Blogroll


আজ একটি ছোট সফট ওয়্যারের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছোট হলেও অনেক জরুরী,আমরা যারা কম্পিউটার নিয়ে নাড়া চাড়া করি তাদের জন্যতো বটেই। কিছুদিন পূর্বে আমার একটি ফোল্ডার মুছে গিয়ে বড় বিপদে পড়েছিলাম, তখন এগিয়ে এলেন আমাকে সাহায্য করার জন্য আমার প্রিয় একজন অভি ভাই। তার পূর্বেই বিভিন্ন রিকভারি সফট দিয়ে ফোল্ডারটিকে ফেরত আনার চেষ্টা করি, ভাল ভাবে সফল হতে পারিনি। অভি ভাইয়ের পরামর্শ মত Recuva নামের সফট দিয়ে চেষ্টা করলাম এবং বেশ কিছু রিকভারি করা গেল কিন্তু সব পেলাম না। সর্বনাশ যা হবার তা আগেই হয়ে গেছে। এখন ভাবি ইশ সফটি যদি আর একটু আগে পেতাম তাহলে ফোল্ডারটি সম্পূর্ণ ফেরত পেতে পারতাম। আজ উল্লেখিত Recuva সফটি ভাল করে ঘাটাঘাটি করে যা দেখলাম, আশ্চর্য না হয়ে পারলাম না। হা বন্ধুরা এটা দিয়ে আপনার কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনা সম্ভব ও কম্পিউটার এর যে কোন ড্রাইভ এর ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য। আর দেরি কেন তবে, দেখি এটা কি ভাবে কাজ করে। প্রথমে আপনাকে Recuva সফটি(মাত্র ২.৩৩ MB) এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে লিংকটি http://www.piriform.com/recuva/download/standard ইন্সটল করার পর ডেস্কটপের Recuva আইকনে ক্লিক দিয়ে ওপেন করুন নিচের চিত্রের মত আসবে 
Next করুন।
Other সিলেক্ট করে Next করুন।
In a specific Location সিলেক্ট করে Browse করে কোন ফাইল, ফোল্ডার, হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ অথবা পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড এর ফাইল ফেরত পেতে চান তা  সিলেক্ট করুন, তারপর Next করুন (অবশ্যই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড সিলেক্ট করলে USB পোর্টে তা লাগানো থাকতে হবে)।
Enable Deep Scan সিলেক্ট করে Next করুন।
কিছুক্ষণের মধ্যে Scanning শুরু করবে। অপেক্ষা করুন।
Filename টিক দিয়ে Switch to advanced mode এ ক্লিক করুন।
যে ড্রাইভের ফোল্ডারটি আছে তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন।
উইন্ডোতে আপনার হারানো ফাইল গুলি দেখা যাবে। টিক দিন এবং Recover এ ক্লিক করুন।
 
এবার যে উইন্ডো আসবে তাতে আপনি রিকভার ফাইলটি একটি New folder এ সিলেক্ট করে OK করুন। এবার Yeas করুন কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি New folder এ চলে যাবে, কমপ্লিট হলে OK করুন।
ব্যাস আপনার হারানো ফাইল আপনি ফেরত পেয়ে যাবেন।  
screenshots দেখতে চাইলে এই লিংকে দেখুন http://www.piriform.com/recuva/screenshots
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
৩০.০৫.২০১১ আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

কয়েক মিনিটের মধ্যেই উইন্ডোজ ইন্সটল সম্পর্কে, এর আগে বিভিন্ন ব্লগে লেখা হয়েছে। আজ আমি নতুন করে এ সম্পর্কে আপনারা যারা, বিষয়টি সম্পর্কে মোটেও অবগত নন, তাদের জন্য লিখছি। নতুন যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের নানা কারণে প্রায় ঘন ঘন উইন্ডোজ ইন্সটল দিতে হয়, আর এ জন্য প্রচুর সময় ব্যয় করতে হয়, কেননা সাধারণত উইন্ডোজ নতুন ভাবে ইন্সটল দিলে, বিভিন্ন সফট ওয়্যার সহ উইন্ডোজকে আপনার মত করে সাজাতে প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। আর এ সময় বাঁচানোর জন্য Acronis true image home 2011 নামক সফট ওয়্যারটি কি ভাবে আপনার সময় বাঁচাবে সে সম্পর্কে অবহিত হওয়া যাক। প্রথমে আপনাকে এই লিংক থেকে http://www.mediafire.com/?bgv7ikcxt14v9zw#1 অথবা http://download.cnet.com/3001-2242_4-10168093.html?spi=28f04258854125e19d28abc9e1f76c74 Acronis true image home 2011 নামক সফট ওয়্যারটি ডাউনলোড করতে হবে, (মাত্র ১৫৯ মেগাবাইট সাইজ) এর সিরিয়াল নাম্বার পাবেন এই লিংকে http://www.mediafire.com/?4nr4ndt1bt1xw0w সম্পূর্ণ ডাউনলোড হবার পর আপনাকে যা করতে হবে। সফটি Extract করুন, সেটআপ ফাইল পাওয়া যাবে,এবার সেটআপ ফাইল টিতে ডাবল কিল্ক করে ইন্সটল করুন (নেট চালু থাকলে ভাল হয়) এবং সিরিয়াল নাম্বার যথাস্থানে দিয়ে Next করুন। ইন্সটল সম্পূর্ণ হলে, ডেস্কটপে আইকন আসবে এবং Acronis true image home 2011 আইকনটির উপর ডাবল ক্লিক করে Open করুন নিচের চিত্রের মত আসবে এবার তৈরী করুন Acronis true image home 2011 Bootable ISO Imge  File যা আপনি CD, Pendrive এ ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই উইন্ডোজ ইন্সটল করতে সক্ষম হবেন। 
Install Acronis True Image Home এ ক্লিক করুন। 
Go to main screen ক্লিক করুন। 
Tools Utilites ক্লিক করুন। 
 Rescue Media Builder এ ক্লিক করুন। 
Next করুন।
বাম পাসে টিক চিহ্ন দিন এবং Next করুন। 
Next করুন। 
 এখন সরাসরি CD তে রাইট করতে পারেন বা Removable Disk এ রাইট করতে পারেন অথবা ISO image তৈরি করতে পারেন। আমি যে টা সবচেয়ে ভাল মনে করি CD তে রাইট করা। আর যারা USB Removable Disk ব্যবহার করতে চান তারা Removable Disk এ রাইট করতে পারেন, তবে সবচেয়ে ভাল হয় CD তে রাইট করা। যেটাতে রাইট করবেন সিলেক্ট করে Next করুন। 
 আমি এখানে CD তে রাইট করার জন্য একটি New Folder এ সিলেক্ট করেছি, এবার Next করুন। 
 Proceed ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই তৈরি হয়ে যাবে কাংখিত ISO ইমেজ ফাইল।
এবার যেটি করতে হবে, এই ISO ইমেজ ফাইলটি CD তে রাইট করার জন্য এখান থেকে http://www.ntfs.com/iso_burner_free.htm অথবা http://www.mediafire.com/?cq3aqti3ke9c6ky Active ISO Burner নামের সফটটি ব্যবহার করুন।
এবার যে ভাবে Acronis true image home 2011 Botable CD বা USB Bootable Removable Disk ব্যবহার করে উইন্ডোজকে Back up & Recover করবেন তার নিয়ম গুলি সম্পর্কে জানুন। প্রথমে বুট ডিভাইস যান আপনি Acronis true image home 2011 Botable CD ব্যবহার করলে ফাস্ট বুট সিডি রুম সিলেক্ট করুন, যদি USB Bootable Removable Disk ব্যবহার করেন তাহলে USB সিলেক্ট করুন। সেভ করে এন্টার দিন, Acronis true image home 2011 Bootable কাজ শুরু করবে- 
এই উইন্ডো আসলে Acronis True Image Home select করুন।
এই উইন্ডো আসলে Back Up-My disks select করে Next করুন। 
এই উইন্ডো আসলে C Drive select করে Next করুন। 
এই উইন্ডো আসলে Back Up File টি কোন Drive এ রাখবেন select করে file টির নাম লিখুন এবং Next করুন। আবার নতুন উইন্ডো আসবে Proceed এ ক্লিক করুন।  
Back Up শুরু হবে শেষ হলে OK করুন। তৈরি হয়ে গেল Back Up file যা tib folder হিসেবে দেখা যাবে।
এবার Recover কি ভাবে করতে হয় দেখুন।
 আপনি যে ফাইলটি Back Up করেছেন Recover My disks select করে Next করুন
এই উইন্ডো আসলে আপনি যে ফাইলটি Back Up করেছেন select করে Next করুন।
Recover whole disks & partitions ক্লিক করে Next করুন।
 C Drive select করে Next করুন।
 এই উইন্ডো আসলে C Drive select করে accept করুন।
 Proceed এ ক্লিক করুন। এখন Recover হতে শুরু করবে, শেষ হলে OK করুন।
ব্যাস কয়েক মিনিটের মধ্যেই আপনার উইন্ডোজ ইন্সটল শেষ। হা আর একটি কথা, Back Up করার আগে আপনি আপনার উইন্ডোজে যা কিছু সম্ভব ইন্সটল করে নিতে ভুলবেন না। কারণ বারবার তাহলে যাবতীয় সফট ইন্সটল করতে হবে না। Acronis True Image Home 2011 সম্পর্কে আরও জানতে ভিজিট করুন এতে আরও অনেক অনেক কিছু আছে, যা আপনাদের কাজে আসবে   http://www.acronis.com/homecomputing/products/trueimage/index.html তাছাড়া Acronis True Image Home 2011 সেট আপ দিলে Start menu থেকে Programs এ গেলে Acronis True Image Home 2011 থেকে User Guide ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.০৫.২০১১     আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আপনারা যারা বিভিন্ন সময় ভিডিও এবং অডিও কনভার্ট করার সময় সফট ওয়ার নিয়ে দুশ্চিন্তাই পড়ে যান যে, কোন টা দিয়ে ভাল কনভার্ট বা মনের মত আউট পুট পাওয়া যাবে, তাদের দুশ্চিন্তা দুর করার জন্য Xilisoft Video Converter Ultimate 6.0.5.0624 Software + Serial Key(crack) নিয়ে শেয়ার করার জন্য, এই সফট ওয়্যার ব্যবহার করার জন্য বলবো । এতে আপনি যে কোন ভিডিও বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন যেমন- 3gp,avi,asf,hd,wmv,mp4 সহ মোবাইলের বিভিন্ন যেমন- ipod,iphone,black bery,mp3 ইত্যাদি এবং অডিও কে বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারবেন যেমন- aac,ac3,au ইত্যাদি সহ অনেক অপশন পাবেন। তাছাড়া ভিডিও কে text.animation,png সহ বিভিন্ন efect যেমন- সাদাকালো করতে পারবেন এবং ইচ্ছে করলে crop করে যতটুকু ভিডিও কে কনভার্ট করতে চান ঠিক ততটুকু করতে পারবেন। আর এই জন্য প্রথমে আপনাকে এই লিংক থেকে http://extratorrent.com/torrent_download/2257300/Xilisoft+Video+Converter+Ultimate+6.0.5.0624+Software+%2B+Serial+Key.torrent উল্লেখিত সফটটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে । তারপর আপনি যেটা কনভার্ট করতে চান তা add করুন select করে যা করতে চান , সেইভাবে কনভার্ট করুন। দেখুন ফলাফল কত সুন্দর হয়। হা অবশ্যই জিপ ফাইলটি ভাঙ্গলে সিরিয়াল key পাবেন Xilisoft Video Converter Ultimate 6 উপরের চিত্রের মত লোগোতে help menu তে রেজিস্ট্রেশন করতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৩.০৫.২০১১
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন 
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ছোট একটি সফট ওয়্যার দিয়ে আপনার যে কোন ওয়ার্ড ডকুমেন্ট সহ অন্যান্য ফাইলকে PDF ফাইল হিসেবে রুপান্তর করুন।এজন্য আপনাকে প্রথমে মাত্র 3.99 MB সফট ওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে,অবশ্যই আপনার পিসিতেPrinter setup থাকতে হবে।dopdf-7 নামের সফট টি এই লিংক থেকে ডাউনলোড করুন http://www.dopdf.com/quick-download.php এবং ইন্সটল করুন।
PDF ফাইলে রূপান্তরের জন্য যে ফাইলটিতে কাজ করবেন তা Open করুন এবং Print select করুন,উপরের চিত্রের মত আসবে এবং dopdf-7 select Then OK
তারপর Browse করে কোথায় ফাইলটি রাখবেন select Then OK,  কিছুক্ষনের মধ্যেই তৈরি হয়ে যাবে আপানার কাংখিত PDF ফাইল।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন 
১৮.০৫.২০১১ 

আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya