Blogroll

আজ আপনাদের জন্য নিয়ে এলাম পোর্টেবল Portable Watermark Factory 2 নামের একটি সফটওয়্যার। যা দিয়ে আপনি ছবিতে ওয়াটারমার্ক সহ, ছবি রিসাইজ, ছবি মান সম্পন্ন করা সহ বিভিন্ন কাজ করতে পারেন। ডাউনলোড করুন এখান থেকে মাত্র ৬ মেগাবাইট। rar ফাইলকে Extract করলে পাবেন Watermark Factory 2 নামের exe ফাইল পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। তখন ফাইলটি ৩১ মেগাবাইটের উপরে দেখা যাবে। Watermark Factory 2 এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন, আসুন দেখে নেয়া যাক কিভাবে কাজ করতে হবে

প্রথমে Add files এ ক্লিক করে যে ছবিতে ওয়াটারমার্ক সহ বিভিন্ন কাজ করতে চান তা নির্ণয় করুন। Crop এ ক্লিক করে ছবিটি যতটুকু কাটতে চান কেটে OK করুন। Effects এ ক্লিক করে Style ও Mask ব্যবহার করতে পারেন করলে OK করুন। Options এ পাবেন ইমেজ রিসাইজ সহ ছবিকে সুন্দর করে নেবার সুযোগ।
Watermarks এ ক্লিক করলে পাবেন নিচের চিত্রের মত

এখানে Text settings এ আপনি যে টেক্সট তা লিখুন। Text effects এ লেখাটিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন ও Backgraound এ কালার নির্ধারণ করে নিতে পারেন। Position এ আপনি পাবেন টেক্সটটি ছবির কোন অংশে রাখতে চান তা করুন, Rotate এ লেখাটিকে বিভিন্ন ভাবে সাজাতে পারেন এবং OK করুন।
সবশেষে আপনার ছবির কাজ শেষ হলে ছবিটিকে সেভ করার জন্য Destination এ To folder এ সিলেক্ট করে দিন কোথায় রাখবেন এবং Generate এর এখানে আপনি যে ফরম্যাটে ছবিটি সেভ করতে চান তা সিলেক্ট করে ক্লিক দিন। ব্যাস কাজ শেষ। তো বন্ধুরা উপভোগ করুন। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এবং রিসাইজ,ওয়াটারমার্ক দেয়া ছবিটি দেখুন
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya