Blogroll


কম্পিউটার দ্রুত সাট ডাউন দেয়ার জন্য, উপযোগী পুরাতন টিপস নতুন করে, এই টিপসটি প্রথম আলো সহ দেশের প্রায় সবগুলো প্রত্রিকায় বেশ কয়েকবার প্রকাশিত হয়েছিল। যারা লিখেছিলেন তন্মধ্যে উল্লেখ্য নাম জনাব খালেদ মাহমুদ খান।( আরও অনেকে লিখেছেন যাদের নাম মনে রাখতে পারিনি বলে, তাদের কাছে ক্ষমা চাইছি ) আমি অবশ্য এই টিপসটি আমার এক ভাতিজা দিপুর কাছ থেকে পেয়েছিলাম। PC HELPLINE - এ প্রায় এই বিষয়ে অনেকে হেল্প চেয়ে থাকেন। যারা হেল্প করেন তাদের টিপসটি লিখে বারবার হেল্প করতে হয়। তাই নতুনদের জন্য আজ আমার এই বিষয়ে লেখা, চিত্র সহকারে উপস্তাপিত করছি, যাতে নতুনেরা খুব সহজে বুঝে নিতে পারেন। তাহলে দেখুন কিভাবে এটা শুরু করবেন।
প্রথমে start menu তে যান Run এ গিয়ে regedit লিখে OK করুন, এবার নিচের চিত্রের মত আসবে-

+ HKEY_LOCAL_MACHINE ক্লিক দিন + SYSTEM ক্লিক দিন তারপর CurrentControlSet ক্লিক দিন তারপর Control এ ক্লিক দিন তারপর নিচের চিত্রের মত আসবে


 
+ Session Manager  এ ক্লিক দিন তারপর Memory Management এ ডাবল ক্লিক দিন নিচের চিত্রের মত আসবে
ডান পাশে ClearPageFileAtShutdown  আসবে
 
এবার ClearPageFileAtShutdown রাইট বাটন ক্লিক করে ভেলু ডাটা 0 করে ok করুন এবং পিসি রিস্টার্ট দিন, ব্যাস কাজ শেষ। এবার দেখুন আপনার কম্পিউটার দ্রুত বন্ধ হচ্ছে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.০৬.২০১১  আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন    
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya