Blogroll



অনেকে পিসি হেল্পলাইন গ্রুপে কম্পিউটার দ্রুত সাট ডাউন না হওয়ার সমস্যা গুলি লিখেন, আজ তাদের জন্য নিয়ে এলাম একটি ছোট টিপস। রেজিস্ট্রি এডিটর করে কিভাবে XP অপারেটিং সিস্টেমকে দ্রুত সাট ডাউন করা যায়, তা দেখে নেয়া যাক।

প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে লিখুন Regedit বং OK  করুন। 
এবার
১. 'HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\' এখানে যান,
সিলেক্ট করুন 'WaitToKillAppTimeout'
রাইট ক্লিক করে Modify' ক্লিক দিয়ে value কে পরিবর্তন করে 1000 লিখে OK  করুন।

২. HungAppTimeout সিলেক্ট করুন রাইট ক্লিক করে Modify' ক্লিক দিয়value কে পরিবর্তন করে 1000 লিখে OK  করুন।

৩. 'HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop' এখানে যান
সিলেক্ট করুন 'WaitToKillAppTimeout'
রাইট ক্লিক করে Modify' ক্লিক দিয়ে value কে পরিবর্তন করে 1000 লিখে OK  করুন।

৪. 'HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\' এখানে যান
সিলেক্ট করুন 'WaitToKillServiceTimeout'
রাইট ক্লিক করে Modify' ক্লিক দিয়ে value কে পরিবর্তন করে 1000 লিখে OK  করুন।

বন্ধুরা যারা দ্রুত কম্পিউটার সাট ডাউন না হওয়া নিয়ে দুঃশ্চিন্তায় আছেন তারা উপরের এই টিপস টি অনুসরন করতে পারেন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১১.০১.২০১২ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে দেখতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya