১০০% রিকভারি করে ছবি, মুভি ও সাউন্ড কে ফিরে পেতে পারেন পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল গুলি।
এখানে আপনি ইউ এস বি পোর্টে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে Next এ ক্লিক করুন এবং নিচের চিত্রটি দেখুন---------------
এখানে আপনি Drive Letter সিলেক্ট করুন, Camera Brand and File Type এ টিক চিহ্ন দিন যা আপনি রিকভার করতে চান যেমন---------- Photos, Movies & Sound এ। আপনি রিকভার করা ফাইল গুলি যেখানে রাখতে চান তা Destination Folder এ Browse করে দেখিয়ে দিন এবং Next এ ক্লিক করুন। এবার নিচের চিত্রের মত দেখতে পাবেন------------
আপনি এখানে কত টুকু জায়গা কে স্ক্যান করতে চান তা দেখিয়ে দিতে পারেন। এবার OK করুন Next এ ক্লিক করুন। এবার নিচের চিত্রের মত পাবেন--------------------
ঠিক উপরের চিত্রের মত স্ক্যান করবে। স্ক্যান শেষ হলে Next এ ক্লিক করুন, নিচের চিত্রের মত আসবে-----------
এখানে OK করুন ও Next এ ক্লিক করুন এবার নিচের চিত্রের মত পাবেন---------------
এখানে আপনার মেমোরি অথবা পেন ড্রাইভ স্ক্যান শেষে রিকভার করা ফাইল গুলি সেভ হবে আপনার দেখিয়ে দেয়া ফোল্ডারে। এবার আপনি অনায়াসে হারিয়ে যাওয়া ফাইল গুলি কে ফেরত নিয়ে নিন।
কি বন্ধুরা কেমন লাগলো এই সফট কে? আমি তো মনে করি আপনাদের বেশ কাজে লাগবে। তাহলে আজ এই পর্যন্ত।ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.০৮.২০১২














Leave a comment