Blogroll


আপনাদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এলাম। Microsoft Talkit  নামের ছোট একটি সফট। মাত্র ৫২৮ কিলো বাইট। এখান থেকে ডাউনলোড করুন এবং TALKIT!.EXE তে ডাবল ক্লিক করুন। পোর্টেবল।  ইন্সটলের কোন ঝামেলা নেই। ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত আসবে। আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ড এর ইংরেজি অথবা শুধু মাত্র স্প্যানিশ ভাষার কোন ডকুমেন্ট কে কপি করে পেস্ট করুন এবং TALKIT এ ক্লিক দিয়ে দেখুন কত সুন্দর ভাবে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট কে নানা রকম আওয়াজে উচ্চারণ করছে, আপনি ঠিক যেভাবে চাইবেন। ইচ্ছে করলে আপনি কখনও নাচের তালে, কখনও বা গানের তালে, শিশুর কণ্ঠে, রোবটের কণ্ঠে, মেয়েলি কণ্ঠ, আরও অনেক ভাবে শুনতে পারেন। তাহলে দেখে নেয়া যাক এটা কিভাবে কাজ করে। নিচের চিত্রটি দেখুন এবং ধাপে ধাপে তা অনুসরণ করুন।


  1. আপনি এখানে File অথবা সরাসরি ডকুমেন্ট কে কপি করে এখানে পেস্ট করুন।
  2. এখানে আপনি বিভিন্ন কণ্ঠকে সিলেক্ট করে নিতে পারেন।
  3. PTCH এ আপনি কথা বলার রেশকে খাটো অথবা লম্বা করে নিতে পারেন শ্রুতি মধুরের জন্য।
  4. কথা শুনার গতিকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন।
  5. ভাষা নির্বাচন করুন ( ইংরেজি অথবা স্প্যানিশ)।
  6. PITCH QUALITY নির্ধারণ করে নিন।
  7. VOCAL EFFORT এ আপনি কণ্ঠ র আওয়াজ পরিবর্তন করে নিতে পারেন।
  8. TALKIT এ ক্লিক করলে আপনার ডকুমেন্ট কে পড়তে শুরু করে দিবে। আপনি স্পিকারে তা শুনতে পারবেন।
  9. Stop Talking ক্লিক করলে লেখা পড়া বন্ধ করে দিবে।
  10. এই সফট এর ব্যবহার শেষ হয়ে গেলে, আপনি QUIT এ ক্লিক করলে এই উইন্ডো বন্ধ হয়ে যাবে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে এই সফটটি। ভাল লেগে থাকলে, আমারও ভাল লাগবে। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৩.০২.২০১২
 আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

One Response to this post

  1. M.hasan on March 16, 2012 at 5:29 PM

    please give me a phone number.
    E-mail=mhasan679706@gmail.com

Leave a comment

Admaya