Blogroll


Fast Stone Image Viewer যা দিয়ে আপনি ইমেজ ব্রাউজার, কনভার্টার, এডিটর, সুন্দর ভাবে ছবি দেখার সুবিধা, ছবির লাল চোখের আপসারন, ইমেইলিং, রিসাইজ, সহ সঙ্গীতের সাথে ছবি দেখার সুবিধা ও JPEG ফরম্যাটের ছবিকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেভ করার বিভিন্ন উপায়, যেমন- JPEG, JPEG 2000, এ্যানিমেটেড  GIF, PNG, PCX, PSD, EPS, TIFF, WMF, ICO এবং TGA। Fast Stone Image Viewer ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড করুন মাত্র ৫.১১ মেগাবাইট। ডাউনলোড করার পর Fast Stone Image Viewer তে ডাবল ক্লিক করে তা একটি নতুন ফোল্ডারে দেখিয়ে দিন এবং সেই নতুন ফোল্ডারে পাবেন পোর্টেবল Fast Stone Image Viewer exe ফাইল, ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন। আপনি এখান থেকে ছবির বিভিন্ন কাজ করে নিতে পারেন। ইউজার গাইড এখান থেকে পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ইংরেজিতে
মজার ব্যাপার হল আপনি এখানে ভিডিও ছবিও সুন্দর ভাবে উপভোগ করতে পারেন এবং ভিডিও ছবি থেকে JPEG অথবা যে কোন ফরম্যাটে ছবি করে নিতে পারেন। এই সফটটির প্রধান বৈশিষ্ঠ একটু দেখে নিন-
  • অনেক জনপ্রিয় ইমেজ ফরম্যাটে সাপোর্ট করা।
  • গোটা পর্দা জুড়ে ছবি দেখা, জুম করে দেখা।
  • ক্রিস্টাল ক্লিয়ার কাস্টমাইজ করা।
  • ইমেজ কে এডিটিং করার জন্য রয়েছে বিভিন্ন টুলস, যেমন- রিসাইজ/রিসেম্পল, রটেট/ ফ্লিপ, ক্রপ, কালার পরিবর্তন সহ ইত্যাদি।
  • ১১ টি স্যাম্পল রিসাইজ।
  •  বিশেষ ব্যবস্থা যেমন- annotation, drop shadow, framing, bump map, sketch, oil painting, lens
  • ছবিতে Test ইফেক্ট দেয়ার ব্যবস্থা।
  • ১৫০ টিরও বেশী পরিবর্তনের সুব্যবস্থা সহ সঙ্গীত সহ স্লাইডশো সৃষ্টি (MP3, WMA, WAV ...)
এবং আরও অনেক কিছু। ব্যবহার করে দেখুন মজা পাবেন বেশ।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya