Blogroll



আজ একটি ফানি ট্রিক্স আপনাদের উপহার দিবো। অনেকে ডেক্সটপ ও অন্যান্য নিয়ে ফানি ট্রিক্স এই ব্লগে আপনাদের উপহার দিয়েছেন। আমি আজ আপনাদের দিবো কীবোর্ড এর লিড লাইটের ডিস্কো নাচের টিপস। হা বেশ মজা পাবেন এবং বন্ধুদের কে টিপসটি শেয়ার করে দিতে পারেন। এই জন্য আপনাকে যা যা করতে হবে নিচে দেখে নিন।
১. প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করে notepad ওপেন করুন এবং new->text document নিন। ঠিক নিচের চিত্রের মত। 
 ২. এবার নিচের কোড টুকু হুবহু কপি করে notepad এ পেস্ট করুন।
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop

৩. এবারে ফাইলটিকে সেভ করুন এই নামে disco.vbs
৪. এবারে ফাইলটিতে ডাবল ক্লিক করলেই দেখতে পাবেন কীবোর্ডের লাইট ডিস্কো নাচ শুরু করে দিয়েছে।
৫. কিভাবে এই নাচকে থামাবেন তা দেখে নেয়া যাক। টাস্কবারে ক্লিক দিয়ে task manager এ ক্লিক করুন ঠিক নিচের চিত্রের মত।
 ৬. এবারে wscript.exe সিলেক্ট করে  End Process এ ক্লিক করলেই নাচ থেমে যাবে। নিচের চিত্রটি দেখুন।
 তো বন্ধুরা কেমন লাগলো? নিশ্চয় ভাল। আপনাদের ভাল লাগলে আমারও ভাল লাগবে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৬.০১.২০১২ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya