Blogroll


আবার একটি লেখা পড়ে শোনার সফট নিয়ে এলাম আপনাদের জন্য। এবার একটু ভিন্ন ধাঁচের। কেন বলছি একথা? স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে। আর আপনাদের প্রশ্নের উত্তরে আমি আপনাদের এই তথ্য দিচ্ছি যে, এটি শুধু লেখা পড়েই শোনাবে না, সাথে সাথে গোটা টেক্সট ফাইলকে অডিও ফাইলে রুপান্তর করতে সক্ষম। আপনি যখন খুশি wav কিংবা mp3 ফরম্যাটে সেটা শুনে নিতে পারেন ও লেখার ভুল ত্রুটিকে সংশোধন করে নিতে পারেন। আমি এর আগে যেটি শেয়ার করেছিলাম তার নাম ছিল Text Aloud এবং লিংকটি ছিল এই শিরোনামে “অলসতা লাগছে, বড় লেখা কি করে পড়বেন”? আজ আপনাদের যে সফট এর কথা বলছি সেটি হল Balabolka নাম এবং মাত্র ৬.৮ মেগাবাইটের। এটি একটি ফ্রী সফট। কোন সিরিয়াল কিংবা ক্র্যাকের প্রয়োজন নেই। এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ওপেন করুন নিচের চিত্রের মত আসবে 
 এখানে আপনি নিম্নের ধাপ অনুসরণ করে লেখা পড়ে শোনার কাজ ও অডিও ফরম্যাটে কিভাবে সেভ করা যায়, তা দেখে নিন।
  1. File থেকে Open করুন টেক্সট ফাইল ( অবশ্যই ইংরেজী হতে হবে)।
  2. এখানে (Read Aloud) এ ক্লিক দিয়ে টেক্সট টির অডিও শুনতে পারেন।
  3. এখানে ( Save Audio File) এ ক্লিক দিয়ে আপনি wav অথবা mp3 ফরম্যাটে টেক্সট টি অডিওতে রুপান্তর করে সেভ করে নিতে পারেন। প্রয়োজনে লেখার ভুল ত্রুটি দেখে নিতে পারেন।
তো বন্ধুরা ডাউনলোড করে নিন ঝটপট এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৮.১১.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

One Response to this post

  1. Unknown on April 14, 2013 at 2:29 PM

    media fire a to file ta nai.............notun kore link den

Leave a comment

Admaya