Blogroll


মুছে ফেলুন সব ইতিহাস, কম্পিউটারে আপনি যা যা ব্যবহার করেছেন। যেমন- Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History এর সকল ইতিহাস। এ জন্য আপনাকে যা করতে হবে ClearAll History নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে হবে। মাত্র ৪.৭৯ মেগাবাইট। rar ফাইল Extract করলেই পেয়ে যাবেন ClearAll History নামের সেটআপ ফাইলটি। ইন্সটল করুন, ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
এবার Tools এ ক্লিক করুন এবং আপনি যে ইতিহাসটি মুছে ফেলতে চান তাতে ক্লিক করুন। ধরুন আপনি মজিলা ফায়ার ফক্সের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে আপনি প্রথমে Mozila FireFox এ ক্লিক করে Clear Browsing History তে টিক চিহ্ন দিন এবং Apply করে CLEAR এ ক্লিক দিন ও কাজ শেষ হলে OK করুন। এইভাবে আপনি Internet Explorer,MSNExplorer, AOL Explorer, Maxthon, Mozila FireFox, Safari, Opera, Google Chrome, Windows History ও Application History উল্লেখিত সকল বিষয়ের ব্যবহার এর ইতিহাস মুছে ফেলতে পারেন। তখন আর কেউ খুজে পাবেনা আপনি আপনার কম্পিউটারে কি কি ব্যবহার করেছেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya