Blogroll

ছবিকে ভিডিওতে কনভার্ট করুন খুব সহজে।



আর ভিডিও কনভার্টার নিয়ে আপনাদের চিন্থা করতে হবেনা নিয়ে এলাম টোটাল ভিডিও কনভার্টার,যার মাধমে আপনি সকল ধরনের ভিডিও ও অডিও কনভার্ট করতে পারবেন যে কোন ফরম্যাটে। যেমন-

  • মোবাইলের জন্য Mpeg4, AVC Mpeg4, 3Gp video, Asf/Wmv, Digital Cemera , Apple Video, PSP Mpeg4 ,  Nokia cell phone, Sony cel phone 

  • Ms Avi এর বিভিন্ন ফরম্যাট
  • Wet এর জন্য  Swf, flv,GIF
  • Mpeg ফরম্যাটের জন্য DVD, SVCD, VCD Mpeg
  • অডিও এর জন্য CD/ Wav, Mp3, Aac, Wma, Flac, Amr/Awb, Ogg, MMF, Ac3, Au ইত্যাদি।
আর সব সুবিধা দেবে Portable-Total-Video-Converter টি। হা বন্ধুরা নাম শুনে বুঝে গেছেন ইতিমধ্যে, এটি একটি পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৫.৯৮ মেগাবাইট। এখান থেকে ডাউনলোড করুন এবং Portable-Total-Video-Converter ফাইলটিতে ডাবল ক্লিক করে OK করুন, নিচের চিত্রের মত পাবেন।
 এখানে New Task এ ক্লিক দিন। এখানে আপনি বিভিন্ন ফাইলকে কনভার্ট করার জন্য অপশন পাবেন। দেখে নেয়া যাক কি কি অপশন আছে এখানে। এখানে আছে Import files, Auto Download Flv, Rip video DVD, Rip Audio CD, Photos Slide Show Advanced Tools এ বিভিন্ন অপশন। তো বন্ধুরা আজ আমি এখানে স্থির চিত্র বা ছবিকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায় সে সম্পর্কে আলোচনা করবো। আর এজন্য আপনাকে এখানে Photos Slide Show সিলেক্ট করে ক্লিক দিতে হবে, ক্লিক দিলেই নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি যে সমস্ত ছবি দিয়ে ভিডিও করতে চান সেগুলিকে এড করার জন্য Add Photos তে ক্লিক দিয়ে ছবি সিলেক্ট করুন এবং অডিও গান সংমিশ্রনের জন্য Add Audios এ ক্লিক দিয়ে অডিও সিলেক্ট করুন। এবার OK করুন নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি যে ফরম্যাটে ভিডিওটি কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন। তারপর নিচের চিত্রের মত পাবেন। 
 এখানে আপনি কনভার্ট করার সময় ফাইলটি কোথায় রাখবেন তা Output File এ ব্রাউজ করে দেখিয়ে দিন এবং Output Format এ ক্লিক দিয়ে ভিডিও টি কোন ফরম্যাটে করতে চান তা রদ বদল করতে পারেন। Settings এ ক্লিক দিয়ে পছন্দ অনুসারে কোয়ালিটি বেছে নিন। সবশেষে Convert Now এ ক্লিক দিন এবং দেখুন ছবিকে ভিডিওতে রুপান্তর করার কাজ চলছে ও কিছু ক্ষনের মধ্যে কনভার্ট শেষ হলে আপনি পেয়ে যাবেন ছবি থেকে ভিডিও তে রুপান্তর করা ফাইলটি। প্লে করে দেখে নিন কেমন হল? অবশ্যই ভাল লাগবে। হা বন্ধুরা এখানে আমি শধু ছবিকে ভিডিওতে কনভার্ট করার কৌশল দেখালাম। ঠিক একই ভাবে আপনি ভিডিও, অডিও কে বিভিন্ন ভাবে কনভার্ট করার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন। এক্ষেত্রে Import files এ গিয়ে অডিও, ভিডিও ফাইলটি বেছে নিতে হবে।
তারপর ধাপে ধাপে উপরের নিয়মে তা কনভার্ট করুন। ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০২.১১.২০১১ 
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya