Blogroll

হরেক রকম Gadget আর মনিটর করুন কম্পিউটার।


 আজ আপনাদের জন্য নিয়ে এলাম SystemMonitorII.gadget নামের Gadget Gallery যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে বিভিন্ন তথ্য মনিটর করতে পারেন। যেমন- র‍্যাম ও সিপিইউ এর ব্যবহার এর সকল তথ্য এবং বিভিন্ন ধরনের Gadget ঘড়ি, ক্যালেন্ডার, মিডিয়া প্লেয়ার, রিসাইকেল বিন সহ ইত্যাদি।  এই জন্য আপনাকে যা করতে হবে SystemMonitorII.gadget নামের সফটটি ডাউনলোড করে নিন, মাত্র ৭০৬ কেবি  এবং Extract করে নিলেই SystemMonitorII.gadget নামের ফাইলটি পাবেন, এতে ডাবল ক্লিক করুন। নিচের চিত্রের মত পাবেন, তাতে Install এ ক্লিক করুন। 
 এবার নিচের চিত্রের মত পাবেন। আপনি এখানে যে Gadget টি ডেস্কটপে রাখতে চান, তাতে ডাবল ক্লিক করুন। দেখুন ডেস্কটপে সুন্দর ভাবে তা দেখা যাচ্ছে। আপনি এখানে যা যা দেখতে পাবেন তা তিনটি চিত্রের মাধ্যমে জানিয়ে দিচ্ছি।
চিত্র নং ১

 চিত্র নং ২

 চিত্র নং ৩
 এখানে আমি চিত্র নং ৩ এর System Monitor II সম্পর্কে কিছু বলছি। আপনি এতে ডাবল ক্লিক করলে ডেক্সটপ এ নিচের চিত্রের মত পাবেন। যা থেকে আপনি আপনার কম্পিউটারের র‍্যাম সহ সিপিইউ এর বেশ কিছু তথ্য জানতে পারবেন যা নিচের নিচের চিত্রের মত দেখাবে। 
 তাহলে ডাউনলোড করুন এবং উপভোগ করুন SystemMonitorII.gadget
এটি শুধু মাত্র উইন্ডোজ সেভেন ও ভিস্তায় চলায় উপযোগী।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৬.১২.২০১১
 আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

স্লাইড শো দেখুন গোটা পর্দা জুড়ে।


 আজ নিয়ে এলাম বিভিন্ন ছবির স্লাইড শো এর জন্য ছোট একটি সফট। যার নাম mycview মাত্র ২৪৪ কেবি। পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। ডাউনলোড করুন। রার ফাইলকে এক্সট্রাক্ট করলে পেয়ে যাবেন mycview.exe নামের ফাইলটি। এতে ডাবল ক্লিক করুন, একটি উইন্ডো চলে আসবে নিচের মত।
 আপনি এখানে যে সমস্ত ফরম্যাটের ইমেজ ফাইল স্লাইড শোতে দেখতে পাবেন তা হল JPEG, PNG, GIF, TIFF, BMP, DIB, RLE, PNM, EMF, WMF, ICO, CUR. এই গুলি।
এটি কিভাবে পরিচালনা করা যায় তা দেখে নেয়া যাক-
     First    image           : Home
       Last     image           : End
       Next     image           : PgDown, Left   click, Wheel down, Space, Enter
       Previous image           : PgUp  , Right  click, Wheel up
       Right rotation           : R
       Left  rotation           : L
       Context menu             : Ctrl-M, Middle click
       Show/hide mouse          : Ctrl-H
       Switch fullscreen        : F, F11
       Start/stop slideshow     : S, Pause
       Show/hide thumbnails     : T
       Show/hide this help      : F1
       Image informations       : F6, I
       Open new file            : Ctrl-O
       Select directory         : Ctrl-D
       Select background color  : Ctrl-B
       Display the image name   : Ctrl-T
       Change the seconds/image : Ctrl-S
       Delete current image     : [Shift]-Delete
       Exit                     : Q, Escape, Alt-F4
তাহলে বন্ধুরা নতুন ফাইল যোগ করুন এতে আর বসে বসে উপভোগ করুন।
এটি Win XP/2003/08/Vista/Windows7 এ চলার উপযোগী।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.১২.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


নিয়ে এলাম আপনাদের জন্য ছোট একটি সফট। যার নাম BatteryInfoView এটা দিয়ে আপনি আপনার ল্যাপটপ বা নেট বুকের ব্যাটারির সকল তথ্য যেমন- নাম, ম্যানুফেকচার নাম, সিরিয়াল নাম্বার, তৈরির তারিখ, ব্যাটারির ক্ষমতা, চার্জিং ও ডিসচার্জ রেট সহ অনেক কিছু দেখতে পাবেন। পোর্টেবল ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৩৩০ কেবি।  BatteryInfoView.exe তে ডাবল ক্লিক দিন, নিচের চিত্রের মত পাবেন।
 এখানে আপনি বাম পাশে বিভিন্ন মেনুতে ডাবল ক্লিক করলেই ব্যাটারি সম্পর্কে হালনাগাদ তথ্য পেয়ে যাবেন এবং BatteryInfoView.chm ফাইলটিতে ডাবল ক্লিক করলে এই সফট এর সম্পর্কে তথ্যাদি দেখতে পাবেন ও কিভাবে ব্যবহার করতে হয় জানতে পারবেন।
তাহলে দেরী না করে ডাউনলোড করুন এখান থেকে এবং উপভোগ করুন। এটি Win XP/2003/08/Vista/Windows7 এর জন্য প্রযোজ্য।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
২৪.১২.২০১১
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



আজ আমি একটি সুন্দর টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ কোন সফটওয়্যার নিয়ে আলোচনা করবোনা। আজকে জানবো কিভাবে আপনার অপারেটিং সিস্টেমে ডেস্কটপ এ Safely Remove Hardware সর্ট কার্ট আইকন তৈরি করে, তা থেকে USB/Memory Card সহ ইত্যাদি Safely Remove করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ডেস্কটপে মাউজ দিয়ে ডান ক্লিক করুন ও  New  সিলেক্ট করুন এবং  Shortcut অপশন সিলেক্ট করে নিন, তাহলে নিচের চিত্রের মত পাবেন। 
 
এবার আপনি নিচের চিত্রের মত আসলে ব্রাউজ এর ঘরে নিচের এই লেখাটি ঠিক কপি করে পেস্ট করে দিন এবং Next ক্লিক করুন।
RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll
 এবার নিচের চিত্রের মত এলে
আপনি শুন্য ঘরে Safety Remove USB লিখে Finish ক্লিক দিন। ব্যাস কাজ শেষ তৈরি হয়ে গেল Safety Remove USB র  ডেস্কটপ আইকন। এখন আপনি ঐ আইকনে ডাবল ক্লিক করলে Safely Remove করতে পারবেন USB/Memory Card সহ ইত্যাদি। এই পদ্ধতিটি Window 7/Vista and Window XP র জন্য প্রযোজ্য। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ধন্যবাদ সহ
মোঃ জাকির হোসেন
২৪.১২.২০১২ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আপনাদের জন্য নিয়ে এলাম আজ বহুল ব্যবহৃত CCleaner এর পোর্টেবল ভার্সন। যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের মিসিং রেজিস্ট্রি ফাইল কে স্ক্যান করে পুনরায় ফিক্স করতে পারেন। ইন্সটল এর কোন ঝামেলা নেই। ডাউনলোড করুন আর রার ফাইলকে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন CCleaner.exe নামের ফাইলটি।
আমরা সবাই জানি সি ক্লিনার শধু অপ্রয়োজনীয় ফাইলকে মুছে দিয়ে কম্পিউটারের গতিকে ধরে রাখে, এটা দিয়ে আর একটি দারুন কাজ করা যায়। যা আপনাদের জানাতে চাই। অনেক সময় বিভিন্ন কারণে অপারেটিং সিস্টেমের গুরত্ব পূর্ণ ফাইল মিসিং হয়ে গেলে কম্পিউটার নানা সমস্যা করে। এক্ষেত্রে আপনি Registry তে ক্লিক দিন তাহলে নিচের চিত্রের মত পাবেন 
 এবার আপনি Scan for Issues এ ক্লিক দিন। দেখুন কিছুক্ষন পরে মিসিং ফাইল গুলিকে দেখা যাবে এবং এবার Fix Selected Issuses এ ক্লিক দিয়ে Fix করে দিন। চলুন এবার দেখি কিভাবে অপ্রয়োজনীয় ফাইল গুলিকে মুছতে হবে। Cleaner এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি Windows ক্লিক দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরার, সিস্টেম ও এডভান্সের বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল যেমন- Temporary files, history, cookies, Autocomplete form history, index.dat. Recycle Bin, Recent Documents, Temporary files and Log files এ গুলিকে মুছে দিতে পারেন এবং Applications এ ক্লিক দিয়ে ফায়ার ফক্স, গোগল ক্রম, সাফারি, অপেরার Temporary files, history, cookies, download history, form history. মুছে দিয়ে পিসিকে ক্লিন করে দ্রুত করে নিতে পারেন।  এ জন্য আপনাকে যা করতে হবে, আপনি যে গুলি ক্লিন করতে চান তা সিলেক্ট করুন এবং Analyze এ ক্লিক দিন কিছুক্ষন পর সি ক্লিনার এর উইন্ডোতে অপ্রয়োজনীয় ফাইল গুলি দেখা যাবে এবং এবার Run Cleaner ক্লিক দিন। দেখুন সব পরিস্কার হয়ে গেছে। এভাবে মাঝে মাঝে পিসি কে ক্লিন করে পিসি কে দ্রুত গতির মানে বহাল রাখুন। 
ডাউনলোড লিংক পেতে এখানে ক্লিক দিন 
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৩.১২.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 

Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি সফটওয়্যার। হা বন্ধুরা সফটটির নাম Surprise Maker মাত্র ২.৬৩ মেগাবাইট। ডাউনলোড করে নিন। রার ফাইল এক্সট্রাক্ট করলে পেয়ে যাবেন সেটআপ ফাইল ও রেজিস্ট্রেশন এর জন্য কিগান, যা দিয়ে একে ফুল ভার্সন করে নিতে পারেন। হা আসল কথায় তো বলা হয়নি। কি করবেন এটা দিয়ে? হা বলছি। আপনি এটা দিয়ে আপনার ইন্টারনেট বন্ধুদের চমকে দিতে পারেন সারপ্রাইজ গিফট পাঠিয়ে। কিভাবে করবেন তা দেখে নিন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন। 
 আপনি এখান থেকে যে কোন একটি ছবি কে সিলেক্ট করে নিয়ে তাতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
 
আপনি এখানে যে কোন লেখা লিখে তা সিলেক্ট করে টিক চিহ্ন তে ক্লিক দিন।
এবার আপনি মূল উইন্ডো তে ফিরে যান। এখানে আপনি সাউন্ড ইফেক্ট দিতে পারেন। সবশেষে আপনার পছন্দ মত হয়ে গেলে আপনি এটাকে আপনার বন্ধুকে সরাসরি ই- মেইলের মাধ্যমে অথবা ডেস্কটপ বা জিপ ফাইল আকারে সেভ করে নিতে পারেন। এই জিপ ফাইল টি পরবর্তীতে যে কোন বন্ধুদের পাঠিয়ে দিতে পারেন। জিপ ফাইল এক্সট্রাক্ট করলে আপনি যে গিফট তৈরি করেছেন,তার Surprise.exe নামে ফাইল পাওয়া যাবে তাতে ডাবল ক্লিক করলে আপনি যা তৈরি করেছেন তা দেখা যাবে এবং অবাক হয়ে আপনার বন্ধু তা অবলোকন করবে। আমি যেটা করেছি সেটা নিচে দেখুন।
 
তো বন্ধুরা আপনি ট্রাই করে দেখুন আর উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.১২.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



ডান ক্লিক এ যোগ করুন বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অপশন। হা বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ছোট একটি সফট, যার দ্বারা আপনি আপনার কম্পিউটারের মাউজের রাইট ক্লিক অপশনে বিভিন্ন অপশন যোগ করতে পারেন। এই জন্য আপনাকে ডাউনলোড করে নিতে হবে Right Click Enhancer নামের ছোট সফটওয়্যার টি। মাত্র ২.৮০ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি বিভিন্ন মেনু পাবেন। তার মধ্যে একটি মেনু নিয়ে আমি বলছি- Right Click Tweaker এ ক্লিক করলে আপনি নিচের চিত্রের মত পাবেন।
 
এখানে আপনি উপরের নির্দেশিত বিভিন্ন অপশন রাইট ক্লিক এ যোগ করার জন্য টিক চিহ্ন দিন এবং Apply Tweakes ক্লিক দিন। দেখুন আপনার কম্পিউটারের মাউজে রাইট ক্লিক অপশনে এ সমস্ত প্রোগ্রাম যোগ হয়ে গেছে।
বন্ধুরা আমি তো শুধু একটি মেনু নিয়ে আলোচনা করলাম, এতে আরও রাইট ক্লিক এ যোগ দেয়ার বিভিন্ন অপশন আছে যেমন- My Computer Manager, Send To Manager, Right Click Editor, New Menu Editor সহ অন্যান্য। আর এ সমস্ত মেনু গুলির ব্যবহার জানার জন্য মূল উইন্ডো তে Help মেনুতে ক্লিক করলেই এর সকল ব্যবহার বিধি আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এটি দেখে এই সফট টির পুরোপুরি ব্যবহার শিখে নিন। এটি উইন্ডোজ এক্সপি,সেভেন ও ভিস্তায় চলায় উপযোগী।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৫.১২.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

দীর্ঘায়ু হোক ল্যাপটপের ব্যাটারি।


 যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare নামের দারুন এক সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবং সে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন। এজন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে BatteryCare মাত্র ১.২৯ মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকন এ BatteryCare এর আইকন এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

 এখানে আপনি Settings এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

আপনি এখানে Notifications, Power Plans Advanced এ বিভিন্ন অপশন পাবেন, তা ঠিক করে নিয়ে এই সফট টি ব্যবহার করতে পারেন। আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘজীবী হোক।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১১.১২.২০১১  

আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 


Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


যারা ঝটপট ছবিকে রিসাইজ ও ওয়াটার মার্ক দিতে চান, এবং খুব ছোট সফট ব্যবহার করতে চান। তাদের জন্য নিয়ে এলাম ইমেজ রিসাইজ করার ছোট একটি সফট easy-image-modifier মাত্র ৪৬৩ কেবি। হা বন্ধুরা পোর্টেবল ভার্সন। ইন্সটল করার কোন ঝামেলা নেই। ডাউনলোড করুন এবং EasyImageModifier.exe তে ডাবল ক্লিক করে ছবির কাজ শুরু করে দিন। তাহলে চলুন কিভাবে এটি দিয়ে কাজ করবেন টা দেখে নেয়া যাক। EasyImageModifier.exe তে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
 
  1. Load images ক্লিক দিয়ে যে ছবিকে রিসাইজ কিংবা ওয়াটার মার্ক দিতে চান তা সিলেক্ট করুন।
  2. Editing অপশনে ছবিকে Rotate/Flip, Resize Add watermark দিতে পারেন। একটি দারুন ব্যাপার আপনি বাংলায় ওয়াটার মার্ক দিতে পারেন।
  3. Saving অপশনে পাবেন ছবিকে বিভিন্ন ফরম্যাট যথা- JPG, PNG BMP ফরম্যাটে সেভ করে নিতে পারেন। Set destination এ ক্লিক দিয়ে রিসাইজ করা ছবি গুলি কোথায় রাখবেন, তা দেখিয়ে দিন।
  4. Load folder এ ক্লিক দিয়ে আপনি একটি গোটা ফোল্ডারের ছবিকে একসাথে রিসাইজ করে নিতে পারেন।
  5. সবশেষে Process এ ক্লিক দিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন, দেখুন আপনার চাহিদা মত ছবির কাজ সমাধা হয়ে গেছে। 
এডিট করার পর ছবি

তো বন্ধুরা এখান থেকে ডাউনলোড করে নিন এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.১২.২০১১  আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

বাহারি কারসারের থিম, সংগ্রহে রাখুন।


অনেকই আমরা কম্পিউটারে কারসার এর জন্য আলাদা থিম খুজে বেড়াই। যারা নিত্য নতুন কারসার থিম পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম দারুন এক সফট। যার নাম CursorFX মাত্র ১৪.২ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করে বেছে নিন কারসারের থিম। ইন্সটল করার পর আপনাকে যা করতে হবে তা দেখে নিন। স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম এ গেলে CursorFX দেখতে পাবেন তাতে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন। 
 My Coursors এ পাবেন নানা রকম থিম, আপনার যেটি ভাল লাগবে তাতে সিলেক্ট করে Apply করুন। দেখুন কারসার পয়েন্ট কেমন পরিবর্তন হয়ে গেছে নিমিষেই। উপভোগ করুন আর আনন্দে থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১.১১.২০১১ 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



আপনি কি কম্পিউটার এর বিভিন্ন বিষয়ে টিপস এবং হাল নাগাদ তথ্য জানতে চান, তবে আপনার ফেসবুকে প্রতিনিয়ত নিত্য নতুন টিপস আর তথ্যের সম্ভারে ভরপুর PC TIPS AND TRICKS এ লাইক দিন এখানে https://www.facebook.com/pctipsbd  গিয়ে। লাইক দিলেই আপনি পেয়ে যাবেন, কম্পিউটার, মোবাইল ও তথ্য প্রযুক্তির বিশাল এক ভাণ্ডার। যা এই ডিজিটাল যুগে আপনার কাজে দিবে, আর পেয়ে যাবেন অনেক অজানা তথ্য। তাহলে আর দেরী কেন, এখনই শুরু করে দিন লাইক দিতে।

এখানে ক্লিক দিয়ে সরাসরি লাইক দিতে পারেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.১১.২০১১
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি রিকভারি সফট। যার নাম Pandora Recovery সফটওয়্যার। আমাদের প্রতিদিন কাজের মাঝে ভুলের কারনে কম্পিউটার কিংবা মেমোরি/ পেনড্রাইভ থেকে অনেক প্রয়োজনীয় ডাটা ডিলেট হয়ে যায়, যা রিসাইকেল বিনে না থাকলে পড়ে যেতে হয় মহা বিপদে। এই বিপদ থেকে অনেকটা উদ্ধার করবে Pandora Recovery সফটওয়্যার। মাত্র ৩.২৭ মেগাবাইটের সফট। একেবারে ফ্রী। কোন সিরিয়াল বা ক্র্যাকের প্রয়োজন নেই।  এটি খুব দ্রুত আপনার ড্রাইভ, মেমোরি বা পেন ড্রাইভ কে স্ক্যান করে ফিরিয়ে দেবে হারানো ডাটা। কিভাবে এটি কাজ করে দেখে নেয়া যাক। ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে Pandora Recovery ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন।

 
এখানে রিসাইকেল বিনে কিছু না পেলে No, I did not find my files এ টিক চিহ্ন দিয়ে Next করুন। তাহলে নিচের চিত্রের মত পাবেন।

 এবার যে ড্রাইভ টি স্ক্যান করতে চান তা সিলেক্ট করে Next করুন। নিচের চিত্রের মত পাবেন।
 এবারে উপরের চিত্র অনুযায়ী সিলেক্ট করে Next করুন। আপনি যে ড্রাইভটির হারানো ফাইল ডাটা খুজছেন তা দেখা যাবে নিচের চিত্রের মত।

এবার আপনি যে ফাইল বা ডাটাটি রিকভার করতে চান তাতে সিলেক্ট করে রিকভার করুন অন্য কোথাও। রিকভার করার জন্য আপনাকে যা করতে হবে- আপনি যে ফাইলটি রিকভার করতে চান তা সিলেক্ট করলে মেনু বারে রিকভার করার অপশন আসবে তাতে ক্লিক করুন, দেখুন একটি নতুন উইন্ডো আসবে তাতে আপনি রিকভার করা ফাইলটি কোথায় রাখবেন তা সিলেক্ট করুন এবং Recover Now এ ক্লিক দিন কিছুক্ষনের মধ্যেই দেখবেন ফাইলটি রিকভার হয়ে গেছে। উপরোক্ত পদ্ধতি ছাড়াও আর একটি উপায়ে ফাইল রিকভার করার সিস্টেম আছে, চলুন সেটি দেখি। সবার উপরে যে চিত্রটি রয়েছে তাতে Exit Wizard ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।

এখানে আপনি Browse, Search Surface Scan অপশন পাবেন। Surface Scan অপশন এর বিশেষত্ব হচ্ছে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা ভাবে স্ক্যান করে রিকভার করতে পারেন। যেমন- ইমেজ,জিপ,অফিস ডকুমেন্ট,মিউজিক ও পিডিএফ ফাইল। প্রতিটি আলাদা ভাবে সিলেক্ট করে স্ক্যান করে রিকভার করতে পারেন।
রিকভার সফট নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি বেশী উচ্চাশা দিয়ে বলবো না। আমি শুধু এইটুকুই বলবো আপনার কম্পিউটারের ড্রাইভ, মেমোরি অথবা পেন ড্রাইভ থেকে ফাইল কোন কারনে মুছে গেলে এই সফট দিয়ে রিকভার করার চেষ্টা করুন কাংখিত ফলাফল পাওয়া যাবে। দেরী না করে প্রয়োজনীয় সফটওয়্যারের তালিকায় Pandora Recovery কে রাখুন এবং প্রয়োজনে একে ব্যবহার করুন।
ডাউনলোড লিংক- এখানে ক্লিক করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.১১.২০১১  
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya