New blank project এ ক্লিক করে কোন সিম্বল ব্যবহার করতে চান তা সিলেক্ট করুন Shape থেকে, Image এ ক্লিক করে Adjust করে নিন, Effects এ নানা রকম ইফেক্ট দিতে পারেন, Gradient এ পাবেন কালার সমন্বয় করার উপায়। Colors এ পাবেন সিম্বলটি কি কালার দিতে চান তার উপায়। লেখার জন্য আপনাকে Object এ ক্লিক করতে হবে এবং New text এ ক্লিক করে লিখুন আপনি যা লিখতে চান। লেখা শেষ হলে, লেখার উপর বাম ক্লিক দিন এবং Transform থেকে লেখাকে কিভাবে সাজাবেন তা সাজিয়ে নিন। সব কিছু ঠিক ভাবে হয়ে গেলে এবার লোগোটিকে সেভ করুন File এ ক্লিক দিয়ে Export logo image এ ক্লিক করুন এবং সেভ করুন আপনার পছন্দ মত ফরম্যাটে। ব্যাস হয়ে গেল লোগো তৈরি। যেমন আমি করলাম নিচেরটি দেখুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
৩০.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
স্যার, ফাইলটা ডাউনলোড হচ্ছে না।