Blogroll


বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ছোট একটি টিপস নিয়ে আলোচনা করার জন্য। কোন সফটওয়্যারের কথা আজকে আপনাদের বলবোনা। আমারা অনেকেই কম্পিউটারের USB পোর্ট কে হাইড বা গোপন করে রাখার জন্য সফট ওয়্যার ব্যবহার করে থাকি। ইতিপুর্বে আমি বিভিন্ন পোস্টে USB পোর্ট হাইড করে রাখার জন্য আপনাদের মাঝে সফট ওয়্যার নিয়ে লেখা লেখি করেছি। আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ এক্সপি তে USB পোর্ট কে নিরাপত্তা (হাইড) দেয়া যায়, যাতে করে আপনার পিসি থেকে কেউ কোন ডাটা চুরি করতে না পারে। তাহলে শুরু করা যাক-----------------

প্রথমে আপনি Start মেনু তে গিয়ে Runregedit লিখে Ok প্রেস করুন। এবার নিচের মেনু গুলিতে ধীরে ধীরে এগিয়ে যান------------------

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR

এবারে সিলেক্ট USBSTOR করুন দেখুন ডান পাশে একটি নিচের মত উইন্ডো এসেছে--

এবারে Start এর উপর ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত এলে------------------


DWORD value 4 থেকে 3 করে দিয়ে Ok করুন। পিসি রিস্ট্রাট করুন। দেখুন এবার আপনার পিসিতে USB পোর্ট দেখা যাচ্ছেনা এবং কেউ আর আপনার পিসি থেকে ডাটা চুরি করতে সক্ষম হবেনা।

আপনি আবার USB পোর্ট কে পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে DWORD value 4 করে দিন।

তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটি তা মন্তব্য করে অনুভুতিকে প্রকাশ করুন।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১৮.০৭.২০১২

Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আমরা অনেকেই কম্পিউটারে বিভিন্ন অপারেটিং সিস্টেমে অডিও বা ভিডিও উপভোগ করি Windows Media PlayerVLC Playerএ। কারো কাছে Windows Media Player ভাল লাগে, আবার কারো কাছে VLC Playerভাল লাগে। আজ আপনাদের সামনে এই দুইটি প্লেয়ারের যত কী বোর্ডের শর্টকার্ট উপস্থাপন করবো আপনাদের সুবিধার্থে।
প্রথমে নিন Windows Media Player এর যত শর্ট কার্ট কী------------------

1. ভিডিও প্লেব্যাক---------------
ALT+1 Adjust zoom to 50 percent
ALT+2 Adjust zoom to 100 percent
ALT+3 Adjust zoom to 200 percent
ALT+ENTER Display the video in full mode
2. মেনু বার ------------------
ALT+F Go to media player File Menu
ALT+T Go to media player Tools Menu
ALT+V Go to media player View Menu
ALT+P Go to media player Play Menu
ALT+F4 Use to close media player

3. ডিসপ্লে মুড----------------
CTRL+1 Display media player in full mode
CTRL+2 Display media player in skin mode
4. প্লেয়ার কন্ট্রোলস --------------------
ENTER or SPACEBAR Use to play an item
CTRL+B Use to play the previous item in media player
CTRL+F Use to play the next item in media player
CTRL+E Use to Eject CD or DVD from CD or DVD drive
CTRL+P Use to Play or Pause the item in media player
CTRL+T Use to Repeat the items in media player
CTRL+SHIFT+B Use to Rewind a file in media player
CTRL+SHIFT+F Use to Fast Forward a file in media player
CTRL+SHIFT+S Use to play items slower than a normal speed
CTRL+SHIFT+ G Use to play items faster than a normal speed
CTRL+SHIFT+ N Use to play items at normal speed in media player
F8 Use to mute the volume in media player
F9 Use to decrease the volume in media player
F10 Use to increase the volume in media player
এবারে নিন VLC Playerএর যত শর্ট কার্ট কী------------------- 

অডিও প্লেব্যাক------------
[M] : Mute On/Off

[Ctrl] + [Up arrow] : Turn Volume up

[Ctrl] + [Down arrow] : Turn Volume Down

[Ctrl] + [Up arrow] : Volume Up

[Ctrl] + [Down arrow] : Volume Down

[Ctrl] + [H] : Subtitle Delay Up

[Ctrl] + [J] : Subtitle Delay Down
সাধারণ শর্ট কার্ট কী-----------
[T] : Show time Played/time left

[Ctrl] + [Q] : Quit program

[F] : Full screen mode

[Ctrl] + [P] : Playlist

[Ctrl] + [M] : Messages

[Ctrl] + [I] : Stream and Media info

[Ctrl] + [A] : Open capture device

[Ctrl] + [W] : Streaming and Transport Wizard

[Ctrl] + [X] / [Ctrl] + [Q] : Exit

[Ctrl] + [V] : VLM control

[Ctrl] + [G] : Extended GUI

[Ctrl] + [B] : Bookmarks

[Ctrl] + [S] : Preferences

[F] : Fullscreen

[+] : Play faster

[-] : Play slower
ভিডিও প্লেব্যাক শর্ট কার্ট কী--------------
[Space] : Play/pause
[S] : Stop

[N] : Next entry in playlist

[F] : Full screen

[Ctrl] + [O] : Quick open file

[Ctrl] + [O] : Open directory

[Ctrl] + [D] : Open disk

[Ctrl] + [N] : Open network stream

[N] : Next item

[P] : Previous item

[Shift] + [Left Arrow] : Very Short Backwards jump

[Shift] + [Right Arrow] : Very Short Forward jump

[Alt] + [Left arrow] : Backwards jump

[Alt] + [Right arrow] : Forward jump

[Ctrl] + [Left arrow] : Medium backwards jump

[Ctrl] + [Right arrow] : Medium forward jump

[Alt] + [Ctrl] + [Left arrow] : Long backwards jump

[Alt] + [Ctrl] + [Right Arrow] : Long Forward jump

[Enter] : Active
ডিভিডি প্লেব্যাক-------------
[Ctrl] + [M] : Go to DVD menu

[Ctrl] + [P] : Selected previous DVD title

[Ctrl] + [F] : Selected next DVD title

[Ctrl] + [U] : Selected previous DVD chapter

[Ctrl] + [D] : Selected Next DVD Chapter
তাহলে বন্ধুরা, আশাকরছি এই শর্ট কার্ট কী গুলি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৬.০৭.২০১২








Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ছবির মান ঠিক রেখে কিভাবে ছবির ফাইলের সাইজ কমানো যায়? আজ হাতের কাছে সফট টি পেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। সফট টির নাম FILEminimizer Pictures মাত্র ৪.৮৫ মেগাবাইট। এটি ছবির মান কে ঠিক রেখে স্বয়ংক্রিয় ভাবে কম্প্রেস করে ফাইলের সাইজ কে কমিয়ে আনে। কি বিশ্বাস হচ্ছেনা? তাহলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন FILEminimizer Pictures কে তারপর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিলে পেয়ে যাবেন সেট আপ ফাইল। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন----------------------

এবার ধাপে ধাপে টিপস টি অনুসরন করুন।
  1. যে ছবি গুলিকে কম্প্রেস করতে চান তা সিলেক্ট করুন।
  2. কম্প্রেস করা ফাইল গুলি কোথায় রাখবেন তা দেখিয়ে দিন।
  3. কম্প্রেস করার জন্য Optimize Files এ ক্লিক করুন দেখুন স্বয়ংক্রিয় ভাবে ফাইলের সাইজকে কমিয়ে দিয়েছে।
  4. Custom Compression করতে চাইলে এখানে ক্লিক দিয়ে কত সাইজে করবেন তা সিলেক্ট করুন।
তাহলে বন্ধুরা উপভোগ করুন FILEminimizer Pictures কেরামতি। আপনাদের অনুভুতি প্রকাশ করুন মন্তব্য করে।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১৫.০৭.২০১২
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আপনাদের জন্য নিয়ে এসেছি আজ ফটোশপের বিকল্প Selteco Photo Lab 4 নামের সফটওয়্যার। মাত্র মেগাবাইট। সফট টি ছোট হলে কি হবে, ফটোশপের প্রায় সব অপশন গুলি এখানে পাবেন। যারা ছোট সফট ব্যবহার করতে আগ্রহী তারা ছবির কাজের জন্য Selteco Photo Lab 4 সফট টি ব্যবহার করতে পারেন। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করার পর আপনি সেট আপ ফাইল সহ সিরিয়াল কি পেয়ে যাবেন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করুন। নিচের চিত্রের মত পাবেন------------------------


এখানে আপনি নিচের ফিচার অনুযায়ী কাজ করে ছবিকে দিতে পারেন সুন্দর রূপ।

Enhance
Adjust brighness, contrast, levels, gamma, saturation, color temperature or remove red-eye effect


Create
Create backgrounds, buttons, collages and other artwork

Optimize
Large file graphics can ruin an otherwise great website, make sure your images are optimized for fast loading

Import
Acquire images from scanners, digital cameras, web or screen

Preprocess
Rotate, resize, crop images


Publish
Export in web industry formats: PNG, BMP, TIFF, GIF, JPEG, Photoshop PSD and WMF


তাহলে বন্ধুরা উপভোগ করুন Selteco Photo Lab 4 সফট টি এবং আপনাদের অনুভুতি প্রকাশ করুন কমেন্টের মাধ্যমে।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 
পিসি হেল্পলাইনে অনেকে প্রশ্ন করেন কিভাবে একটি PDF ফাইলকে JPG কিংবা অন্য ফরম্যাটে রুপান্তর করার কৌশল কি? এই প্রশ্নের উত্তর খুজতেই আজকের এই পোস্ট।। হা বন্ধুরা আপনারা যারা পিডিএফ ফাইল কে ছবিতে রুপান্তর করার জন্য ইচ্ছে পোষণ করছেন তখন আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র ২.২০ মেগাবাইটের একটি ছোট সফট যার নাম PDF To JPG মাত্র তিনটি ক্লিকেই আপনি পেয়ে যাবেন পিডিএফ ফাইল থেকে ছবি। তাহলে দেরী না করে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন PDF To JPG উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন কাংখিত সেট আপ ফাইল ও সিরিয়াল কি যা দিয়ে আপনি এই সফট কে করে নিতে পারেন ফুল ভার্সন। কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আপনি কিভাবে এটা দিয়ে কাজ করবেন----------------------

ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

এখানে আপনি PDF ফাইলকে পাঁচটি আকারে পরিবর্তন করতে পারেন যেমন- JPG, TIF, BMP, PNG, ও GIF ধরে নিলাম আপনি PDF TO JPG করতে চাইছেন। তাহলে ক্লিক দিন PDF To JPG তে তাহলে নিচের চিত্রের মত আসবে--------------------


এবারে ধাপে ধাপে টিপসটি অনুসরন করুন।
  1. এখানে আপনি যে PDF ফাইলকে কনভার্ট করতে চান, তা সিলেক্ট করুন।
  2. আউট পুট ফরম্যাট JPEG সিলেক্ট করা থাক।
  3. পরিবর্তিত ফাইল টি কোথায় রাখবেন তা নির্নয় করুন।
  4. Start Converting Now এ ক্লিক দিলেই পিডিএফ ফাইল থেকে ছবিতে রুপান্তর হয়ে যাবে।
তাহলে বন্ধুরা উপভোগ করুন ও আমাদের সাথেই থাকুন। আমি একটি ফাইল কে ছবিতে রুপান্তর করেছি তা দেখে নিন নিচের ছবি থেকে। 

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১৩.০৭.২০১২
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


অনেক পুরাতন টিপস। যারা নতুন তাদের জন্য আজকের এই টিপস। যারা ডেস্কটপ থেকে খুব তাড়াতাড়ি আইকন গুলি সরিয়ে ফেলতে চান তারা আমার এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ এই পদ্ধতি। প্রথমে আপনাকে ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউজের রাইট বাটন এ ক্লিক করে Arrange Icons By এ মাউজ রাখুন এবং নিচের চিত্রের মত আসলে Show Desktop Icons থেকে টিক চিহ্ন তুলে দিন ব্যাস কাজ শেষ। এবার দেখুন কোন আইকন ডেস্কটপে আর নেই।

 আপনি যদি আবার আইকন গুলি ফেরত আনতে চান একই পদ্ধতি অবলম্বন করে শুধু Show Desktop Icons এ টিক চিহ্ন দিয়ে দিবেন। তো বন্ধুরা পদ্ধতি টি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১৩.০৭.২০১২
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


হা বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি, সুন্দর একটি সফট নিয়ে। যা দিয়ে আপনি আপনার পছন্দ অনুসারে ছবি দিয়ে এ্যানিমেটেড স্ক্রিন সেভার তৈরি করে আপনার ডেক্সটপ কে দিতে পারেন ভিন্ন মাত্রার স্বাধ। সফটির নাম Animated Screensaver Maker মাত্র ১০.৮ মেগাবাইট। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করার পর ইন্সটল করুন। এক্সট্রাক্ট করার সময় পেয়ে যাবেন সিরিয়াল কি তা দিয়ে রেজিঃ করে নিন। তাহলে কিভাবে কাজ করবেন তা একবার দেখে নেয়া যাক। ইন্সটল করার পর ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন---------------------


১। আপনি এখানে প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারেন।

২। এখানে আপনি যে ছবিকে স্ক্রিন সেভারে রাখতে চান তা সিলেক্ট করুন।

৩। আপনি এখানে কোন ধরনের এ্যানিমেশন চান তা সিলেক্ট করুন।

৪। Create Sccrensaver এ ক্লিক দিয়ে আপনি স্ক্রিন সেভার হিসেবে আপনার মনোনীত ছবিকে ইন্সটল করে নিতে পারেন।

৫। এখানে আপনি এ্যানিমেশন কে বিভিন্ন রুপ দিতে পারেন।

তো বন্ধুরা সফট টি কাজে লাগিয়ে দেখুন কেমন লাগে। আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগছে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১২.০৭.২০১২



Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন মজার সফট ওয়্যার। যা দিয়ে আপনি যে কোন ছবিকে ফানি ছবিতে রুপান্তর করে ফেলতে পারেন নিমিষেই। সফট টির নাম Magic Mirror বিশ্বাস হচ্ছে না!!!!! একবার ডাউনলোড করেই দেখুন ছোট সফট এর কি দারুন কাজ। মাত্র ৩.৩৭ মেগাবাইট রেজিঃ নাম্বার সহ দেয়া আছে। যে কোন নাম বসিয়ে সিরিয়ালের জায়গায় সিরিয়াল টি বসিয়ে দিন। ব্যাস এবার ছবিকে ফানি করে তুলবার কাজে নেমে পড়ুন। আপনি আপনার যে কোন বন্ধুর সাথে ফান করতে চাইলে এই সফট টি ব্যাবহার করতে পারেন। চলুন দেখি এটা কি ভাবে কাজ করে তা দেখে নেয়া যাক। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইল উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিন। পেয়ে যাবেন সেট আপ ফাইল ও সাথে রেজিঃ করার সিরিয়াল ফাইল। ইন্সটল করে রেজিঃ করে নিন এবং নিচের চিত্রের মত কাজ শুরু করে দিন। আমি এখানে ওবামার ছবি দিয়ে টিউটেরিয়াল তৈরি করেছি। সফট এ ডিফল্ট হিসেবে বুশ কে পাবেন আপনারা। তাহলে দেখুন-----------


প্রথমে Open এ ক্লিক করে যে ছবিকে ফানি করবেন তা সিলেক্ট করুন। তারপর নিচের চিত্র টি দেখুন----------

 ১। এখান থেকে আপনি মুখের আকৃতি সম্পূর্ণ পরিবর্তন করে নিতে পারেন।

২। এখানে হাল্কা ভাবে নেড়ে চেড়ে ছবিকে পরিবর্তন করে নিতে পারেন

এবার আপনার ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করা হয়ে গেলে তা Apply বাটনে ক্লিক দিন এবং Save করে নিয়ে যাকে খুশি তাকে পাঠিয়ে দিয়ে ফান করুন দেখুন নিচের চিত্রে কেমন হয়েছে ওবামার ছবিটি-------------



( কেউ আপনার উপর রেগে গেলে আমি  দায়ী থাকবোনা। )
তো বন্ধুরা উপভোগ করুন Magic Mirror এর কারিশমা। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

০৬.০৭.২০১২
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


 আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের র‍্যাম কে পরিস্কার করে কম্পিউটারের গতিকে ঠিক রাখতে পারেন। সফট টির নাম WinCleaner Memory Optimizer এটি ইন্সটল করে ম্যানুয়ালি আপনি আপনার কম্পিউটারের মেমোরিকে অপ্টিমাইজ করে নিয়ে মিনিমাইজ অথবা ক্রস চিহ্ন তে ক্লিক করে রেখে দিতে পারেন। আবার পিসি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী একে ব্যবহার করতে পারেন। WinCleaner Memory Optimizer সফট টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন। মাত্র 925 KB ডাউনলোড করার পর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিয়ে WinCleaner Memory Optimizer পিসি তে ইন্সটল করে নিন। ইন্সটল করার পর ডেক্সটপ আইকন এ ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন।



এখানে আপনি আপনার লক্ষ মাত্রা ঠিক করে নিয়ে Optimize Ram এ ক্লিক দিন দেখুন নিচের চিত্রের মত র‍্যাম কে পরিস্কার করে দিয়েছে।



উল্লেখ্য আপনি এখানে আপনার কম্পিউটারের CPU Info জানতে পারবেন। এটি সব অপারেটিং সিস্টেমে চলার উপযোগী। তো বন্ধুরা দেরি না করে ব্যবহার করুন সম্পূর্ণ ফ্রি WinCleaner Memory Optimizer এবং উপভোগ করুন।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

০১.০৭.২০১২
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya