Blogroll

মান চিত্রে আমার দেশ বাংলাদেশ।

বন্ধুরা বহু রক্ত, ইজ্জত ও সংগ্রামের ফসল আমাদের দেশ বাংলাদেশ। এই দেশ কে নিয়ে আমরা সবাই গর্ব বোধ করি। এই দেশে জন্মেছি বলে এই দেশকে জানাই হাজারো সালাম। আসুন আমাদের এই দেশ বাংলাদেশ কে একটি ছোট সফট (মানচিত্র) দিয়ে আরও একটু পরিচিত হয়ে নিজেকে দেশের প্রতি ভালবাসা জানাই। সেটা কিভাবে? হা বন্ধুরা এই জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ফ্লাশ প্লেয়ারে চলবে এমন একটি ফাইল যা ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে বাংলাদেশের মানচিত্র। মাত্র ৮.৭৪ মেগাবাইট। আপনি পঞ্চগড় থেকে বান্দরবন মোট ৬৪ টি জেলার ঐতিহ্য সহ বেশ কিছু অজানা তথ্য জেনে নিতে পারেন। আপনি আপনার পরিবারের সকলকে দেখান এই মানচিত্র টি জানি যতটুকু নেট খরচ হবে তার চেয়ে বেশী আত্মতৃপ্তি পাবেন। প্রথমে ডাউনলোড করুন এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই Bangladesh.exe নামের ফাইলটি পেয়ে যাবেন ডাবল ক্লিক করুন ইন্সটলের কোন প্রয়োজন নেই নিচের চিত্রের মত আসবে----------------------
 আপনি এখানে যে জেলা সম্পর্কে জানতে চান তার উপর ক্লিক করুন দেখুন আপনার কম্পিউটারের মাইকে ভেসে আসবে সেই জেলা সম্পর্কে নানা তথ্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিশয় নিয়ে। পরিশেষে সবাইকে দেশকে ভালবাসার জন্য অভিনন্দন জানিয়ে শেষ করছি।  
ধন্যবাদ সহ-  
মোঃ জাকির হোসেন  
০৯.০৮.২০১২
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

2 Responses to this post

  1. Unknown on April 11, 2013 at 10:54 AM

    DOWNLOAD KORA JASSE NA

  2. Unknown on June 16, 2013 at 9:09 PM

    ভাই DOWNLOAD করা যাচ্ছেনা

Leave a comment

Admaya