
১. My Templates ক্লিক করুন
২. Import এ ক্লিক করে যে ছবি মুখমণ্ডল চেঞ্জ করতে চান তা নির্বাচিত করুন।
এবার নিচের চিত্রটি দেখুন
১. My Faces এ ক্লিক করুন।
২. Import এ ক্লিক করে যে মুখমণ্ডলটি আপনার পছন্দ তা নির্বাচিত করুন।
এবার নিচের চিত্রটি দেখুন
১. My Fantasy তে ক্লিক করলে এমন পাবেন।
এবার এডিট করার পালা চলুন দেখে নেয়ে যাক কিভাবে এডিট করবেন, নিচের চিত্রটি দেখুন।
কারসার দিয়ে টেনে নিয়ে যান ফেস টি ফেসের উপর
১. Move Resize দিয়ে ফেসটিকে আপনি বাঁকা, সোজা বা উল্টিয়ে নিতে পারেন, যেমনটি দরকার ঠিক তেমন করে সেট করে নিন।
২. বিভিন্ন টুলবার আছে, আপনি কালার পরিবর্তন সহ অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারেন, কালার দিতে পারেন, যতক্ষণ মনের মত করতে পারেননি এডজাস্ট করে নিন।
৩. মুখ মণ্ডলটির লাইট, উজ্জলতা, কালার ঠিক করে নিন।
৪. সবশেষে মনের মত হলে Save এ ক্লিক করে কোথায় ছবিটি রাখবেন দেখিয়ে দিয়ে Save করুন।
দেখুন নিচের ছবি দুইটি একটি এডিট করার আগে এবং অপরটি এডিট করার পরের ছবি
(এডিট করার আগের ছবি)
(এডিট করার পরের ছবি)
তো বন্ধুরা হয়ে গেল ছবির মুখমণ্ডল পরিবর্তন। আশা করি আপনাদের ভাল লাগবে। মনের আনন্দে এবার কাজ করুন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৬.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে দেখতে পাবেন। 
Tags:
ফটোশপ
বাহ বাহ বাহ অসাধারন অপূর্ব দারুন জিনিশ কাজে আসবে ধন্যবাদ ভাই