Blogroll


আজ আপনাদের জন্য নিয়ে এলাম পেনড্রাইভ পরিষ্কার করার ছোট একটি সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ এর পারফরম্যান্স কে অটুট রাখতে পারবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের প্রয়োজনে পেন ড্রাইভ বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ এ ব্যবহার করি। আর আমাদের অজান্তেই বেশ কিছু অপ্রয়োজনীয় ফাইল পেন ড্রাইভে জমা হয়ে জায়গা দখল করে রাখে। যেমন- thumbs.db, .Trashes, .Spotlight-V100, .ds_store ইত্যাদি। 

এই সব ফাইল জমা হয়ে যাবার কারণে পেন ড্রাইভের পারফরম্যান্স এ ঘাটতি এসে যায়। এর থেকে পরিত্রাণ পাবার জন্য আপনি Usbfresher নামক একটি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি Usbfresher কে এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকন এ নিচের চিত্রের মত পাবেন।
 
আপনি এখানে কয়েকটি অপশন পাবেন, যেমন Cleanup USB Drive, Cleanup All USB Drive, Custom Cleanup. আপনি যে কোন একটি অপশন বেছে নিতে পারেন। ধরে নিলাম আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে পেন ড্রাইভ সংযুক্ত করে Cleanup USB Drive এ ক্লিক দিলেন, তখন ঠিক নিচের চিত্রের মত পাবেন 
এবার আপনি সিলেক্ট করে Cleanup এ ক্লিক করুন। দেখুন নিচের চিত্রের মত উপরে উল্লেখিত অপ্রয়োজনীয় ফাইল গুলিকে পরিষ্কার করে দিয়েছে।
কাজ সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত আসবে।
এবারে আপনি Close এ ক্লিক দিয়ে দিন। বন্ধুরা এভাবে আপনি আপনার পেন ড্রাইভের পারফরম্যান্সকে সজীব ও সতেজ করে ধরে রাখতে পারেন। এই কাজটি আপনি ম্যানুয়ালি করতে পারেন এই জন্য আপনি টাস্কবার আইকন এ Open এ ক্লিক করে তা করতে পারেন এবং Local Drive থেকেও অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করে নিতে পারেন। তাহলে বন্ধুরা উপভোগ করুন  Usbfresher
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৩.০১.২০১২ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।  
   
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya