Blogroll

Auto Photo Editor 3.5 দিয়ে ছবিকে সুন্দর করে নিন


 আপনার ছবিটিকে আরও সুন্দর করে তোলার জন্য, যদি ফটোশপের বিকল্প একটি ছোট সফটওয়্যার দিয়ে তা করা যায়, তাহলে কেন এটিকে ব্যবহার করবেন না। হা বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম Auto Photo Editor 3.5 নামের ছোট একটি সফটওয়্যার মাত্র 1.43 MB যা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি একটি rar ফাইল পাবেন, এটাকে Extract করলেই পেয়ে যাবেন Auto Photo Editor 3.5setup.exe সেট আপ ফাইল। ইন্সটল করুন ও ইন্সটল শেষে Serial-Auto photo Editor3.5.txt থেকে সিরিয়াল কি ব্যবহার করে এটিকে ফুল ভার্সন করে নিন। ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে Auto Photo Editor ওপেন করুন এবং নিচের চিত্রের মত আসলে, ছবিকে যে ভাবে এডিট করবেন তা ধাপে ধাপে অনুসরণ করুন 
 
১. Add Image থেকে যে ছবি এডিট করবেন তা সিলেক্ট করুন।
২. ডাবল ক্লিক করুন।                                             
৩. Original Image দেখতে পাবেন।
৪. Filters Applied দেখতে পাবেন।
৫. Filter List এ টিক চিহ্ন দিন, দেখুন Filters Applied ছবির মান পরিবর্তন হচ্ছে। এভাবে যতটুকু প্রয়োজন এডিট করে নিন।
৬. Process Files এ ক্লিক করে JPG ফরম্যাট সিলেক্ট করে Folder অপশন এ ক্লিক করে কোথায় ছবিটিকে রাখাবেন তা দেখিয়ে দিন এবং Process Now ক্লিক করলেই ছবিটি আপডেট হয়ে Save হয়ে যাবে।
তো বন্ধুরা মজা করে উপভোগ করুন Auto Photo Editor 3.5 এর কাজ। আর আনন্দে থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন।
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya