আজ আপনাদের সামনে নিয়ে এসেছি যে কোন গান বা সাউন্ডকে পছন্দমত শ্রুতি মধুর করে তোলার ছোট একটি সফট যার নাম Sound Normalizer আপনি এর সাহায্যে খুব সহজে যে কোন গানকে আপনার পছন্দ অনুযায়ী সাউন্ডকে পছন্দ মত উচু,নিচু স্বরে করে নিয়ে Mp3 বা WAV ফরম্যাটে নেয়ার দারুন সুযোগ। এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে এখান থেকে ডাউনলোড করে নিন Sound Normalizer কে। মাত্র ৭.৪৬ মেগাবাইট। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিন এবং এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ এরপর সেট আপ ফাইল দিয়ে কম্পিউটারে ইন্সটল করে নিন, ইন্সটল করার সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। ইন্সটল শেষে ক্র্যাক ফাইল থেকে Sound Normalizer কে কপি করুন এবং C ড্রাইভ ওপেন করে প্রোগ্রাম ফাইল ওপেন করে Sound Normalizer ফাইলকে ওপেন করে তাতে ওভার রাইট করে পেস্ট করুন। কম্পিউটার রিস্টার্ট দিন। ব্যাস ফুল ভার্সন হয়ে গেল Sound Normalizer এবার ডেস্কটপ আইকন থেকে Sound Normalizer কে ওপেন করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন--------------
এবার দেখে নিন এই Sound Normalizer দিয়ে কিভাবে কাজ করবেন।
১. এখান থেকে যেই গানকে নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন।
২. এখানে আপনি গানের ডান বাম চ্যানেলের সাউন্ডকে কম বেশী করে শ্রুতি মধুর করে নিতে পারেন।
৩. এখানে ক্লিক দিন।
৪. এখানে প্লে বাটনে ক্লিক দিয়ে গানটি শুনে নিতে পারেন।
৫. এবারে গানকে কনভার্ট করার জন ক্লিক দিন নিচের চিত্রের মত আসবে-------------
এখানে দেখে নিন কি কি করতে হবে------------
১. এখানে আপনি গানকে যে ফরম্যাটে নিতে চান তা সিলেক্ট করুন এবং Settings থেকে আপনি গানের বিট রেট সহ বিভিন্ন অপশন পাবেন।
২. এখানে আপনি কনভার্ট করা গানটি যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিন।
৩. এখানে Convert এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। দেখুন গানটি কনভার্ট হয়ে সেভ হয়ে গেছে যথাস্থানে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো এই Sound Normalizer কে জানাতে ভুলবেন না যেন। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনায়।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৫.০৫.২০১৩
Tags:
সফটওয়্যার
Leave a comment