Blogroll


আপনি আপনার লেখাকে 3D অথবা Gif এ্যানিমেশনে রুপান্তর করতে চান? নিয়ে এলাম আপনাদের জন্য Insofta 3D Text Commander নামের দারুন একটি সফটওয়্যার। কোন ইন্সটলের ঝামেলা নেই, পোর্টেবল, মাত্র ১২.১২ মেগাবাইট। এখান থেকে ডাউনলোড করে নিয়ে Extract করুন Insofta 3D Text Commander.exe ডাবল ক্লিক করে কাজ শুরু করে দিন। খুব সহজ দেখে নিন কিভাবে করতে হবে। 

১. আপনি প্রথমে ইংরেজীতে এখানে লিখুন।
২. কালার সিলেক্ট করুন।
৩. ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।
৪. 3D করতে চাইলে এখানে ক্লিক করুন এবং GIF বাটনে ক্লিক করে ব্রাউজ করে কোথায় রাখবেন দেখিয়ে দিন, save করে নিন।
৫. save animation এ ক্লিক করলে একটি বক্স আসবে আপনি যেভাবে এ্যানিমেশন করাতে চান এডিট করে GIF সিলেক্ট করে ব্রাউজ করে কোথায় save করবেন দেখিয়ে দিন এবং সেভ বাটনে ক্লিক করলে কাজ শুরু হবে। যতক্ষণ কাজ শেষ না হচ্ছে কোন কিছু না করে বসে থাকুন, বেশী না অল্প সময় নিবে। Render Project নামের বক্সটির কাজ শেষ হলে দেখুন এ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আপনি Gif ফাইলটি প্রিভিউ দেখলে বুঝতে পারবেন। 
3D
 GIF এ্যানিমেশন
বন্ধুরা এতে লেখাটিকে আরও সুন্দর ভাবে এ্যানিমেশন করতে পাবেন ইমেজ সিলেকশন, ক্যামেরা পজিশন, লাইট, সেডো ও রিফ্লেকশন। আপনি ইচ্ছে মত এর ব্যবহার করে সুন্দর সুন্দর 3D লেখা ও Gif এ্যানিমেশন তৈরি করে নিতে পারেন avi ফাইলও করা যায়। দেখুন ব্যবহার করে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৮.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

2 Responses to this post

  1. aalimkpb on December 30, 2011 at 10:57 PM

    অনেক অনেক ধন্যবাদ।

  2. mume06 on January 10, 2012 at 12:06 PM

    Not working in my pc (windows 7,64-bit)
    Comes message- 'Crash in RelaunchUsingCreateProcess'

Leave a comment

Admaya