- By Zakir Hossain
-
Postado Sunday, June 1, 2014
at 12:48 PM
আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট একটি সফট, যার নাম IObit Unlocker যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের যে সব ফাইল ডিলেট বা এই ধরনের ম্যাসেজ দেখা যায় যেমন- "Can not delete file: Access is denied" or "Can not delete folder: the object being used by another person or program", "file-sharing violation" "Make sure the disk is not full or write-protected and the file is not busy," ইত্যাদি সেই সব ফাইল কে এক ক্লিকেই ডিলেট করে দিতে পারেন IObit Unlocker দিয়ে মাত্র ১.৬৫ মেগাবাইট। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন, ইন্সটল করার সময় ইংরেজী ভাষা নির্বাচিত করে নিন। ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন.........
এখানে আপনি যে ফাইল বা ফোল্ডারকে ডিলেট করতে চান তা সিলেক্ট করুন
এবারে আপনি ফাইলটিকে কি করতে চান তা সিলেক্ট করুন এবং OK করুন উল্লেখ্য আপনি এই সফট দিয়ে ফাইলটিকে "Unlock & Delete", "Unlock & Rename", "Unlock & Move", or "Unlock & Copy" করতে পারবেন।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। উপভোগ করুন IObit Unlocker কে এবং আনন্দে থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৯.০২.২০১৩
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment