নেই এখানকার ফুটবল প্রেমী ক্রীড়ামোদীরা। এক একজন এক একদলের সমর্থনে তর্ক থেকে শুরু করে বাজি ধরতেও পিছপা হচ্ছেনা। কে পাবে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারন খেলা এখনও মাঠে গড়ায়নি। ৬৪টি খেলা হবে, তারপর জানা যাবে । ১২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবারের আয়োজক ফুটবল সম্রাট কিংবদন্তী প্লের দেশ ব্রাজিল। fifa_world_cup_2014_draw
   প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য সবাই মুখিয়ে আছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মানি আবার কেউবা ফ্রান্স। আপনি যেই দলের সমর্থক হোন না কেন, প্রিয় সেই দলটির কবে কবে খেলা, কার সাথে খেলা। দ্বিতীয় পর্ব সহ সকল পর্বে আপনার পছন্দের দলটির হিসাব-নিকাশ হাতের কাছে রাখা প্রয়োজন। তাই আপনাদের জন্য আমি একটি ফরম্যাট তৈরি করেছি, যাতে আপনি আপনার প্রিয় দলটির হিসাব-নিকাশ করে দেখে নিতে পারেন দলের অবস্থান কোথায় কোন পর্যায়ে রয়েছে। অনেকেই ফিফার অফিসিয়াল সাইট থেকে ইংরেজি ফরম্যাটে মাইক্রোসফট এক্স এলে এই ফরম্যাট পেয়ে থাকতে পারেন। আমি আপনাদের জন্য দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে অভ্র দিয়ে লেখা একটি ফরম্যাট। যা আপনি খুব সহজে খেলার শিডিউল সহ সমস্ত রেকর্ড রেখে দিতে পারেন। দেখুন আপনার পছন্দের দলটি ফাইনালে যেতে পারছে কিনা।
 world-cup-2014-1684  
 

বাংলায় অভ্র দিয়ে ফরম্যাট ডাউনলোড করতে এখানে ক্লিক দিন  


  ফিফার অফিসিয়াল সাইট থেকে প্রাপ্ত এক্সেলে পাবেন বিভিন্ন ভাষায় অনুবাদ যোগ্য(বাংলায় পাওয়া যাবেনা), যাতে আপনি দলের গোল সংখ্যা লেখলেই দলের পয়েন্ট যোগ হয়ে যাবে পয়েন্ট প্রাপ্তির তালিকায়। ডাউনলোড করতে এখানে ক্লিক দিন।  

  ধন্যবাদ সহ- মোঃ জাকির হোসেন ০৯.০৬.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


বর্তমান তথ্য প্রযুক্তির দুনিয়ায় কম্পিউটার সর্বজন গ্রহন যোগ্য। একে বাদ দিয়ে কোন কিছুই কল্পনা করা যায় না। দিনে দিনে নতুন প্রজন্ম সহ সকল বয়সের মানুষদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্যে পরিণত হয়েছে, এই কম্পিউটার। তাই কম্পিউটার ব্যবহার সহ এর নানা ধরনের কৌশলগুলি প্রশিক্ষনের জন্য প্রশিক্ষনার্থিদের ভিডিও চিত্রের প্রয়োজন হয়ে পড়ে। আর এই ভিডিও চিত্র ধারন করার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম খুব সহজ পদ্ধতির স্বল্প মাত্রার মাত্র ৩.৭০ মেগাবাইটের FastStone Capture নামের সফট। এর ব্যবহার খুব সহজ। এটি দিয়ে শুধু ভিডিও চিত্র তৈরি করাই নয়, কম্পিউটারের স্ক্রিন শট সহ ইচ্ছে মত আকারে কেটে ছেঁটে রঙ্গ করে ৮টি ফরম্যাটে সেভ করে নিতে পারেন। এতক্ষন স্ক্রিন শট নেয়ার কথা বললাম। এবার আসি কিভাবে ভিডিও চিত্র ধারন করবেন সেই কথায়। প্রথমে FastStone Capture কে ডাউনলোড করে নিন। রার ফাইল পাবেন। রার ফাইলকে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন FSCaptureSetup70 নামের সেটআপ ফাইল ও কীজেন ফাইল। এক্সটারক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir  প্রথমে একে ইন্সটল করুন এবং পরে কীজেনে ক্লিক দিয়ে সিরিয়াল নাম্বার নিয়ে একে ফুল ভার্সন করে নিন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন পাবেন FastStone Capture নামে, এতে ডাবল ক্লিক করুন। টাস্কবারেও পাবেন FastStone Captureএবং ঠিক নিচের চিত্রের মত পাবেন-----
fast1
 এখানে আপনি যা করতে চান সেই অপশনে ক্লিক করুন। ধরে নিলাম আপনি ভিডিও চিত্র ধারন করতে চান, তাহলে আপনি Screen Recorder এ ক্লিক দিন। টাস্কবারের উপরে ঠিক নিচের চিত্রের মত পেয়ে যাবেন। এবারে আপনি সিলেক্ট করুন আপনি ঠিক কম্পিউটারের ঠিক কোন জায়গার ভিডিও ধারন করতে চান-------
fast 2
এবারে Record এ ক্লিক দিয়ে ভিডিও চিত্র ধারন করা শুরু করে দিন। ভিডিও চিত্রটিতে মাউজ পয়েন্টার দেখা যাবে। Record এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন-------
fast3
এখানে Start এ ক্লিক দিলেই ভিডিও ধারন করতে শুরু করবে।
এবারে ভিডিও চিত্র ধারন হয়ে গেলে নিচের টাস্কবারে হলুদ রঙের বারে আপনি Stop করার অপশন পাবেন, তাতে ক্লিক দিন এবং পছন্দমত জায়গায় ভিডিওটি সেভ করে নিন।
তাহলে বন্ধুরা বহু কাজের কাজী FastStone Capture কে উপভোগ করুন মনের আনন্দে এবং সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
FastStone Capture কে ডাউনলোড করুন নিচের GIF ইমেজে ক্লিক দিয়ে
download_now
বিঃদ্রঃ- পিসি হেল্পলাইন বিডি ব্লগের লেখক ও পাঠকদের সমন্বয়ে ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে আপনি ব্লগ ও লেখা সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাখতে পারেন। আজই যোগ দিন। গ্রুপ লিংক-https://www.facebook.com/groups/654387877948822/ 

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৮/০৫/২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


বন্ধুরা যারা ফটোশপে কাজ করেন বাসায় কিংবা ফটো স্টুডিওতে তারা গ্রেইন সার্জারীর মহত্ব বেশ ভাল বুঝেন। তবে আমি গ্রেইন সার্জারী দিয়ে ছবিকে স্মুথ করার ক্ষেত্রে খুব মজা পাইনি। কেননা ছবির প্রানে যেন আঘাত হানা হয়, ছবির অরজিনিলাটি থাকেনা। আমারই বেশ কিছু ছবি ফটো স্টুডিওর কোন একজন গ্রেইন সার্জারি দিয়ে বেশী ভাল করতে গিয়ে ছবির প্রাণকে নষ্ট করে দিয়েছিল। এইতো বেশী দিনের কথা নয় এক ছোট ভাই হামিদুজ্জামান নয়নের কাছে পেয়ে গেলাম topazdenoise নামের প্লাগইন সফট। যা কম্পিউটারে ইন্সটল করলে ফটোশপে ফিল্টারে প্লাগইন হিসেবে ব্যবহার করা যাবে। কাজ করে দেখলাম বুঝলাম এবং ভাবলাম এটা সবার মাঝে শেয়ার করা যায়। তাহলে বন্ধুরা দেরি কেন প্রথমে ডাউনলোড করে নিন আপনার যেটা প্রয়োজন ৩২ বিট অথবা ৬৪ বিট দুইটি আলাদা ডাউনলোড লিংকে পেয়ে যাবেন topazdenoise কে। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এবারে ইন্সটল করুন। ব্যাস কাজ শেষ এবারে ফটোশপ ওপেন করুন এবং যে ছবিটিকে আপনি আকর্ষণীয় ও মোহনীয় করে তুলতে চান তা ওপেন করুন। এবারে এই প্লাগইন সফটকে সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করার ব্যাপার। নিচের চিত্রটি দেখুন------
p1
Filter এ ক্লিক দিয়ে Topaz Labs এ যান এবং Topaz Denoise 4 এ ক্লিক দিন নিচের চিত্রের মত আসবে----------
p2
এখানে Menu তে ক্লিক দিয়ে Enter Key তে ক্লিক দিন এবং যে উইন্ডো আসবে তাতে ফাইলে পাওয়া সিরিয়াল কী টি বসিয়ে দিয়ে OK করুন। এবারে আসুন মূল কাজে, নিচের চিত্রের মত উইন্ডো থাকবে তাতে লক্ষ্য রাখুন-------
p3
 ছবিতো সিলেক্ট করাই আছে এবারে দেখে নিন ক্রমান্বয়ে কি করতে হবে--------
১. এখানে আপনি ছবির ফাটা ফাটা দাগ ও মসৃণ করার বেশ কয়েকটি অপশন পাবেন তাতে ক্লিক দিয়ে যেটি ছবির সাথে মিল ও মানায় সেটি সিলেক্ট করে নিতে পারেন।
২. এখানে ছবিকে বিভিন্ন অপশনে RGB,LUMA,COLOR,RED ও BLUE করার অপশন সহ Auto Brightness এর কয়েকটি অপশন পাবেন ক্লিক দিয়ে বুঝে নিন কোনটি প্রয়োজন।
৩. এখানে পাবেন Noise Reduction এর বিভিন্ন অপশন কম বা বেশী করে দেখে নিন ছবির জন্য কোনটি দরকার।
৪. অবশেষে সব কাজ শেষ হয়ে গেলে OK তে ক্লিক দিন। এবারে নিচের চিত্রের মত আসবে--------
p4
 অর্থাৎ ছবিতে যা যা আপনি চাইছেন তা দেয়ার জন্য কাজ চলছে। কিছুক্ষন অপেক্ষা করুন। ১০০% কাজ শেষ হলে ফটোশপ থেকে ছবিকে পছন্দমত জায়গায় সেভ করে নিন।
বন্ধুরা আমি একটি ছবিতে কাজ করেছি তা আপনাদের সামনে উদাহারন হিসেবে দিলাম

(topazdenoise প্লাগইন ব্যবহার করার আগের ছবি)

আগের ছবি  

(topazdenoise প্লাগইন ব্যবহার করার পরের ছবি)

পরের ছবি
 বন্ধুরা ভাবছেন দুইটি তো একই রকম না বন্ধুরা কিছু পার্থক্যতো আছেই ছবি দুইটি জুম করলেই পার্থক্য বুঝা যাবে।
তাহলে ডাউনলোড করে নিন এখান থেকে
ডাউনলোড লিঙ্কঃ- ৩২ বিট ১৭.৫ মেগাবাইট 
ডাউনলোড লিঙ্কঃ- ৬৪ বিট ৭.৮ মেগাবাইট 

উপভোগ করুন topazdenoise কে। ভাল আর সুস্থ্য থাকুন এই কামনা করছি।
বিঃদ্রঃ- লেখক ও পাঠকদের প্রতি আহ্বান, ব্লগে কোন পোস্ট নিয়ে সমস্যা বা পোস্ট করতে সমস্যা ও নানান বিষয়ে জানার জন্য ফেসবুকের এই গ্রুপে যোগ দিয়ে তা জানাতে পারেন। ফেসবুক গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/654387877948822/ 
 

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১.০৫.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


খুব বিপদে পড়ে গিয়েছিলাম। কেন? তাই বলছি আজ আপনাদের। আপনাদের মাঝে একটি সফট শেয়ার করার জন্য টিউটেরিয়াল তৈরি করছিলাম, কিন্তু সফটি ওপেন করে যখন কম্পিউটার থেকে স্ক্রিন শট নিতে যাবো, তখনই পড়লাম বিপদে। কি হলো, কি হলো কিছুই বুঝেই উঠতে পারছিলাম না। মনে করলাম আমার কম্পিউটারের কী বোর্ডের স্ক্রিন শট নেয়ার বাটনটি কাজ করছেনা। কিন্তু না অন্য স্ক্রিন শট ঠিক নেয়া যাচ্ছে। শেষ পর্যন্ত সেই সফটের স্ক্রিন শট গুগল মামার কাছে ধার নিলাম এবং পোস্ট শেয়ার করলাম। মনের মধ্যে খটকা লেগে থাকলো। কেন সেই সফটের স্ক্রিন শট নেয়া যাবেনা!!! চিন্থা চলছে......... এর মাঝেই পেয়ে গেলাম সব ধরনের স্ক্রিন শট নেয়ার কাংখিত মহা মুল্যবান সেই Quick Screen Captureযেই সফটির স্ক্রিন শট নিতে পারিনি তারই স্ক্রিন শট দিয়ে আজকের পোস্ট শুরু করছি। হা বন্ধুরা মাত্র ১ মেগাবাইটের এই Quick Screen Capture প্রথমে ডাউনলোড করে নিন এবং রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিলেই পেয়ে যাবেন সেট আপ ফাইল সহ সিরিয়াল কী। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir  ইন্সটল শেষে সিরিয়াল কী দিয়ে ফুল ভার্সন করে নিন এবং ডেস্কটপ আইকন থেকে Quick Screen Capture এ ডাবল ক্লিক দিয়ে টা ওপেন করুন। টাস্কবার আইকনে পেয়ে যাবেন Quick Screen Capture এর প্রতীক, সেখানে ক্লিক দিয়ে কম্পিউটারের পর্দায় যে স্ক্রিন শটটি নিতে চান তা পর্দায় বহাল রেখে Capture এ ক্লিক দিন ও পছন্দ মত জায়গায় তিনটি ফরম্যাটে তা সেভ করে নিন। নিচে দেখে নিন এই সফটের স্ক্রিন শট--------
Quick Screen Capture
লাল রঙ্গে চিহ্নিত দাগের মধ্যে স্ক্রিন শটটির এডিটিং সহ বিভিন্ন বর্ডার, রিসাইজ সহ অনেক টুলস পাবেন। পছন্দ মত টুলস নিয়ে স্ক্রিন শটটির সম্পাদনার কাজ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা উপভোগ করুন Quick Screen Capture এর মজা। ভাল থাকবেন সবাই।
Quick Screen Capture ডাউনলোড করতে নিচের ব্যানারে ক্লিক দিন।
Quick Screen Capture.lnk

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১১.০৫.২০১৪
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


বেশী দিন আগের কথা নয় ছবি তোলার স্টুডিও গুলিতে ছিল সাদা কালো ছবির যুগ। রঙ্গিন ছবি কল্পনা করা ছিল দূরহ ব্যাপার। এখনও অনেকের কাছে মজুদ আছে স্মৃতিময় অনেক আপন জনের সাদা কালো ছবি। এ্যালবাম খুলে দেখলেই পাওয়া যাবে। হা বন্ধুরা সেই সব সাদা কালো ছবিকে রঙ্গিন করে তুলতে আপনাদের সামনে নিয়ে এলাম Black Magic Pro নামের পোর্টেবল সফট মাত্র ২.০৮ মেগাবাইট। সাদা কালো ছবিকে স্ক্যানার দিয়ে আপনার কম্পিউটারে নিন এবং ঐ ছবিকে রঙ্গিন করে তুলুন খুব সহজ নিয়মে। এই জন্য প্রথমে আপনাকে Black Magic Pro কে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিলেই পেয়ে যাবেন Black Magic Pro নামের ফাইলটি, সেটি ওপেন করুন পেয়ে যাবেন blackmagic নামের ফাইল। এতে ডাবল ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন----
banerjee_blackmagic_71
এখানে চিহ্নিত স্থানে পাবেন বিভিন্ন অপশন যেমন- যে ছবিকে রঙ্গিন করতে চান তা সিলেক্ট করার উপায় সহ কালার মিক্সিং করার বিভিন্ন মাধ্যম এবং কাজ শেষে ছবিকে JPEG তে সেভ করার অপশন।

নং চিহ্নিত স্থানে পাবেন দেহের প্রতিটি অঙ্গের কালার মিশ্রনের টুলবার। এমনকি প্রকৃতি ও পরিবেশের সাথে কালার মিশ্রনের দারুন উপায় গুলির টুলবার।
তাহলে বন্ধুরা রঙ পছন্দ করে নিয়ে সাদা কালো ছবিকে রঙ্গিন করে তুলুন শুধু মাউজ দিয়ে টেনে টেনে। ভুল হলে সমস্যা নেই আছে ইরেজার। তা দিয়ে মুছে ফেলুন ভুল জায়গায় রঙ হলে। একেবারে ডান দিকে পাবেন ব্রাশ ছোট বড় করার অপশন। আর দেরি কেন কাজে নেমে পড়ুন। তার আগে দেখে নিন আমি যে সাদা কালো ছবিকে রঙ্গিন করে তুলেছি তার ছবি।

সাদা কালো ছবি

IMG_3778

এবার দেখুন রঙ্গিন করা ছবিটি

srijon
  বন্ধুরা ধৈর্য সহকারে সাদা কালো ছবিকে রঙ্গিন করে নিন, আরও করে তুলুন স্মৃতিময়। সংগ্রহে রাখার মত একটি সফট, যেকোন দিন কাজে লেগে যেতে পারে। 
নিচের ব্যানারে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন Black Magic Pro

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৭.০৪.২০১৪

Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুব কম ওজনের মাত্র ৬.০৫ মেগাবাইটের Tipard Video Converter ভিডিও কনভার্টার। যার সাহায্যে খুব দ্রুত আপনি যেকোন ভিডিও ফাইলকে MPG,MPEG, MPEG2, SWF, FLV, VOB, MOD, MP4, H.264, M4V, AVI, WMV, 3GP, 3GPP, MOV, DivX, XviD, Quciktime Video, DV, MJPG, MJPEG, MPV ইত্যাদি সহ High Definition video files(HD/AVCHD videos)TS, MTS, M2TS, HD MPEG 2, HD MEG4, HD WMV, HD MOV, HD H.264, HD RM ইত্যাদি এবং অডিওতে রুপান্তর করার দারুন সুযোগ। আর এই সুযোগ গ্রহন করার জন্য আপনাকে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে Tipard Video Converter কে। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir পেয়ে যাবেন Tipard Video Converterএর সেট আপ ফাইল সহ ক্র্যাক ফাইল। প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বন্ধ করে একে ইন্সটল করুন। ইন্সটল করার পর এবার ক্র্যাক ফাইলকে কপি করে C:\Program Files\Tipard Studio\Tipard Video Converter\dll এখানে পেস্ট করুন। ব্যাস হয়ে গেছে ইন্সটল পর্ব। এবার আর কোন সিরিয়াল বা রেজিস্ট্রেশন চাইবেনা। এবার ডেস্কটপ আইকন থেকে Tipard Video Converter তে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত Tipard Video Converter ওপেন হবে।
IMG_TVC-Main1
নিদের্শনা অনুসারে কাজ করুন। উল্লেখ্য আপনি ভিডিওর স্থির চিত্র গ্রহন করার সুযোগও পাবেন।

 ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৪.০৫.২০১৪

Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


পিসি হেল্পলাইন বিডি তার যাত্রা কাল শুরু করার সময়ই ভেবেছিল, তারা শুধু তথ্য প্রযুক্তি নিয়ে নয় তারাও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করবে। ব্লগ প্রতিষ্টিত হবার পর দীর্ঘ অনেক সময় পেরিয়ে যায়। পিসি হেল্পলাইন বিডি তার গন্তব্যে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এই সময় পিসি হেল্পলাইন বিডির সাথে যুক্ত হোন ফ্রিল্যান্সার মোঃ রুবেল আহমেদ ভাই। তিনি যুক্ত হয়েই সামাজিক কর্মকান্ড সহ অন্যান্য বিষয়ে নজর দেন। এর মধ্যে তার নেতৃত্বে ইন্টারনেটের দাম কমানোর দাবীতে ফেসবুকে ইভেন্টের মাধ্যমে সফল ভাবে মানব বন্ধন করে পিসি হেল্পলাইন বিডি। এই সময় ফাহাদ ভাই তাকে বেশ সহযোগিতা করেন।
Nayem-Prodhan-e
 

এবার রুবেল ভাই উদ্যোগ গ্রহণ করেন শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য ফেসবুক ইভেন্ট https://www.facebook.com/events/568747286532831/ । এই ইভেন্টেও অনেকেই অংশ গ্রহণ করেছেন। কিন্তু স্বল্প অর্থায়নে এই ইভেন্ট কে বাস্তবে রুপ দেয়া অসম্ভব ছিল যদি না পিসি হেল্পলাইন বিডির কর্ণধার মুহম্মদ রনি মজুমদার ভাই সহ অনলাইনের বন্ধুরা এগিয়ে না আসতেন। অতঃপর সিদ্ধান্ত নেয়া হলো উত্তারঞ্চলের জেলা দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার। লক্ষ্য হলো প্রকৃত শীতার্তদের খুজে বের করা। তালিকা তৈরি করা হলো। তালিকা তৈরিতে সহযোগিতা করলেন পিসি হেল্পলাইন বিডির লেখক এ আর রুবেল সহ অনেকেই।

 নির্ধারন করা হলো শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হবে সবচেয়ে উত্তম। কম্বল ক্রয়ের জন্য সৈয়দপুর শহরকে বেছে নেয়া হলো। গত ২৬ জানুয়ারি আমরা ৪জন ২টি মোটরসাইকেল যোগে যথাক্রমে আমি, মোঃ মোবারক হোসেন (চাকুরীজীবী), আক্তারুজ্জামান কাজল (ব্যবসায়ী) ও আশরাফুজ্জামান লিটন (চাকুরীজীবী) সৈয়দপুর থেকে কম্বল ক্রয় করে নিয়ে আসি ।
গত ২৭ জানুয়ারি থেকে স্থানীয় গ্রাম হলদিবাড়ি ( দোলাপাড়া), কলোনি, নওদাপাড়া, কালাইঘাটি, রেলগেট, ধুপিপাড়া সহ বিভিন্ন গ্রামে ৬০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয় দুই দিনে।
DSC04086
(হলদিবাড়ি দোলাপাড়াতে শীত বস্ত্র বিতরণ। উপস্থিত ছিলেন লেখক এ আর রুবেল ও জাকির হোসেন)
DSC04095
(হলদিবাড়ি দোলাপাড়ার কম্বল গ্রহণকারীর কয়েকজন)
DSC04097
(নওদাপাড়ায় শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রাক্তন ইউ পি সদস্য অহিদুল হক সহ অন্যান্য সমাজসেবী গন)
DSC04106
(নওদাপাড়ায় শীত বস্ত্র গ্রহণকারীদের কয়েকজন)
DSC04108
(কালাইঘাটিতে শীত বস্ত্র গ্রহণকারী )
DSC04150
(সহায় সম্বলহীন বিধবাকে কম্বল দিচ্ছেন আক্তারুজ্জামান কাজল)
DSC04152
(ধুপিপাড়ায় কম্বল বিতরণ, উপস্থিত ছিলেন বন্ধু মোবারক) 
DSC04169
(রেলগেটে কম্বল বিতরণ)
DSC04194
( শীত বস্ত্র বিতরণে যাদের প্রত্যক্ষ সহযোগিতা পাওয়া গেছে তাদের মধ্যে জনাব মোঃ মোবারক হোসেন, আক্তারুজ্জামান কাজল, মোঃ অহিদুল হক, আশরাফুজ্জামান লিটন, এ আর রুবেল,সোহাগ, মুন্না ও মতিউর) 
যে কম্বল বিতরণের বেশ কয়েকদিন আগ থেকেই প্রচণ্ড শীত আর হিমেল বাতাসে উত্তারাঞ্চলের দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলায় কাঁপিয়ে তোলে যা বেশ কয়েকদিন স্থায়ী ছিল। আমরা ভ্যান যোগে প্রতিটি গ্রামে তালিকা অনুযায়ী শীতার্ত মানুষদের মাঝে হাতে হাতে কম্বল গুলি দিয়ে আসি। এই সময় আমি সহ পিসি হেল্পলাইনের লেখক এ আর রুবেল, সোহাগ, মুন্না, প্রাক্তন ইউ পি সদস্য মোঃ অহিদুল হক, আক্তারুজ্জামান কাজল ও বন্ধু মোবারক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মোঃ রুবেল আহমেদ ভাই সহ এই ইভেন্টের সাথে যারা জড়িত হয়ে পিসি হেল্পলাইন বিডির এই উদ্যোগকে সফল করেছেন তাদের জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ ও অভিনন্দন, এই কারনে যে মানব সেবায় তারা এগিয়ে এসেছেন। পাশাপাশি আমি আশা করি পিসি হেল্পলাইন বিডি ভবিষ্যতে এই রকম আরও বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত হয়ে মানব সেবা পরিচালিত করবে।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১২.০২.২০১৩
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


বন্ধুরা ছবি আকর্ষণীয় করতে আপনাদের মাঝে অনেক সফটওয়্যার শেয়ার করেছি। আজ তেমনি আরও একটি সফট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যার নাম MediaChance Dynamic PHOTO HDR মাত্র ১৪ মেগাবাইটের এই সফট দিয়ে আপনি যে কোন ছবিতে দিতে পারেন HDR লুক সহ ছবিকে সুন্দর করার জন্য উজ্জ্বলতা কম বেশী, রিসাইজ সহ বিভিন্ন সম্পাদনার কাজ করার পর মোহনীয় আঙ্গিক। আর এই জন্য আপনাকে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে MediaChance Dynamic PHOTO HDR 5.2.0 কে। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন pchelplinebd পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ সিরিয়াল কী, যা দিয়ে আপনি সফট টিকে ফুল ভার্সন করে নিতে পারেন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে Dynamic-Photo HDR 5 তে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন-------------
h1এখানে বাম পাশের উপরের মেনু বারে যে ছবিকে HDR ইফেক্ট দিতে চান তা সিলেক্ট করে নিতে পারেন তা ছাড়া সমস্ত কাজ করার পর সেভ করার অপশন পাবেন এবং সাথে পাবেন এই সফট দিয়ে কিভাবে কাজ করতে হয় তার উপর এক টিউটেরিয়াল। আর ডান দিকের Create HDR file এ ক্লিক দিলে যে ছবিকে HDR ইফেক্ট দিতে চান তা সিলেক্টের জন্য নিচের উইন্ডোর মত পাবেন-----------
h2আমি এখানে ছবিকে সিলেক্ট করার জন্য Add Imges এ ক্লিক দিয়ে সব কিছু অটো রেখেছি। আপনি ইচ্ছে করলে লাল চিহ্নিত জায়গা গুলিতে ক্লিক দিয়ে ছবির মান দেখে এডজাস্ট করে নিতে পারেন। সব কিছু করার পর OK তে ক্লিক দিন নিচের উইন্ডোর মত পাবেন-------------
h3
JPEG ফরম্যাটে ভাল ছবি পেতে চিহ্নিত জায়গায় টিক দিয়ে OK করুন নিচের উইন্ডোর মত পাবেন---------------
h4এখানে আপনি সহজে ছবিকে আরও সুন্দর করার জন্য বেশ কিছু অপশন পাবেন, কি কি পাবেন তা দেখে নিন----------
১. এখানে কালার বা রঙে আনতে পারেন বৈচিত্র।
২. এখানে কালার ম্যাচিং সহ টিউন করে নিতে পারেন।
৩. এখানে ছবিকে রিসাইজ করে নিতে পারেন।
৪. এখানেও আপনি ছবিতে দিতে পারেন ইচ্ছে মত রঙের স্বাধ।
৫. সব কিছু শেষে Process & Save এ ক্লিক দিন। নিচের উইন্ডোর মত পাবেন---------
h55
এখানে JPG ফাইল হিসেবে যেখানে ছবিকে রাখতে চান সেই জায়গা সিলেক্ট করে Save এ ক্লিক দিন। দেখুন নিচের ছবির মত সুন্দর এক ছবি পেয়ে যাবেন।
IMG_3763_fhdrতাহলে বন্ধুরা উপভোগ করুন MediaChance Dynamic PHOTO HDR কে। ভাল লাগলে আপনি ব্যবহার করুন ও বন্ধুদের ব্যবহার করতে বলুন। আজ এই পর্যন্তই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৭.১২.২০১৩ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


PHOTOSHINE!!! PHOTOSHINE!!! PHOTOSHINE!!! এই আকর্ষণীয় সফট ওয়্যারটি অনেকের কাছে আছে এবং তারা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু সেগুলির মধ্যে অনেক গুলিই ট্রায়াল ভার্সন অথবা এত বেশী ফ্রেম তাতে দেয়া নেই। আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্রায় ৭০০ এর বেশী ফ্রেম যুক্ত PHOTOSHINE সফটি যা ফুল ভার্সন। যা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং ছবিকে দিতে পারবেন আউট স্ট্যান্ডিং লুক। এই জন্য আপনাকে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে PHOTOSHINE কে মাত্র ৭৩.৯ মেগাবাইট। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন, পাসওয়ার্ড দিন pchelplinebd  পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ ফুল ভার্সন করার জন্য সিরিয়াল কী। ইন্সটল করুন আর উপভোগ করুন মনের আনন্দে। ইন্সটল করার পর ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন--------------
  p1
দেখে নিন এটি দিয়ে কি কি করা যায়------------- ১. এখানে আপনি যে কোন ছবিকে ফ্রেমে বন্দী সহ রিসাইজ এবং উজ্জ্বলতা কম বেশী কিংবা স্কেচ বা সাদা কালো করে নিতে পারেন। সাথে সাথে আপনি ছবি এডিটের কাজ শেষ হলে তা সেভ করার অপশন পাবেন। ২. এখানে আপনি আপনার পছন্দ মত ফ্র্বেম বেছে নিতে পারেন। ৩. ছবিকে কি করতে চাইছেন তা প্রিভিউতে দেখা যাবে। নিচে দুইটি এডিট করা ছবি দেখুন
ppp
pp
তাহলে বন্ধুরা উপভোগ করুন PHOTOSHINE কে এবং আনন্দে থাকুন।

  ধন্যবাদ সহ- মোঃ জাকির হোসেন ০৪.১২.২০১৩ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব স্বল্প ওজনের একটি দারুন সফট কম্পিউটারের জন্য। যে কোন কাজ করতে গিয়ে যদি দেখেন DLL ফাইল মিসিং এর কারনে আপনার কাজটি বাধাগ্রস্থ হচ্ছে তাহলে মেজাজ টা কেমন লাগবে আপনার? নিশ্চয় ভাল থাকার কথা নয়। তাই এর সহজ সমাধানের জন্য আপনাদের উপহার দিবো DLL-Files Fixer নামের খুব স্বল্প ওজনের ম্যাজিক সফটওয়্যার যার ওজন মাত্র ৫.১৫ মেগাবাইট। এটি দিয়ে আপনি আপনার কম্পিউটারের DLL মিসিং ফাইলকে মেরামত ও ফিক্স করে নিতে পারেন এবং সিস্টেম কে দিতে পারেন dll errors কারনে freezing, crashing or blue screen  এর হাত থেকে বাঁচার এক দারুন উপায়। এ শুধু DLL ফাইল মিসিং কে ঠিক করে তা নয়, কম্পিউটারকে ফুল স্ক্যান করে আরও এর সাথে সম্পর্কিত অন্যান্য ইরর ফাইলকে ফিক্স করে কম গতি সম্পন্ন কম্পিউটারকে দিতে পারে অসামান্য গতি। আর এই জন্য DLL- Files Fixer কে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন, পাস ওয়ার্ড দিন pchelplinebd পেয়ে যাবেন সেট আপ ফাইল সহ ক্র্যাক ফাইল। প্রথমে সেট আপ ফাইল দিয়ে পিসিতে ইন্সটল করুন এবং তারপর ক্র্যাক ফাইলে প্রবেশ করে তা কপি করুন ও C ড্রাইভ ওপেন করে প্রোগ্রাম ফাইলে প্রবেশ করুন এবং Dll-Files.com Fixer কে ওপেন করে তাতে ক্র্যাক ফাইলটি পেস্ট করলেই সফটটি ফুল ভার্সন হয়ে যাবে। এবার ডেস্কটপ আইকন থেকে Dll-Files Fixer কে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করুন। ওপেন করার সময় আপডেট চাইলে NO তে ক্লিক দিন। এবার নিচের চিত্রের মত পাবেন--------------
 d1
এখানে আপনি আপনার কম্পিউটারের রেজিস্ট্রি ড্যামেজের পরিমান দেখতে পারবেন ও রেজিস্ট্রি ফিক্স করার জন্য Start Scanning Now এ ক্লিক দিয়ে ইরর ফাইলকে ঠিক করে নিতে পারেন। Start Scanning Now এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন---------
 d2
এখানে কতটুকু স্ক্যান হলো ও কোন কোন ফাইল ইরর দেখাচ্ছে তা দেখা যাবে ও স্ক্যান শেষে নিচের চিত্রের মত পাবেন------------
d
এখানে আপনি Fixs Error এ ক্লিক দিয়ে ইরর ফাইল গুলিকে মেরামত করে নিতে পারেন। কাজ শেষে আপনার কাজ সম্পন্ন হয়েছে তা জানা যাবে।
এবারে DLL ফাইল মিসিং ঠিক করার কৌশল টি জেনে নিন। সফটের উপরের মেনু বারে Install DLL Files এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন--------------
 d3
যে DLL ফাইল মিসিং হয়েছে তা খালি বক্সে লিখুন এবং Search DLL- Files.com এ ক্লিক দিন। এই কাজটি করতে গেলে কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কিছুক্ষনের মধ্যে আপনি কাংখিত DLL ফাইলটির ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
রেজিস্ট্রি ব্যাক আপের জন্য মেনু বারে Backup Registry তে ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন--------
 d4
এখানে আপনি রেজিস্ট্রি ব্যাক আপ ও রি স্টোর করে নিতে পারেন।

তাহলে বন্ধুরা ছোট একটি সফট যদি এত মুল্যবান কাজ করতে পারে তাহলে হাতের কাছে কেন রাখবেন না এই DLL- Files Fixer কে। ব্যবহার করুন DLL- Files Fixer ও কম্পিউটারকে রাখুন ফ্রেস ও গতিময়তার মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.১১.২০১৩
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya