Blogroll

 আজ একটি ছোট সফট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সফটটির নাম System Explorer মাত্র ১.৮৬ মেগাবাইট। এই ছোট সফ্টওয়্যার দিয়ে অনেক দরকারী টুল যার সাহায্য আপনি আপনার সিস্টেমের অধীনের অনেক কিছুকে নিয়ন্ত্রন করতে পারেন। যেমন- ইন্সটল করা ফাইলকে আনইন্সটল করা সহ  সিস্টেম এক্সপ্লোরার দিয়ে আপনি ডাটাবেস এ অবাঞ্ছিত প্রসেস বা threats কে নির্ণয় করা, এছাড়াও দ্রুত ফাইল কে খুজে বের করার এক্সেস পাবেন।
এর সকল বৈশিষ্ট সমুহঃ

·  Detailed information about Tasks, Processes, Modules,

·  Startups, IE Addons, Uninstallers, Windows, Services,

·  Drivers, Connections and Opened Files.

·  Easy check of suspicious files via VirusTotal, Jotti

·  service or our File Database.

·  Easy monitoring of processes activities and System changes.

·  Usage graphs of important System resources.

·  Tray Hint with detailed System andBatterystatus

· WMIBrowser and System Additional Info

·  Multilanguage Support

এখান থকে ডাউনলোড করুন  সম্পূর্ণ ফ্রী এবং ইন্সটল করার পর ডেক্সটপ আইকনে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন এবং টাস্কবারেও আইকন আসবে যা আপনি একে নিয়ন্ত্রন করতে পারবেন তাহলে দেখে নেয়া যাক চিত্রটি
 এখানে আপনি Security Scan করে চেক করে নিতে পারেন।
Menu তে ক্লিক করলে এখানে আপনি উপরের অপশন গুলি দেখতে পাবেন। এখান থেকে আপনি সাটডাউন সহ System Utilites এ ডিস্ক ডিফারগামেন্ট সহ বিভিন্ন অপশন এ কাজ গুলি সহজে করে নিতে পারেন।
Menu অপশনের দান দিকে Tasks এ ক্লিক দিলে উপরের চিত্রের মত পাবেন। এখান থেকে বিভিন্ন অপশন যেমন- Modules, Connections, Windows, autoruns সহ অনেক অপশন পাবেন আপনার অপারেটিং সিস্টেমে  কোন কোন ড্রাইভার, ইউজার, নেটওয়ার্কিং এর তথ্য সহ কোন কিছুকে আন ইন্সটল করতে চাইলে Uninstallers এ ক্লিক করে যে টি আন ইন্সটল করতে চান তার উপর ক্লিক করে রাইট বাটন এ ক্লিক দিয়ে আন ইন্সটল করে নিতে পারেন।
Processes এ ক্লিক দিলে আপনার সিস্টেমে কোন কোন সফট/ফাইল ইন্সটল করা আছে তা এক নজরে দেখে নিতে পারেন। আবার কোন ফাইল কে হুমকি মনে হলে, ফাইলের উপর রাইট ক্লিক করে ফাইল চেক করে নিতে পারেন।
 Performance এ ক্লিক করে আপনি দেখে নিতে পারেন সিপিইউ, র‍্যাম এর পারফরম্যান্স।
 
 History তে ক্লিক দিয়ে রাইট বাটন দ্বারা সব ক্লিয়ার করে নিতে পারেন।
টাস্কবার আইকনের উপর মাউজ রাখলে আপনি এই চিত্রটি দেখতে পাবেন এবং আপনি কতক্ষন ধরে কম্পিউটার ইউজ করছেন তা জানা যাবে।
বন্ধুরা একটি ছোট সফট এ যদি এত কিছু থাকে তাহলে কেন এটাকে ব্যবহার করবোনা।
এটি Win7/Vista/XP তে চলার উপযোগী।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১০.০১.২০১২
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya