এখানে আপনাকে যা করতে হবে------------ ১. এখান থেকে যে ছবিকে এডিট করতে চান তা সিলেক্ট করুন। ২. এখানে আপনি Frames, Face fun ও Artistic নামে বিভিন্ন ইফেক্ট পাবেন যা ছবি এডিটের কাজে লাগাতে পারেন। ৩. এবার ইফেক্ট কাজে লাগানোর পর আপনি Output এ ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন-------------------
এবার আপনি Export এ ক্লিক দিন, নিচের চিত্রের মত পাবেন--------------
এখানে আপনি দুইটি অপশন পাবেন----------- ১. এখানে ক্লিক দিয়ে আপনি ব্রাউজ করে দেখিয়ে দিন এডিট করা ছবিটি কোথায় রাখবেন, খেয়াল করুন নিচের চিত্রের মত পাবেন।
ফাইলের নাম লিখে যে ফরম্যাটে ছবিকে নিতে চান তা সিলেক্ট করে দিয়ে Save করুন। ২. এবার আপনি Export এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন---------
এবার OK তে ক্লিক দিন ব্যাস ছবি এডিটের কাজ শেষ। পরিশেষে আপনি নিচের চিত্রের মত মোহনীয় ছবি পেয়ে যাবেন।
কেমন চটজলদি ছবি এডিট হয়ে গেল তাইনা বন্ধুরা। তাহলে বন্ধুরা উপভোগ করুন Funny Photo Maker এবং আনন্দে থাকুন।ধন্যবাদ সহ- মোঃ জাকির হোসেন ১১.০৩.২০১৩
Tags:
ফটোশপ














Leave a comment