Blogroll


ফোল্ডার, ড্রাইভ বা ফাইলকে লক এবং হাইড করে রাখতে চান, তার জন্য নিয়া এলাম দারুন ছোট এবং নিরাপদ সফটওয়্যার। কোন কারনে ফাইল, ফোল্ডার কিংবা ড্রাইভ মুছে যাবার কোন ভয় নেই, পাসওয়ার্ড হারিয়ে গেলে নতুন করে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) সেটআপ দিলে তা পুনরায় দেখতে পাবেন। আমি দীর্ঘ দিন ধরে ব্যবহার করছি এই ফোল্ডার লক করার সফটটি Lock Folder XP 3.5 আপনিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন সিরিয়াল কি সহ আছে। মাত্র ১.৪৮  মেগাবাইট।  ডাউনলোড করার পর যা করতে হবে, rar ফাইলকে Extract করুন। করলেই পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ সিরিয়াল কি। ইন্সটল করুন সেটআপ ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে। ইন্সটল শেষে রিবুট অপশন আসলে রিবুট হতে দিন এবং ওপেন হলে Lock Folder XP 3.5 ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিয়ে তা ওপেন করুন এর পর Hide files, folders or disks সিলেক্ট করে Next করুন এবং I want hide a foder সিলেক্ট করে Next করুন ও Add to list থেকে যে Folder কে হাইড করতে চান তা সিলেক্ট করুন Next করুন Ok করুন। Help অপশনে রেজিস্ট্রেশন এ সিরিয়াল নাম্বার বসিয়ে দিন। ব্যাস কাজ শেষ। যদি আপনি আরও অন্য ফোল্ডার কে এর আওতায় নিতে চান তবে Lock Folder XP 3.5 ডেস্কটপ আইকনে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন
এখানে Protect ক্লিক করলে Drive, Folder ও File অপশন দেখতে পাবেন, আপনি নতুন ফাইল, ফোল্ডার বা ড্রাইভ লক বা হাইড করে নিতে পারেন। আবার যেটাকে এর আওতামুক্ত করতে চান তা সিলেক্ট করে Remove এ ক্লিক করলে তা আওতামুক্ত হয়ে যাবে। এখান থেকে হাইড করা ফোল্ডারকে Unlocked করে দিয়ে Folder এ ক্লিক করলে আপনি ঐ ফোল্ডারে সরাসরি চলে যেতে পারবেন। আবার কাজ শেষে Locked সিলেক্ট করে দিলে পুনরায় হাইড হয়ে যাবে। তো বন্ধুরা ব্যবহার করুন Lock Folder XP 3.5 এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২২.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya