Blogroll


বাংলাদেশের প্রবাদ বাক্য, উপকারী গাছের ছাল থাকে না কথাটি ১০০ শত ভাগ সত্য। আপনি নিজেও লক্ষ্য করলে দেখবেন যে, বাংলাদেশের সকল প্রান্তে অর্জুন গাছ মানুষের  উপকারে এসে ছাল বিহীন অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেন এই বৃক্ষের এই অবস্থা সে সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করবো। অনেকেই তা জানেন। কিন্তু জানেন না প্রকৃত ভাবে এ গাছটি কোন উপকারে আসে। অর্জুন গাছ বাংলাদেশের চট্রগ্রাম সিলেটের বনাঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মে। আপনি নিজে ইচ্ছা করলে গাছটির চারা সংগ্রহ করে আপনার আঙ্গিনার উন্মুক্ত স্থানে লাগাতে পারেন। দোআঁশ মাটিতে এর ফলন ভাল হয়। 
 (অর্জুন গাছ) 


সংক্ষেপে এর পরিচিতি জেনে নিই আমরা -
প্রচলিত নাম- অর্জুন
ইউনানী নাম- লেসানুল ইনসান
আয়ুর্বেদিক নাম- অর্জুন
ইংরেজী নাম - Arjuna
বৈজ্ঞানিক নাম - Terminalia arjuna (Roxb.) W,& A
পরিবার - Combretaceae
গাছটি সাধারণত ২০-২৫ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এর পাতা দেখতে অনেকটা পেয়ারার পাতার মত। শীতকালে পাতা ঝরে যায় এবং বসন্তের আগমনে নতুন পাতা গজায়। 
(ফুল হলুদ বর্ণের ছোট মঞ্জুরিতে সজ্জিত) 
(ফল দেখতে ছোট কামরাঙ্গার মত) 

অর্জুন গাছের ছালে প্রচুর অ্যালকালডীয় ও গ্লাইকোসাইডীয় উপাদান, স্যাপোজেনিন, ফ্লাভোন, উদ্বায়ী তৈল ও জৈব এসিড বিদ্যমান।
বেশীরভাগ ক্ষেত্রে ঔষধি কাজে এর ছাল ব্যবহার করা হয়, তবে কোন কোন ক্ষেত্রে পাতা ও ফল ব্যবহার করা হয়।
বাংলাদেশের বিভিন্ন কবিরাজ ও আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর ছাল,পাতা ও ফল দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করে মানুষের জন্য।
গুনাগুন গুলো না বললেই নয়, হৃদপিণ্ডের শক্তিকারক, সংকোচন, প্রমেহ নিবারক, ক্ষতসারক, বলকারক তাছাড়া আমাশয়, উচ্চরক্তচাপ ও জ্বরে উপকারী।
বিশেষ গুন হল এর ছাল হৃদপিণ্ডের শক্তিকারক ও বলকারক। 

রোগ অনুযায়ী এর ব্যবহার বিধি - আপনাকে প্রথমে অর্জুন গাছের ছাল কেটে রোদে শুকিয়ে নিতে হবে এবং পরে এটিকে চূর্ণ করে নিতে হবে।
*হৃদপিণ্ডের শক্তি বৃদ্ধি ও সাধারন দুর্বলতায় অর্জুন গাছের ছাল চূর্ণ করে ৩-৪ গ্রাম প্রত্যহ ২বার ১গ্লাস দুধ সহ খেতে পারেন। উচ্চ রক্ত চাপ থাকলে সকালে খাওয়া ঠিক নয়।
*প্রমেহ ও ক্ষত নিরসনে অর্জুন গাছের ছাল আধা চূর্ণ করে ২০গ্রাম করে ২কাপ পানিতে ভিজিয়ে রেখে, পরবর্তীতে জ্বাল করে ১কাপ থাকতে নামিয়ে ছেকে নিয়ে নির্যাস টুকু দিনে ২বার খেলে উপকার পাবেন।
তো বন্ধুরা আপনারা জানতে পারলেন উপকারী গাছের ছাল থাকে না, কেন থাকে না তা বিশ্বাস হোল তো। আমাদের অজান্তে অর্জুন গাছ কিভাবে মানবজাতির উপকার করছে ভেবে দেখুন। আজ এই পর্যন্ত আশাকরছি এই লেখাটি পড়ে আপনাদের ভাল লাগবে, আমাদের দেশের আরও বিভিন্ন ঔষধি গাছ নিয়ে আরও লেখার প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৯.০৭.২০১১ 
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন 
 
 


Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ৬.০৭ এর ফুল ভার্সন সিরিয়াল ও ক্র্যাক ফাইল সহ। আর নিশ্চিন্তে ডাউনলোড করুন যত খুশি কোন বাধা আসবে না। হা বন্ধুরা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং ডাউনলোড শেষে ইন্সটল করবেন যেভাবে।

প্রথমে আপনার পিসিতে পুরানো IDM কে আনইন্সটল করুন।
এরপর ডাউনলোড করা জিপ ফাইলকে আনজিপ করলে ওখানে পাবেন setup_exe,install IDMan 6.07  কে ডাবল ক্লিক দিয়ে ইন্সটল করুন।
ট্রে আইকন IDM থেকে বাহির হন।
এবার কপি পেস্ট করুন crack file to installation dir C:\Program Files\Internet Download Manager,(overwrite original)
শর্টকাট আইকন থেকে IDMan রান করুন।
এবার যে কোনো নাম, ইমেইল, সিরিয়াল tex থেকে যে কোন সিরিয়াল লিখুন এবং রেজিস্টার করে OK প্রেস করুন।
এখন দেখা যাবে [ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার registered with a fake serial] প্রদর্শিত হচ্ছে এবার OK প্রেস করুন।
এবার নিশ্চিন্তে চালান IDM ও উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৬.০৭.২০১১
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 
আপনার কম্পিউটারে যদি উপরের চিত্রের মত Active Desktop Recovery এই রকম ম্যাসেজ দেখা দেয় এবং তখন আপনার সেট করা ডেস্কটপ ব্যাকগ্রএউন্ড পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়, ম্যাসেজে Restore My Active Desktop এখানে ক্লিক করেও কোন সমাধান না পাওয়া যায়, তবে আপনি Registry Editor এর ভেলু ডাটা পরিবর্তন করে এ সমস্যার সমাধান পেতে পারেন। এ জন্য আপনাকে যা করতে হবে। প্রথমে Start মেনুতে যান এবং Run এ লিখুন regedit এন্টার চাপুন তারপর এই নির্দেশনা অনুসারে এগিয়ে যান HKEY_CURRENT_USER\Software\Microsoft\ Internet Explorer\Desktop\SafeMode\Components এরপর নিচের চিত্রের মত আসবে


এবার আপনি DeskHtmlVersion  রাইট ক্লিক করুন Modify করার জন্য।
সিলেক্ট করুন Decimal বাটনে। ভেলু ডাটা 272 থাকলে পরিবর্তন করে ০ করে OK করুন।
এবার পিসি রিস্টার্ট করুন, দেখুন আপনার পিসির ডেস্কটপ পূর্বের মত হয়ে গেছে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৪.০৭.২০১১
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


আজ আপানাদের সামনে ছোট একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো। যা আপনি ব্যবহার করলে ফেসবুক ওপেন না করেই, আপনার ফেসবুকের বন্ধুদের সাথে নিশ্চিন্তে চ্যাট করে যেতে পারেন। এ জন্য আপনাকে মাত্র ৩.১৯ মেগাবাইটের Chit Chat For Facebook নামের সফটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হব আপনার কম্পিউটারে। ইন্সটল শেষে যথারীতি Chit Chat For Facebook এ সাইন ইন করুন ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। 



এখন দেখুন অনলাইনে থাকা আপনার বন্ধুদের



এবং চ্যাট করুন নিশ্চিন্তে।

 
আজ এ পর্যন্ত
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৬.০৭.২০১১ 
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


 
অনেক কারনে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ভাইরাস আক্রমণের ফলে কিংবা আপনার অজান্তে যে কেউ ভুল করে অপারেটিং সিস্টেমের কোন ফাইল ডিলেট করে দিলে, আপনি তখন নতুন করে উইন্ডোজ সেট আপ করার চিন্তা করবেন, আমরা নতুন করে উইন্ডোজ সেট আপ না দিয়ে তাকে রিপেয়ার করতে পারি। তাহলে আসুন দেখি কিভাবে এটা করা যায়, অনেকেই জানেন এই পদ্ধতিটি, যারা জানেন না তাদের জন্য এই লেখাটি উপহার হিসেবে দিলাম। আপনাকে প্রথমে মেরামত করার জন্য Windows XP Bootable CD দরকার হবে এবং বুট করার জন্য আপনি আপনার কম্পিউটারের Bios ঠিক করে নিন, ফার্স্ট বুট ডিভাইস সিডি রোম দেখান save করুন OK করুন কিছুক্ষনের মধ্যে নিচের মত একটি নীল পর্দা আসবে কোন কিছু না করে enter চাপুন





এবার Windows License agreement এর জন্য নিচের চিত্রের মত আসলে F8 চাপুন



এবার নিচের চিত্রের মত আসলে আপনার উইন্ডোজ রিপেয়ারের জন্য R চাপুন।


অপারেটিং সিস্টেমের মিসিং ফাইলগুলি রিকভারির জন্য আপনাকে প্রায় আধাঘন্টা অপেক্ষা করতে হবে, সম্পূর্ণ হবার পর আপনার Desktop এবং My Document data র কোন পরিবর্তন হবেনা, কিন্তু কিছু উইন্ডোজে পরিবর্তন হতে পারে, তবে এটি কোন সমস্যা নয়। এভাবে আপনি আপনার অপারেটিং সিস্টেমকে রিপেয়ার করে নিতে পারেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৪.০৭.২০১১ 
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Read more d
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Admaya