Blogroll


আজ আপনাদের সামনে নিয়ে এলাম Bigasoft Total Video Converter নামের একটি বেশ দারুন এক ভিডিও কনভার্টার। মাত্র ১০.৪ মেগাবাইট।  যা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও ফাইলকে MP4, H.264, AVI, MP3, WMV, WMA, FLV, MKV, MPEG-1, MPEG-2, 3GP, 3GPP, VOB, DivX, MOV, RM, M4A, AAC, WAV, ইত্যাদিকে কনভার্ট করতে পারবেন নিমিষেই কোন ঝামেলা ছাড়াই। অন্যান্য কনভার্টারে যেমন কনভার্ট করতে গিয়ে আপনি কম্পিউটারে আর অন্য কাজ করতে পারেন না, বেশ ভারি ভারি মনে হয় এটাতে তা হবেনা আমি পরীক্ষা করেই তবে বলছি। এই ভিডিও কনভার্টারটি প্রায় সব পোর্টেবল ডিভাইসে কাজ করে যেমন- PSP, iPod, iPhone, iPad, PS3, Zune, Xbox, Creative Zen, BlackBerry, Mobile Phone, Android Phone, iRiver, Walkman, Pocket PC ইত্যাদিতে এবং যে সমস্ত কনভার্ট অপশন গুলি এতে পাবেন তা দেখে নিন- MPEG, TOD to MP4, AVI to MPEG, WMV to MPEG, WMV to AVI, MKV to AVI, and MKV to MPEG যা হবে মান সম্পন্ন। আর এই Bigasoft Total Video Converter পেতে হলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ তারপর একে কম্পিউটারে ইন্সটল করুন, ইন্সটল শেষে সিরিয়াল কী দিয়ে একে ফুল ভার্সন করে নিন। এরপর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক দিয়ে Bigasoft Total Video Converter কে ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মত পাবেন------------- b1তাহলে দেখে নেয়া যাক ক্রমানুসারে এটি দিয়ে কিভাবে কাজ করবেন--------------
  ১. যে অডিও ফাইলকে কনভার্ট করবেন তা সিলেক্ট করে নিন।
  ২. Trim অপশন দিয়ে আপনি কতটুকু জায়গা কনভার্ট করবেন তা সিলেক্ট করে নিতে পারেন।
  ৩. Crop দিয়ে আপনি যে অংশটুকু কেটে বাদ দিতে চান তা করে নিতে পারেন।
  ৪. Effect দিয়ে আপনি কনভার্ট করার জন্য বিভিন্ন ইফেক্ট যোগ করে নিতে পারেন।
  ৫. এখানে আপনি অডিও টিকে কিভাবে শুনতে চান অর্থাৎ কোন অপশনে তা সিলেক্ট করে নিতে পারেন।
  ৬. এখানে আপনি কোন কোন অপশনে ফাইলটিকে কনভার্ট করে নিতে চান, তা সিলেক্ট করে নিতে পারেন।
  ৭. কনভার্ট করা অংশ আপনি কোন ফাইলে রাখতে চান তা সিলেক্ট করে নিন।
  ৮. সবশেষে এখানে ক্লিক দিয়ে কনভার্ট করে নিন।  

  তাহলে বন্ধুরা উপভোগ করুন Bigasoft Total Video Converter কে এবং সবাই ভাল ও সুস্থ্য থাকুন।  

  ধন্যবাদ সহ- মোঃ জাকির হোসেন ১৫.১০.২০১৩ 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya