Blogroll


আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফটোশপের কাজের জন্য খুব সহজ একটি সফট যা দিয়ে আপনি ফটোশপের অনেক গুলি কাজ করে নিতে পারেন নিমিষেই। ছবিতে অবাঞ্চিত দাগ, চোখের লাল দাগ সহ বিভিন্ন দাগ, মুখের গড়ন ঠিক করে নেয়া, শরীর মোটা পাতলা করা সহ অনেক অনেক কাজ। এই জন্য আপনাকে যা করতে হবে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Beauty Guide 1.5 Portable কে। পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৪.৫০ মেগাবাইট। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ শুধু ডাবল ক্লিক করুন Beauty Guide 1.5 Portable ফাইলে তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন------------- এবং দেখে নিতে পারেন এই সফট দিয়ে আপনি কিভাবে কাজ করবেন তার টিউটেরিয়াল টি। কি কি কাজ করতে ও দেখতে পাবেন তার বিবরন নিচে দেয়া হল------------ 1.Tool Size 2.Tool Color 3. Eye Color 4. Undo Brush 5. Powder 6. Eye Pencil + Eye Shadow 7. Lipstick + Rough 8. Delete Of Mole 9. Anti- Wrinkle 10. Bleaching Of  Teeth 11. Eyebrows and Piersing 12. Reduce Of Swelling 13. Face Plastic 14. Body Plastic 15. Emphasis on the Eyes 16. Legend   যদি আপনি কোন ছবিকে এডিট করতে চান তাহলে উপরের চিত্র টি আসলে তা ক্রস চিহ্ন তে ক্লিক দিয়ে বাদ দিন এবং নিচের উইন্ডো তে ছবিকে ওপেন করুন দেখে নিন কি কি  আছে-------------  ১. এখানে আপনি যে ছবি এডিট করবেন তা ওপেন করে নিতে পারেন, ছবি এডিট এর পর তা সেভ করে নিতে পারেন পছন্দ মত স্থানে। ২. এখানে আপনি ছবি এডিট এর জন্য ছবিকে ছোট বড় করে নিতে পারেন এবং এডিটের পর আপনার মুল ছবি ও এডিটের পরের ছবির মধ্যে পার্থক্য দেখে নিতে পারেন। ৩. এখানে ছবিকে বিভিন্ন এঙ্গেলে বসিয়ে নিতে পারেন ও ছবির কন্ট্রাস্ট ও উজ্জ্বলতা কম বেশী করে নিতে পারেন। ৪. এখানে আপনি ছবি এডিটের জন্য বিভিন্ন টুলস ও ছবিতে টেক্সট বসিয়ে নিতে পারেন   তাহলে বন্ধুরা দেখুন কত সহজে ছবিকে এডিট করা যাচ্ছে, এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। উপভোগ করুন Beauty Guide 1.5 Portable এবং আনন্দে থাকুন।  

  ধন্যবাদ সহ-

  মোঃ জাকির হোসেন

  ১২.১২.১২  
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya