Blogroll


যারা খুব দ্রুত ছবিকে রিসাইজ করতে চান, তাদের জন্য নিয়ে এলাম পিকচার রিসাইজ জিনিয়াস নামের দারুণ এক সফটওয়্যার। যা দিয়ে আপনি ছবিকে ছোট কিংবা বড় করতে পারেন। এই সফট দিয়ে আপনি শধু ছবিকে ছোট বা বড়ই করতে পারবেন তা শুধু নয়। আমরা যারা বিভিন্ন ওয়েব সাইট বা ব্লগে লিখি তাদের জন্য এটি খুব দরকার বলেই আজ শেয়ার করতে এলাম। লেখার মাঝে আমরা টিউটেরিয়াল বা ছবি কিংবা ইমেজ শেয়ার করি। সেই ছবিতে আপনি ওয়াটার মার্ক হিসেবে ছবির উপর টেক্সট ইফেক্ট ও লোগো ব্যবহার করতে পারেন। কেননা দেখা গেছে, অনেক লেখা আপনি লিখেছেন বিভিন্ন সাইটে, কিন্তু আপনার অজান্তেই লেখাটি চুরি হয়ে যায়, ছবি সহ। আর যারা চুরি করে, তারা লেখা ও ছবি দুটোই চুরি করে। তাই বন্ধুরা আপনি যখন ছবি শেয়ার করবেন তখন খুব সহজে সে ছবিতে টেক্সট ইফেক্ট দিয়ে দিতে পারেন, আর চুরি করা সেই আপনার লেখাতে জ্বল জ্বল করে উঠবে আপনার দেয়া টেক্সট ইফেক্ট। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে এখান থেকে ডাউনলোড করে নিন Picture Resize Genius v2.9.4 নামের সফটটি মাত্র ৩.২৯ মেগাবাইট। ডাউনলোড করার পর rar ফাইলটিকে Extract করলে আপনি সেট আপ ফাইল সহ ক্র্যাক ফাইল পাবেন। ইন্সটল শেষে ক্র্যাক ফাইলটিকে কপি করে নিন এবং C ড্রাইভ এ ঢুকে প্রোগ্রাম ফাইলে যান এবং Picture Resize Genius v2.9.4 ফাইল ওপেন করে পেস্ট করুন, ইন্সটল পর্ব শেষ। এখন আপনি ডেস্কটপ থেকে Picture Resize আইকনে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন এবং কিভাবে কাজ করতে হয় তা একটু দেখে নিন

 প্রথমে আপনি যে ছবিকে রিসাইজ করতে চান তা Open Files এ ক্লিক করে সিলেক্ট  করুন। এরপর Resize Picture এ ক্লিক করে সাইজ বেছে নিন। Add Watermark বা টেক্সট ইফেক্ট দিতে চাইলে Add Watermark এ ক্লিক করুন। ইনপুট টেক্সট এ কি লিখতে চান তা লিখুন বা ইমেজ লোগো সিলেক্ট করেন। লেখার পজিশনটা কোথায় নিবেন তা Position থেকে সিলেক্ট করে নিন। ওখানে লেখাটি বিভিন্ন কালারে রূপ দিতে পারেন। এরপর আপনি Preview দেখে নিতে পারেন। সব কিছু মনের মত হলে Process এ ক্লিক করে আউটপুট ফরম্যাট কি নিতে চান সিলেক্ট করুন। এবার Destination Folder সিলেক্ট করে আবার Process এ ক্লিক করে Ok করুন। ব্যাস কাজ শেষ ছবির, দেখুন ছবি রিসাইজ সহ টেক্সট ইফেক্ট নিয়ে সুন্দর হয়ে আছে আপনার দেখিয়ে দেয়া ফাইলে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya