Blogroll


বন্ধুরা আমরা অনেক সময় বেশ বিপত্তিতে পড়ে যাই ইমেজ কনভার্ট করা নিয়ে। এই জন্য ফটোশপের দ্বারস্থ হতে হয়। ফটোশপ ব্যবহারে যারা অভ্যস্ত নয় তাদের জন্য নিয়ে এলাম খুব কার্যকরী ছোট একটি সফট PearlMountain Image Converter মাত্র ৫.২৮ মেগাবাইট। এটা দিয়ে আপনি JPEG,BMP,PNG,PDF,TGA,TIFF,GIF,PSD,PCX ও ICO ইমেজে এবং উল্লেখিত ইমেজে প্রায় ২৫টির বেশী ফরম্যাটের ফাইলকে কনভার্ট করতে পারবেন শুধু কয়েকটি ক্লিকে। এই জন্য প্রথমে আপনাকে PearlMountain Image Converter কে ডাউনলোড করে নিতে হবে এবং রার ফাইল এক্সট্রাক্ট করে ইন্সটল করে নিতে হবে। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir ফাইলের ভিতরে পেয়ে যাবেন সিরিয়াল কী। তা দিয়ে PearlMountain Image Converter কে ফুল ভার্সন করে নিন। এবারে ডেস্কটপ আইকন থেকে PearlMountain Image Converter কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন--------

দেখে নিন কিভাবে কাজ করবেন---------
১. এখানে ক্লিক দিয়ে যে ফাইলকে কনভার্ট করতে চান তা ওপেন করুন।
২. এখানে আপনি কাস্টম ইমেজ কনভার্ট করার সুযোগ পাবেন।
৩. এখানে আপনি রিসাইজ, ক্রপ, ওয়াটারমার্ক, রিনেম ও বর্ডার দেয়ার অপশন পাবেন।
৪. যে ফরম্যাটে ইমেজ কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন।
৫. বেষ্ট কোয়ালিটি সিলেক্ট করুন।
৬. কনভার্ট করা ফাইল যেখানে রাখতে চান তা দেখিয়ে দিন।
৭. START এ ক্লিক দিয়ে কনভার্ট করে নিন।
ব্যাস কাজ শেষ, দেখুন কত সহজেই পছন্দের ইমেজে কনভার্ট করে নিতে পারলেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন। এই কামনা করছি।
PearlMountain Image Converter ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন------

সবাইকে জানাই ঈদ মোবারক।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৯.০৭.২০১৪
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



বন্ধুরা আজ আমি আপনাদের ছবিতে ওয়াটারমার্ক দেয়া যায় সেই রকম একটি সফট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সফটটির নাম Photo EXIF & Watermark Maker মাত্র ৬.৮ মেগাবাইট। এই জন্য প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে Photo EXIF & Watermark Maker কে এবং রার ফাইল এক্সট্রাক্ট করে ইন্সটল করে নিতে হবে। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir ক্র্যাক ফাইল কপি করে My Computer ওপেন করে Program Files ওপেন করে Photo EXIF Watermark Maker এ প্রবেশ করে পেস্ট করে দিতে হবে। ব্যাস সফটটিকে ফুল ভার্সন করার কাজ শেষ। এবারে ডেস্কটপ আইকন থেকে Photo EXIF & Watermark Maker কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন------------
 w1
কিভাবে কাজ করতে হবে তা দেখে নিন----------
১. এখানে আপনি যে ছবিতে ওয়াটারমার্ক দিতে চান তা সিলেক্ট করুন, ডান পাশে প্রিভিউ ইমেজ দেখার সুবিধা পাবেন। এখানে আপনি এক বা একাধিক ছবি সিলেক্ট করতে পারেন।
২. যে ফাইল সিলেক্ট করেছেন তা এখানে দেখা যাবে এবং যেটিতে ওয়াটারমার্ক দিবেন তাতে ক্লিক দিন।
৩. এখানে আপনি সব ছবি এক ক্লিকে সিলেক্ট করার অপশন পাবেন।
৪. এখানে আপনি ওয়াটারমার্ক, ইমেজ রিসাইজ, রিনেম ও ইমেজ অরিয়েন্টেশন পরিবর্তন করার সুযোগ পাবেন।
৫. ওয়াটারমার্ক লেখার জন্য এখানে Font সিলেক্ট করে নিতে হবে। বাংলায় লেখার জন্য সিয়াম রুপালী সিলেক্ট করতে হবে।
৬. ওয়াটারমার্ক কোন জায়গায় বসাবেন তা সিলেক্ট করুন।
৭. ওয়াটারমার্ক দেয়ার পর কোন জায়গায় ছবিটি সেভ করবেন তা সিলেক্ট করুন।
৮. Process এ ক্লিক দিয়ে Done করুন।

ব্যাস ওয়াটারমার্ক ছবিতে সংযুক্ত হয়ে গেল।
ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিন--------
download

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.০৭.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


সৌখিনতার বশে আমরা কত কিছুই না করি। এই সৌখিনতার বশেই যদি আপনার কম্পিউটারের ডেস্কটপ টাস্কবারের রঙে ভিন্নতা আনা যায় তবে কেমন হয়? খুব মজা হয়, তাইনা। তবে নিয়ে নিন ColorTaskbar নামের এই ছোট সফটওয়্যারটি। যার ওজন মাত্র ২১৬ কেবি। ডাউনলোড করে নিন এবং রার ফাইলকে এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir তারপর শুধু ColorTaskbar এ মাউজ দিয়ে ডাবল ক্লিক করুন, দেখুন দারুন মজা কিছুক্ষন পর পর টাস্কবারের রঙের পরিবর্তন হচ্ছে। ইন্সটলের কোন ঝামেলা নেই। আপনি ইচ্ছে করলে টাস্কবারের ColorTaskbar এর আইকনে রাইট ক্লিক দিয়ে একে Pause বা Exit করে দিতে পারেন ঠিক নিচের চিত্রের মত-
তাহলে বন্ধুরা উপভোগ ColorTaskbar এবং ভাল লাগলে  বন্ধুদের মাঝে বিতরণ করে দিন। ডাউনলোড করতে নিচের ইমেজে ক্লিক দিন।



আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন বিষয় বা সফট নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন

২০.০৭.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

বন্ধুরা অনেকেই উপরের শিরোনামের কাজটি করতে পারেন বা জানেন। যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে আজকের এই সামান্য টিপসটি আপনাদের সামনে তুলে ধরছি। অনেক বন্ধুদের কম্পিউটারের ডেস্কটপ আইকনের নিচে সেডো বা একটি ছায়া দেখতে পাওয়া যায়। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন, কিন্তু তা রিমুভ করতে পারেননি। যারা পারেননি তারা নিচের টিপসটি অনুসরন করেই সহজেই তা করে নিতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে Start মেনুতে ক্লিক দিতে হবে এবং Control Panel এ প্রবেশ করতে হবে। যারা অপারেটিং সিস্টেম এক্সপি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে Start Menu তে ক্লিক দিয়ে Settings গিয়ে Control Panel এ ক্লিক দিতে হবে এবং System এ ক্লিক দিয়ে Advanced এ ক্লিক দিতে হবে। তারপরের অপশন গুলি সব অপারেটিং সিস্টেমের জন্য একই পদ্ধতি। তাহলে দেখে নিন-------
এবারে Advanced system settings  এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন-------
এবারে Settings  Performance group এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন-----------
Custom সিলেক্ট করে এবারে Use drop shadows for icon labels on the desktop থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। ব্যাস কাজ শেষ। এখন দেখুন ডেস্কটপ আইকন থেকে নিচের ছায়াটি সরে গেছে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন টিপস বা সফট শেয়ারের মাধ্যমে। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন

১৭.০৭.২০১৪ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya