Blogroll

 এ পর্যন্ত অনেক এন্টিভাইরাস এখানে শেয়ার করা হয়েছে, এক এক জনার পছন্দ এক এক রকম। আমি পছন্দ করি সাইমেনটেক নরটন এন্টিভাইরাস 10.1.0.238 আমার কাছে এটাকে যথেষ্ট নিরাপদ ও ভাল মনে হয়। যদিও পিসিকে একটু ভারী করে, তবে এর অটো প্রটেক্ট এবং ভাইরাসকে চিহ্নিত করতে দেখেছি দারুন। তাই আপনাদের মাঝে আজ শেয়ার করতে এলাম। এটি ৩২ বিটে ব্যবহার করা যাবে। প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করে নিন rar ফাইলটি। মাত্র 46.5 MB তারপর যথারীতি Extract করলে আরও একটি Setup.rar ফাইল পাবেন। এটাকেও Extract করুন, এবার পেয়ে যাবেন কাংখিত সেট আপ ফাইল। সেট আপ ফাইল ওপেন করলে পাবেন SETUP.EXE ফাইল। তাতে ডাবল ক্লিক করলেই, সেট আপ শুরু হবে। সেট আপের সময় কি কি করতে হবে চলুন চিত্র সহ দেখে নেই। ধাপে ধাপে তা দেখে নিয়ে ইন্সটল করি।

 Next ক্লিক করুন।

 I accept...... এ ক্লিক দিয়ে Next

 Client Install সিলেক্ট করে Next করুন

 Complete সিলেক্ট করে Next করুন

 Unmanged সিলেক্ট করে Next করুন

 Run LiveUpdate থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next করুন। এবার সেট আপ নিতে শুরু করবে। সেট আপ শেষ হলে, পিসি রিস্টার্ট দিন। এবার আপনি আপনার ইন্টারনেট সংযোগ চালু করে সাইমেনটেক এন্টিভাইরাস কে আপডেট করে নিন। কি ভাবে করবেন তা দেখে নেয়া যাক। আপনার ডেস্কটপের ডান দিকে নিচে সাইমেনটেকের আইকন পাবেন, তাতে রাইট ক্লিক করে Open Symantec Antivirus এ বাম ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে।

এবার LiveUpdate ক্লিক করুন তার পর Next করুন। আপডেট শুরু হবে এবং যত ক্ষন আপডেট হতে সময় লাগবে তা আপডেট হতে দিন এবং আপডেট শেষ হলে Next করে OK করুন। তারপর পিসি রিস্টার্ট দিয়ে কম্পিউটার ফুল স্ক্যান করে নিন। এভাবে মাঝে মাঝে আপডেট করে নিয়ে আপনি আজীবন সাইমেনটেক এন্টিভাইরাসটি ব্যবহার করতে পারেন।আপনার কম্পিউটারকে রাখুন নিরাপদ।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

2 Responses to this post

  1. mume06 on January 5, 2012 at 9:21 PM

    Zakir Bhai,
    Eta ki windows7 64-bit e kaj korbe?

  2. Zakir Hossain on January 6, 2012 at 12:23 PM

    na 64 bit e kaj korbe na. jodi win 7 32 bit hoy tahole kaj korbe. THANKS

Leave a comment

Admaya