Blogroll

হরেক রকম Gadget আর মনিটর করুন কম্পিউটার।


 আজ আপনাদের জন্য নিয়ে এলাম SystemMonitorII.gadget নামের Gadget Gallery যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে বিভিন্ন তথ্য মনিটর করতে পারেন। যেমন- র‍্যাম ও সিপিইউ এর ব্যবহার এর সকল তথ্য এবং বিভিন্ন ধরনের Gadget ঘড়ি, ক্যালেন্ডার, মিডিয়া প্লেয়ার, রিসাইকেল বিন সহ ইত্যাদি।  এই জন্য আপনাকে যা করতে হবে SystemMonitorII.gadget নামের সফটটি ডাউনলোড করে নিন, মাত্র ৭০৬ কেবি  এবং Extract করে নিলেই SystemMonitorII.gadget নামের ফাইলটি পাবেন, এতে ডাবল ক্লিক করুন। নিচের চিত্রের মত পাবেন, তাতে Install এ ক্লিক করুন। 
 এবার নিচের চিত্রের মত পাবেন। আপনি এখানে যে Gadget টি ডেস্কটপে রাখতে চান, তাতে ডাবল ক্লিক করুন। দেখুন ডেস্কটপে সুন্দর ভাবে তা দেখা যাচ্ছে। আপনি এখানে যা যা দেখতে পাবেন তা তিনটি চিত্রের মাধ্যমে জানিয়ে দিচ্ছি।
চিত্র নং ১

 চিত্র নং ২

 চিত্র নং ৩
 এখানে আমি চিত্র নং ৩ এর System Monitor II সম্পর্কে কিছু বলছি। আপনি এতে ডাবল ক্লিক করলে ডেক্সটপ এ নিচের চিত্রের মত পাবেন। যা থেকে আপনি আপনার কম্পিউটারের র‍্যাম সহ সিপিইউ এর বেশ কিছু তথ্য জানতে পারবেন যা নিচের নিচের চিত্রের মত দেখাবে। 
 তাহলে ডাউনলোড করুন এবং উপভোগ করুন SystemMonitorII.gadget
এটি শুধু মাত্র উইন্ডোজ সেভেন ও ভিস্তায় চলায় উপযোগী।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৬.১২.২০১১
 আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya