Blogroll



আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি সফটওয়্যার। হা বন্ধুরা সফটটির নাম Surprise Maker মাত্র ২.৬৩ মেগাবাইট। ডাউনলোড করে নিন। রার ফাইল এক্সট্রাক্ট করলে পেয়ে যাবেন সেটআপ ফাইল ও রেজিস্ট্রেশন এর জন্য কিগান, যা দিয়ে একে ফুল ভার্সন করে নিতে পারেন। হা আসল কথায় তো বলা হয়নি। কি করবেন এটা দিয়ে? হা বলছি। আপনি এটা দিয়ে আপনার ইন্টারনেট বন্ধুদের চমকে দিতে পারেন সারপ্রাইজ গিফট পাঠিয়ে। কিভাবে করবেন তা দেখে নিন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন। 
 আপনি এখান থেকে যে কোন একটি ছবি কে সিলেক্ট করে নিয়ে তাতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
 
আপনি এখানে যে কোন লেখা লিখে তা সিলেক্ট করে টিক চিহ্ন তে ক্লিক দিন।
এবার আপনি মূল উইন্ডো তে ফিরে যান। এখানে আপনি সাউন্ড ইফেক্ট দিতে পারেন। সবশেষে আপনার পছন্দ মত হয়ে গেলে আপনি এটাকে আপনার বন্ধুকে সরাসরি ই- মেইলের মাধ্যমে অথবা ডেস্কটপ বা জিপ ফাইল আকারে সেভ করে নিতে পারেন। এই জিপ ফাইল টি পরবর্তীতে যে কোন বন্ধুদের পাঠিয়ে দিতে পারেন। জিপ ফাইল এক্সট্রাক্ট করলে আপনি যে গিফট তৈরি করেছেন,তার Surprise.exe নামে ফাইল পাওয়া যাবে তাতে ডাবল ক্লিক করলে আপনি যা তৈরি করেছেন তা দেখা যাবে এবং অবাক হয়ে আপনার বন্ধু তা অবলোকন করবে। আমি যেটা করেছি সেটা নিচে দেখুন।
 
তো বন্ধুরা আপনি ট্রাই করে দেখুন আর উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.১২.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

One Response to this post

  1. ONY on December 21, 2011 at 11:29 AM

    Nice post. :)

Leave a comment

Admaya