Blogroll


ছোট বেলায় খেলাধুলা করছিনিজের অথবা বন্ধুদের কোথাও কেটে গেলে দেখেছি বয়সে যারা বড় তারা দৌড়ে গিয়ে দুর্বা  ঘাস চিবিয়ে কেটে যাওয়া স্থানে লাগিয়ে দিলেই রক্তপাত বন্ধ হয়ে কয়েকদিনের মধ্যেই কেটে যাওয়া স্থান জোড়া লেগে যেত সেই দুর্বা  ঘাস এখনও বাংলার আনাচে কানাচে সর্বত্রই পাওয়া যায়
এটি একটি ঘাস জাতীয় উদ্ভিদসাধারণত দুর্বা ঘাস দীর্ঘকাল প্রতিকুল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখেমাঠে ময়দানে ঘরবাড়ীর আনাচে কানাচে আপনা আপনি এ ঘাস জন্মায়এর পাতা সরু, লম্বামসৃণ ও সবুজ বর্ণের হয়মাতির নিচে এর গুচ্ছ মূল থাকেদুর্বা ঘাস আলাদা ভাবে চাষের কোন প্রয়োজন হয় না

দুর্বা ঘাসের পরিচিতি-
প্রচলিত নাম- দুর্বা ঘাস
ইউনানী নাম- দুর্বা / দুব
আয়ুর্বেদিক নাম-দুব
ইংরেজী নাম- Bermuda grass, Dove grass.
বৈজ্ঞানিক নাম- Cynodon dactylon Pers.
পরিবার- Poaceae (Gramineae)
দুর্বা ঘাসে যে সমস্ত রাসায়নিক উপাদান আছে- টারপিনয়েড যৌগ যেমন অরুনডেইন, লুপিনোন ইত্যাদি বিদ্যমানএছাড়া দু্রবা ঘাসে প্রোটিন কার্বোহাইড্রেট ও বেশ কিছু অর্গানিক এসিড পাওয়া যায়

দুর্বা ঘাস সাধারণত রক্তক্ষরন, কেটে যাওয়া বা আঘাত জনিত রক্তপাত, অতিরিক্ত ঋতুস্রাব, বমন, চুল পড়া, চর্ম রোগ, দন্তরোগ ও আমাশয়ে কার্যকরী
রোগ অনুযায়ী এর ব্যবহার পদ্ধতি-
  • কেটে যাওয়া বা আঘাত জনিত রক্তক্ষরনে দুর্বা ঘাস সামান্য পানি মিশিয়ে পিষে কাটা স্থানে বেধে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়কাটা স্থান দ্রুত জোড়া লাগে এবং শুকিয়ে যায়তবে এ ক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশী উপকার পাওয়া যায়
  • চুল পড়া রোগের জন্য  একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জ্বাল করে ফেনা দুর করে নিতে হবেতারপর দুর্বার ঘাসের টাটকা রস ২০০ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জ্বাল দিয়ে চুলা হতে নামিয়ে ছেঁকে টা সংরক্ষণ করতে হবেপ্রতিদিন গোসলের ১ ঘন্টা আগে ঐ তেল চুলে মাখতে হবে নিয়মিত২-৩ মাস প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে
  • বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ ১ চা চামচ চিনি সহকারে ১ ঘন্টা পর পর খেতে হবে, বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে
  • অধিক ঋতুস্রাব রোগের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ প্রতিদিন মধু সহ ৩-৪ বার খেতে হবেএভাবে ১০-১৫ দিন খেলে উপকার পাওয়া যাবে
  • আমাশয় রোগের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস ৪-৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার খেতে হবেএভাবে ১০-১৫ দিন খেলে আমাশয় ভাল হয়ে যাবে
তো বন্ধুরা দেখলেন তো আমাদের আনাচে কানাচে জন্ম নেয়া দুর্বা ঘাসের কত ঔষধি গুণাবলীপ্রয়োজনে এর ব্যবহার করতে পারেনআজ এই পর্যন্তঅন্য কোন দিন বাংলাদেশে পাওয়া যায় এমন কোন উদ্ভিদ নিয়ে আপনাদের সামনে হাজির হব তার বিভিন্ন গুনাগুন নিয়ে, ততদিন আপনারা সকলে ভাল থাকুন ও সুস্থ্য থাকুনসকলকে ধন্যবাদভাল লাগলে মন্তব্য করতে কার্পণ্য করবেন না
-মোঃ জাকির হোসেন
১৫.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya