Blogroll


যারা ঝটপট ছবিকে রিসাইজ ও ওয়াটার মার্ক দিতে চান, এবং খুব ছোট সফট ব্যবহার করতে চান। তাদের জন্য নিয়ে এলাম ইমেজ রিসাইজ করার ছোট একটি সফট easy-image-modifier মাত্র ৪৬৩ কেবি। হা বন্ধুরা পোর্টেবল ভার্সন। ইন্সটল করার কোন ঝামেলা নেই। ডাউনলোড করুন এবং EasyImageModifier.exe তে ডাবল ক্লিক করে ছবির কাজ শুরু করে দিন। তাহলে চলুন কিভাবে এটি দিয়ে কাজ করবেন টা দেখে নেয়া যাক। EasyImageModifier.exe তে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
 
  1. Load images ক্লিক দিয়ে যে ছবিকে রিসাইজ কিংবা ওয়াটার মার্ক দিতে চান তা সিলেক্ট করুন।
  2. Editing অপশনে ছবিকে Rotate/Flip, Resize Add watermark দিতে পারেন। একটি দারুন ব্যাপার আপনি বাংলায় ওয়াটার মার্ক দিতে পারেন।
  3. Saving অপশনে পাবেন ছবিকে বিভিন্ন ফরম্যাট যথা- JPG, PNG BMP ফরম্যাটে সেভ করে নিতে পারেন। Set destination এ ক্লিক দিয়ে রিসাইজ করা ছবি গুলি কোথায় রাখবেন, তা দেখিয়ে দিন।
  4. Load folder এ ক্লিক দিয়ে আপনি একটি গোটা ফোল্ডারের ছবিকে একসাথে রিসাইজ করে নিতে পারেন।
  5. সবশেষে Process এ ক্লিক দিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন, দেখুন আপনার চাহিদা মত ছবির কাজ সমাধা হয়ে গেছে। 
এডিট করার পর ছবি

তো বন্ধুরা এখান থেকে ডাউনলোড করে নিন এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.১২.২০১১  আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya