Blogroll


আজ আপনাদের সামনে হাজির হয়েছি দারুন এক ইউটিলাইটিস সফট নিয়ে যার নাম Genuine Registry Doctor  এটি আপনার কম্পিউটারের বিভিন্ন জাংক ফাইল সহ অপারেটিং সিস্টেমের ইরর ফাইলকে মেরামত করে কম্পিউটারকে করবে গতিময়। অনেক সময় বিভিন্ন কারনে অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইল গুলি ইরর হবার কারনে কম্পিউটারের গতি কমে যায় ও পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়, এর থেকে পরিত্রান পাবার দারুন সুযোগ এই ইউটাইলিটিস এ। আর এই জন্য আপনাকে যা করতে হবে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Genuine Registry Doctor 2.6.1.2 সফটিকে। মাত্র ৪.৭ মেগাবাইট।  তারপর রার ফাইল এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ এরপর আপনি সেটআপ ফাইল সহ ক্র্যাক ফাইল পাবেন। প্রথমে সেটআপ ফাইল দিয়ে সেটআপ দিন ও পরে ক্র্যাক ফাইলকে কপি করে C ড্রাইভে প্রোগ্রাম ফাইল ওপেন করে Genuine Registry Doctor এই ফাইল ওপেন করে তাতে পেস্ট করুন, ব্যাস Genuine Registry Doctor 2.6.1.2 সফটটি ফুল ভার্সন হয়ে যাবে। Genuine Registry Doctor 2.6.1.2 I
এবারে ডেস্কটপ আইকন থেকে Genuine Registry Doctor ওপেন করুন এবং স্ক্যান করুন কম্পিউটারকে। কিছুক্ষনের মধ্যে স্ক্যান করা শেষ হবে ও সমস্ত জাংক ফাইল দূর করে অপারেটিং সিস্টেমের ইরর ফাইল গুলিকে মেরামত করে কম্পিউটারকে করবে গতিময়।  

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি।  


ধন্যবাদ সহ- মোঃ জাকির হোসেন ০৭.০৮.২০১৩ 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya