Blogroll


অনেকেই নিজের পছন্দের ছবিকে পেন্সিল স্কেচ করে সংরক্ষন করেন। এখন আর অন লাইন বা অন্য কোন মাধ্যম নয় সরাসরি আপনার কম্পিউটারে তা সম্ভব।  তাদের জন্য আজ নিয়ে এলাম Photo To Pencil Sketch Converter নামের ছোট সফটওয়্যার। যা দিয়ে আপনি যে কোন ছবিকে পেন্সিল স্কেচে রুপান্তর করে নিতে পারেন, সেটা রঙ্গিন বা সাদা কালো যে কোন ফরম্যাটে সাজিয়ে নিতে পারেন মনের মত করে। এই জন্য আপনাকে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে Photo To Pencil Sketch Converter নামের ছোট সফট কে মাত্র ৩.১৮ মেগাবাইট। এরপর রার ফাইল কে এক্সট্রাক্ট করুন পেয়ে যাবেন Photo To Pencil Sketch Converter_setup নামের ফাইলটি। এবার ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করুন পেয়ে যাবেন নিচের চিত্রের মত উইন্ডো------------
এখানে আপনি উপরের মেন্যু থেকে File এ ক্লিক দিয়ে আপনি যে ছবিকে স্কেচ করতে চান তা সিলেক্ট করুন। এবারে নিচের চিত্রের মত Drawing Parameters নামে একটি উইন্ডো আসবে এবং দেখে নেয়া যাক কিভাবে আপনি স্কেচ করবেন আপনার পছন্দের ছবিটিকে------------
১. এখানে আপনি কি ধরনের স্কেচ ছবিটি চান তা সিলেক্ট করুন। ২. এখানে আপনি ছবিকে ইচ্ছে মত উজ্জ্বলতা কম বেশী স্কেচের পরিমান কম বেশী করে নিয়ে সাজিয়ে নিতে পারেন। ৩. এখান থেকে আপনি ছবিতে ফ্রেম ও টেক্সট যোগ করে নিতে পারেন। ৪. এখানে সব কিছু ঠিক মত হয়ে গেলে ক্লিক দিন। দেখুন প্রিভিউ তে ছবিটি স্কেচ হয়ে গেছে। এবারে আপনি ছবিকে সেভ করার জন্য মুল উইন্ডোর মেন্যুতে গিয়ে অথবা Ctrl+S চেপে ছবিকে পছন্দমত জায়গায় সেভ করে নিতে পারেন। আমি যে ছবিটি স্কেচ করেছি তা দেখে নিতে পারেন
 (মূল ছবি ) 
 ( স্কেচ করার পরের ছবি )
তাহলে বন্ধুরা উপভোগ করুন Photo To Pencil Sketch Converter এবং ভাল ও সুস্থ্য থাকুন।

ধন্যবাদ সহ-
  মোঃ জাকির হোসেন
  ১৫.১২.২০১২
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya