Blogroll

ছবিকে সুন্দর করতে HDR ইফেক্ট


বন্ধুরা ছবি আকর্ষণীয় করতে আপনাদের মাঝে অনেক সফটওয়্যার শেয়ার করেছি। আজ তেমনি আরও একটি সফট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যার নাম MediaChance Dynamic PHOTO HDR মাত্র ১৪ মেগাবাইটের এই সফট দিয়ে আপনি যে কোন ছবিতে দিতে পারেন HDR লুক সহ ছবিকে সুন্দর করার জন্য উজ্জ্বলতা কম বেশী, রিসাইজ সহ বিভিন্ন সম্পাদনার কাজ করার পর মোহনীয় আঙ্গিক। আর এই জন্য আপনাকে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে MediaChance Dynamic PHOTO HDR 5.2.0 কে। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন pchelplinebd পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ সিরিয়াল কী, যা দিয়ে আপনি সফট টিকে ফুল ভার্সন করে নিতে পারেন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে Dynamic-Photo HDR 5 তে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন-------------
h1এখানে বাম পাশের উপরের মেনু বারে যে ছবিকে HDR ইফেক্ট দিতে চান তা সিলেক্ট করে নিতে পারেন তা ছাড়া সমস্ত কাজ করার পর সেভ করার অপশন পাবেন এবং সাথে পাবেন এই সফট দিয়ে কিভাবে কাজ করতে হয় তার উপর এক টিউটেরিয়াল। আর ডান দিকের Create HDR file এ ক্লিক দিলে যে ছবিকে HDR ইফেক্ট দিতে চান তা সিলেক্টের জন্য নিচের উইন্ডোর মত পাবেন-----------
h2আমি এখানে ছবিকে সিলেক্ট করার জন্য Add Imges এ ক্লিক দিয়ে সব কিছু অটো রেখেছি। আপনি ইচ্ছে করলে লাল চিহ্নিত জায়গা গুলিতে ক্লিক দিয়ে ছবির মান দেখে এডজাস্ট করে নিতে পারেন। সব কিছু করার পর OK তে ক্লিক দিন নিচের উইন্ডোর মত পাবেন-------------
h3
JPEG ফরম্যাটে ভাল ছবি পেতে চিহ্নিত জায়গায় টিক দিয়ে OK করুন নিচের উইন্ডোর মত পাবেন---------------
h4এখানে আপনি সহজে ছবিকে আরও সুন্দর করার জন্য বেশ কিছু অপশন পাবেন, কি কি পাবেন তা দেখে নিন----------
১. এখানে কালার বা রঙে আনতে পারেন বৈচিত্র।
২. এখানে কালার ম্যাচিং সহ টিউন করে নিতে পারেন।
৩. এখানে ছবিকে রিসাইজ করে নিতে পারেন।
৪. এখানেও আপনি ছবিতে দিতে পারেন ইচ্ছে মত রঙের স্বাধ।
৫. সব কিছু শেষে Process & Save এ ক্লিক দিন। নিচের উইন্ডোর মত পাবেন---------
h55
এখানে JPG ফাইল হিসেবে যেখানে ছবিকে রাখতে চান সেই জায়গা সিলেক্ট করে Save এ ক্লিক দিন। দেখুন নিচের ছবির মত সুন্দর এক ছবি পেয়ে যাবেন।
IMG_3763_fhdrতাহলে বন্ধুরা উপভোগ করুন MediaChance Dynamic PHOTO HDR কে। ভাল লাগলে আপনি ব্যবহার করুন ও বন্ধুদের ব্যবহার করতে বলুন। আজ এই পর্যন্তই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৭.১২.২০১৩ 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya