Blogroll



বন্ধুরা আজ আমি আপনাদের ছবিতে ওয়াটারমার্ক দেয়া যায় সেই রকম একটি সফট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সফটটির নাম Photo EXIF & Watermark Maker মাত্র ৬.৮ মেগাবাইট। এই জন্য প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে Photo EXIF & Watermark Maker কে এবং রার ফাইল এক্সট্রাক্ট করে ইন্সটল করে নিতে হবে। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir ক্র্যাক ফাইল কপি করে My Computer ওপেন করে Program Files ওপেন করে Photo EXIF Watermark Maker এ প্রবেশ করে পেস্ট করে দিতে হবে। ব্যাস সফটটিকে ফুল ভার্সন করার কাজ শেষ। এবারে ডেস্কটপ আইকন থেকে Photo EXIF & Watermark Maker কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন------------
 w1
কিভাবে কাজ করতে হবে তা দেখে নিন----------
১. এখানে আপনি যে ছবিতে ওয়াটারমার্ক দিতে চান তা সিলেক্ট করুন, ডান পাশে প্রিভিউ ইমেজ দেখার সুবিধা পাবেন। এখানে আপনি এক বা একাধিক ছবি সিলেক্ট করতে পারেন।
২. যে ফাইল সিলেক্ট করেছেন তা এখানে দেখা যাবে এবং যেটিতে ওয়াটারমার্ক দিবেন তাতে ক্লিক দিন।
৩. এখানে আপনি সব ছবি এক ক্লিকে সিলেক্ট করার অপশন পাবেন।
৪. এখানে আপনি ওয়াটারমার্ক, ইমেজ রিসাইজ, রিনেম ও ইমেজ অরিয়েন্টেশন পরিবর্তন করার সুযোগ পাবেন।
৫. ওয়াটারমার্ক লেখার জন্য এখানে Font সিলেক্ট করে নিতে হবে। বাংলায় লেখার জন্য সিয়াম রুপালী সিলেক্ট করতে হবে।
৬. ওয়াটারমার্ক কোন জায়গায় বসাবেন তা সিলেক্ট করুন।
৭. ওয়াটারমার্ক দেয়ার পর কোন জায়গায় ছবিটি সেভ করবেন তা সিলেক্ট করুন।
৮. Process এ ক্লিক দিয়ে Done করুন।

ব্যাস ওয়াটারমার্ক ছবিতে সংযুক্ত হয়ে গেল।
ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিন--------
download

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.০৭.২০১৪ 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

One Response to this post

  1. Unknown on February 6, 2016 at 3:21 PM

    download link not working

Leave a comment

Admaya