Blogroll


 বন্ধুরা কেমন আছেন ? নিশ্চয় ভাল। ইংরেজী নতুন বছর এসে গেল 2012 আমাদের জীবন থেকে একটি বছর বিদায় নিয়ে, আর একটি বছর আমাদের সামনে। নতুন বছর সবার আনন্দে সফলতায় পরিপূর্ণ হউক কামনা করছি। আজ এই নতুন বছরের আগমনে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ও সম্পূর্ণ ফ্রী একটি সফটওয়্যার, যার নাম System Ninja মাত্র ১.৯১ মেগাবাইট। এটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের জাঙ্ক ফাইল, মেলওয়্যার,স্পাইওয়্যার রিমুভ সহ অবাঞ্চিত ফাইল গুলি স্ক্যান করে ক্লিন করে কম্পিউটারের হারানো গতি ফিরিয়ে আনতে পারেন এবং এখানে আরও পাবেন আপনার অপারেটিং সিস্টেম এর বর্ণনা, প্রসেসর এর বর্ণনা ও বায়সের কনফিগার সহ ইত্যাদি। এই জন্য System Ninja কে এখান থেকে ডাউনলোড করে নিন। ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেক্সটপ আইকনে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি পাবেন Junk Scannaer. এখানে ক্লিক করলেই আপনি Scan Drive এ ক্লিক দিয়ে C ড্রাইভ সিলেক্ট করে দিন এবং Continue এ ক্লিক দিন। কিছুক্ষনের মধ্যেই স্ক্যান করা শেষ হলে Delete Everything এ ক্লিক দিয়ে সব ক্লিন করে ফেলুন। দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে বেশ গতিময় হয়ে উঠেছে। এখানে আপনি আরও পাবেন Startup Manager, Process Manager , System Analysis Utilities আমি এখানে System Analysis সম্পর্কে কিছু বলতে চাই। System Analysis এ ক্লিক দিলে আপনি নিচের চিত্রের মত পাবেন, দেখুন এখানে কি কি আছে?
 এখানে আপনি আপনার অপারেটিং সিস্টেম এর যাবতীয় তথ্য, প্রসেসর এর যাবতীয় ও বায়সের সব কনফিগার দেখে নিতে পারেন। তো বন্ধুরা কি নতুন বছরে নতুন কিছু কি দিতে পারলাম? হা আমি জানি আপনাদের সফট টি ব্যবহার করে ভাল লাগবে। তাহলে উপভোগ করুন।
এটি Win7/Vista/XP চলায় উপযোগী।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.০১.২০১২ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya