Blogroll


বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি ছোট একটি টিপস নিয়ে আলোচনা করার জন্য। কোন সফটওয়্যারের কথা আজকে আপনাদের বলবোনা। আমারা অনেকেই কম্পিউটারের USB পোর্ট কে হাইড বা গোপন করে রাখার জন্য সফট ওয়্যার ব্যবহার করে থাকি। ইতিপুর্বে আমি বিভিন্ন পোস্টে USB পোর্ট হাইড করে রাখার জন্য আপনাদের মাঝে সফট ওয়্যার নিয়ে লেখা লেখি করেছি। আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ এক্সপি তে USB পোর্ট কে নিরাপত্তা (হাইড) দেয়া যায়, যাতে করে আপনার পিসি থেকে কেউ কোন ডাটা চুরি করতে না পারে। তাহলে শুরু করা যাক-----------------

প্রথমে আপনি Start মেনু তে গিয়ে Runregedit লিখে Ok প্রেস করুন। এবার নিচের মেনু গুলিতে ধীরে ধীরে এগিয়ে যান------------------

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR

এবারে সিলেক্ট USBSTOR করুন দেখুন ডান পাশে একটি নিচের মত উইন্ডো এসেছে--

এবারে Start এর উপর ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত এলে------------------


DWORD value 4 থেকে 3 করে দিয়ে Ok করুন। পিসি রিস্ট্রাট করুন। দেখুন এবার আপনার পিসিতে USB পোর্ট দেখা যাচ্ছেনা এবং কেউ আর আপনার পিসি থেকে ডাটা চুরি করতে সক্ষম হবেনা।

আপনি আবার USB পোর্ট কে পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে DWORD value 4 করে দিন।

তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটি তা মন্তব্য করে অনুভুতিকে প্রকাশ করুন।

ধন্যবাদ সহ-

মোঃ জাকির হোসেন

১৮.০৭.২০১২

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya