Blogroll




আজ একটা মজার সফটওয়্যার পেলাম, তাই শেয়ার না করে পারলাম না। আপনি যে কোন ছবিকে কার্টুন কিংবা ফানি ছবিতে পরিবর্তন করে নিতে পারেন ছোট একটি সফটওয়্যারের মাধ্যমে। প্রথমে আপনাকে এখান থেকে সফটটি ডাউনলোড করে নিতে হবে। দুটি ফাইল পাবেন। একটি cartoonmaker_setup.exe নামে অপরটি রেজিস্ট্রেশনের জন্য serial.txt। আপনাকে প্রথমে cartoonmaker_setup.exe ইন্সটল করে নিতে হবে, এরপর ইন্সটল শেষে Help মেনুতে ক্লিক করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। রেজিস্টার করতে serial.txt ফাইল থেকে প্রথম বক্সে প্রথম আইডি টি কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করুন ও ২য় বক্সে নিচের সিরিয়ালটি একি ভাবে কপি করে পেস্ট করুন,দেখুন সফটটি রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি যে ছবিটি ফানি কিংবা কার্টুন এর মত করতে চান তা  ওপেন করে নিন, ঠিক নিচের চিত্রের মত আসবে।
 পাশে থাকা টুল বার থেকে বিভিন্ন অপশন দেয়া আছে, নির্ধারণ করে কারসার দিয়ে ইচ্ছে মত এডিট করুন, এডিট শেষে নিচের চিত্রের মত পরিবর্তন দেখতে পাবেন
এবার ছবিটি সেভ করে নিন। কি বন্ধুরা ভাল লাগলো কি? ভাল লাগলে কমেন্ট করুন। ভাল থাকুন ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১২.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে দেখতে পাবেন।


 

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya