Blogroll


চার ছক্কা হৈ হৈ, বল উড়াইয়া গেল কৈ ............ এই তো কিছু দিন আগেও বাংলাদেশ সহ গোটা বিশ্ব মেতে ছিল ক্রিকেট উৎসবে। এই আয়োজন সফলভাবে পরিচালনা করে বাংলাদেশ। তারপর ভারতের আইপিএল এর উৎসব। যেখানে বসেছিল নানান দেশের ক্রিকেট তারকাদের নিয়ে আধুনিক ক্রিকেট উৎসব।  img51f80ddd073f7

  হা এইবার গোটা বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। বাংলাদেশও পিছিয়ে নেই, পিছিয়ে নেই এখানকার ফুটবল প্রেমী ক্রীড়ামোদীরা। এক একজন এক একদলের সমর্থনে তর্ক থেকে শুরু করে বাজি ধরতেও পিছপা হচ্ছেনা। কে পাবে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারন খেলা এখনও মাঠে গড়ায়নি। ৬৪টি খেলা হবে, তারপর জানা যাবে । ১২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবারের আয়োজক ফুটবল সম্রাট কিংবদন্তী প্লের দেশ ব্রাজিল। fifa_world_cup_2014_draw
   প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য সবাই মুখিয়ে আছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মানি আবার কেউবা ফ্রান্স। আপনি যেই দলের সমর্থক হোন না কেন, প্রিয় সেই দলটির কবে কবে খেলা, কার সাথে খেলা। দ্বিতীয় পর্ব সহ সকল পর্বে আপনার পছন্দের দলটির হিসাব-নিকাশ হাতের কাছে রাখা প্রয়োজন। তাই আপনাদের জন্য আমি একটি ফরম্যাট তৈরি করেছি, যাতে আপনি আপনার প্রিয় দলটির হিসাব-নিকাশ করে দেখে নিতে পারেন দলের অবস্থান কোথায় কোন পর্যায়ে রয়েছে। অনেকেই ফিফার অফিসিয়াল সাইট থেকে ইংরেজি ফরম্যাটে মাইক্রোসফট এক্স এলে এই ফরম্যাট পেয়ে থাকতে পারেন। আমি আপনাদের জন্য দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে অভ্র দিয়ে লেখা একটি ফরম্যাট। যা আপনি খুব সহজে খেলার শিডিউল সহ সমস্ত রেকর্ড রেখে দিতে পারেন। দেখুন আপনার পছন্দের দলটি ফাইনালে যেতে পারছে কিনা।
 world-cup-2014-1684  
 

বাংলায় অভ্র দিয়ে ফরম্যাট ডাউনলোড করতে এখানে ক্লিক দিন  


  ফিফার অফিসিয়াল সাইট থেকে প্রাপ্ত এক্সেলে পাবেন বিভিন্ন ভাষায় অনুবাদ যোগ্য(বাংলায় পাওয়া যাবেনা), যাতে আপনি দলের গোল সংখ্যা লেখলেই দলের পয়েন্ট যোগ হয়ে যাবে পয়েন্ট প্রাপ্তির তালিকায়। ডাউনলোড করতে এখানে ক্লিক দিন।  

  ধন্যবাদ সহ- মোঃ জাকির হোসেন ০৯.০৬.২০১৪ 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya