Blogroll


আপনার কম্পিউটারকে আরও গতিময় করুন ছোট একটি সফটওয়্যারের সাহায্যে।Spped It Up free 4.0 এই সফট টি আপনার কম্পিউটারের হারানো গতিকে ফিরিয়ে আনবে। আমরা প্রতিদিন কম্পিউটারে কত কি ব্যবহার করছি, প্রতিদিন ব্যবহারের ফলে হার্ড ডিস্কে অবাঞ্চিত কিছু ফাইল জমা হয়ে পরে এবং বেশ কিছু জায়গা দখল করে নিয়ে কম্পিউটারের গতিকে কমিয়ে দেয় ও কিছু ফাঁকা জায়গা তৈরি করে ফেলে, যার ফলে হার্ড ডিস্কের সাধারণ পারফরম্যান্সকে কমিয়ে দেয়। এর থেকে পরিত্রান পাবার সহজ উপায় Spped It Up free 4.0 সফট টি ব্যবহার করা। সফটওয়্যারটি আপনার কম্পিউটারের হার্ডডিস্ক কে খুব দ্রুত ডিফ্রাগ ও অপ্টিমাইজ করে, কম্পিউটারকে করবে দ্রুত। তো বন্ধুরা প্রথমে এখান থেকে ডাউনলোড করুন, মাত্র ১.৬৬ মেগাবাইট এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন অথবা টাস্কবার মেনু তে ক্লিক দিন। নিচের চিত্রের মত পাবেন।

এবার Spped It Up এ ক্লিক দিন এবং SppedUp Computer Now এ ক্লিক দিন মহুর্তে অপটিমাইজেশনের মাধ্যমে এর কাজ শেষ হবে এবং আপনি পাবেন গতি। এখানে আপনি আরও দেখতে পাবেন র‍্যাম এর ফ্রী স্পেস। এ কাজটি আপনি ঘন্টায় একবার করতে পারেন।  এর পর যা করতে হবে আপনাকে, Harddisk SppedUp এ ক্লিক দিন পাবেন নিচের চিত্র।

এবার আপনি HardDisk SppedUp এ ক্লিক দিন এবং C ড্রাইভ সিলেক্ট করে Sppedup HardDisk Now এ ক্লিক দিন। আমরা বেশীর ভাগ ক্ষেত্রে C ড্রাইভের যত্ন বেশী নিয়ে থাকি এক্ষেত্রেও আমরা তাই করবো। তবে আপনার হার্ড ডিস্কের সতেজ পারফরম্যান্সের জন্য সবগুলি ড্রাইভ ধীরে ধীরে এই সিস্টেমে অপ্টিমাইজ করে নেয়া ভাল। দেখুন বেশ কাজ হচ্ছে। আপনি মিনিমাইজ করে রেখে দিয়ে অন্য কাজে মনোনিবেশ করতে পারেন। ১০-১৫ মিনিট লাগতে পারে সম্পূর্ণ কাজটি শেষ হতে। এবার Internet CleanUp এ ক্লিক দিন নিচের চিত্র পাবেন।

আপনি এখান থেকে ইন্টারনেটের বেশ কিছু তথ্য মুছে ফেলতে পারেন যদি মনে করেন, যেমন- Typed URL in Browser, Windows Secret files, Internet Cache Files, Data, Intarnet History logs. যদি মুছে ফেলতে চান তবে সিলেক্ট করে Clean Selected Now এ ক্লিক দিন মুছে যাবে, আপনি যা চান। Check For Update এ ক্লিক দিয়ে মাঝে মাঝে সফট টি আপডেট করে নিন, অবশ্যই আপডেট করার পূর্বে ইন্টারনেট সংযোগ স্থাপন করে নিতে হবে। তো বন্ধুরা ব্যবহার করুন Spped It Up free 4.0 এবং স্বাচ্ছন্দে থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya